নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা, চা খাবেন নাকি শরবত?

তামিম ইবনে আমান

Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary

তামিম ইবনে আমান › বিস্তারিত পোস্টঃ

গালি নিয়ে গালাগালি থুক্কু ঘাটাঘাটি

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩

গালি। এক আজব জিনিস। এ জিনিসটা মুখে উচ্চারিত হয়। কিন্ত ফলাফল হয় ভয়াবহ। মুখের জিনিস আর মুখে থাকে না। এর এমনই ঝাঁঝ , মানুষের হাতেও মাঝেমধ্যে অস্ত্র উঠে আসে।



বাদ দিই সিরিয়াস কথা।



আগে জেনে নিই, গালি নিয়ে গুগল মামু কি বলে।

ক্রিয়া বা ভার্বের ক্ষেত্রে- Attack (someone) using abusive language



এখন বুঝতে হবে এবিউসিভ জিনিসটা কি। এটি মূলত আপেক্ষিক।

মনে করেন, একজনের কাছে ছাগল শব্দটা এবিউসিভ, তাকে আপনি ছাগল বললে ক্ষেপে যাবে।

আবার আরেকজনের কাছে ভালো শব্দটা এবিউসিভ। তাকে ভালো বললে সে ক্ষেপে যাবে :P







গালি হল মনের ভাব প্রকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম। অনেক না বলা ভাবও গালির মাধ্যমে প্রকাশ পায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ডাম্প করলে বয়ফ্রেন্ড ধুমায়া গালি দেয় মনের ভাব হালকা করার জন্য। অনেক সময় মেয়েরাও কম যায় না। কে জানি বলেছিল "কোন ভাষা কত সমৃদ্ধ তা বুঝা যায় সে ভাষার গালি সম্ভার দেখে"



আমার জানামতে চীন দেশে গালি নিয়ে ডিকশনারী পর্যন্ত আছে। অনেকে আপসোস করতে পারেন , শিট! বাংলাদেশে থাকলে তো ধুমায়া ছাগুগো গালি দিতে পারতাম।



তাদের আপসোসের ও দিন শেষ। রংপুরের ১০০ টা গালি নিয়ে বেরিয়েছে গালি অভিধান। কিন্ত দুঃখের বিষয় , এটি মূলত আঞ্চলিক ভাষার অভিধান বলে অনেকের তেমন আগ্রহ নাও হতে পারে।



ব্লগে আসার পর অনেকেই এরকম গালি অভিধান খুঁজেন। কারন ব্লগে যেহেতু হাত ছোঁড়াছুড়ি করা বা চুল টানাটানি করা যায় না, শেষপর্যন্ত গালিই ভরসা।



কিন্ত বেরসিক মডারেশন কিন্ত এসব গালিগালাজকে প্রশ্রয় দেয় না। সেকারনে মডারেশন প্যানেলের মোটা লোকজন ও কিন্ত কম গালি খায় না। (অফটপিকঃ মডারেটর হওয়ার মূল শর্ত চামড়া মোটা থাকতে হবে ;);) )



আমরা সবাই জানি। ভাষা প্রবাহমান। গালি যেহেতু ভাষার অবিচ্ছেদ্য অংশ সেহেতু গালিও প্রবাহমান। কালের প্রবাহে গালিরও পরিবর্তন হচ্ছে।



ইদানিং মজার মজার বেশ নতুন গালি আবিষ্কৃত হয়েছে। যেমন ধরেন হাম্বা। কেমন যেন লুতুপুতু ভাব। আবার ধরেন খাপো। এক নজরে বুঝা নাও যেতে পারে যে , এটা কোন গালি হতে পারে। মূলত মডারেশন প্যানেলের হাত থেকে বাঁচতেই অভিনব এই গালি। এটি মূলত খা*কির পো*র সংক্ষিপ্ত রূপ :-/



এবার ধরেন আবাল। এক প্রকার গরু। প্রব্লেম হল, কাউকে যদি বলা হয় "তুই গরু" তাহলে সে মাইন্ড যতটুকু করবে "তুই আবাল" বললে এর থেকে বেশি মাইণ্ড করবে :-*



অনেক কিছুই বকলাম, এবার আসি গালির ফলাফল নিয়ে। গালি এমনই এক অস্ত্র যা দিয়ে প্রতিপক্ষকে মানসিক ভাবে ছাড়া অন্য কোন ক্ষতি করা সম্ভব নয়। যদি আপনার প্রতিপক্ষ গালিটিকে ইগ্নোর করে তাহলে আপনার দেয়া গালিটি সম্পূর্নই বৃথা। কেউ যদি আপনাকে গালি দেয় তাহলে আপনার কোন ক্ষতি হবে? না হবে না। কারন আপনাকে শালা বললেই তো আর সে আপনার বড় বোনের স্বামী হয়ে যাচ্ছে না তাই না?









এই শালা গালিটি নিয়ে আমার কিছুটা কনফিউশন আছে। এই গালি আত্মীয়তার সম্পর্ক নির্নায়নে ব্যবহৃত হয়। এটি কিভাবে গালি হয় সে ব্যাপারে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর হস্তক্ষেপ কামনা করছি। তাছাড়া শরীরের বিভিন্ন অংগ প্রত্যঙ্গের নামও গালি হিসেবে ব্যবহৃত হয়। এ জিনিস্টাও বেশ কনফিউজিং।



তবে সবচেয়ে বড় কথা গালিকে বিনোদন হিসেবে নিন। যে যত ভালো গালি দিবে বুঝবেন তার সৃষ্টিশীলতা বেশি। বেশি বেশি গালি দিন। বেশি বেশি গালি খান।





আর হ্যাঁ! নেক্সস্ট জেনারেশনের জন্য বেশকিছু গালি সাজেস্ট করে যাচ্ছিঃ পরিমল, সুরঞ্জিত, সাহার খাতুন (১৮ মাসে বছর উপলক্ষ্যে) , জামাত, শিবির, চাঁদের কলঙ্ক, মাহবুবুর রহমান ইত্যাদি :P:P:P:P:P





বিজ্ঞাপনঃ

জন ডিলিঙ্গারঃ ইতিহাসের কুখ্যাত এক ব্যাংক ডাকাত

মন্তব্য ৮৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮

ঘুড্ডির পাইলট বলেছেন: গালি দেওয়া ভালু না । তবে পরিস্থিতির কারনে দিতে হয় ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

তামিম ইবনে আমান বলেছেন: গালি দিলে কি গুনাহ হয়? সিরিয়াস কোসচেন

২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০

মহাবিরক্ত বলেছেন: ্পুরাই গালিময় পোস্ট। B-)
+++

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

তামিম ইবনে আমান বলেছেন: মানুষ কিন্ত মহাবিরক্ত হইয়াই গালি দেয় ;)

৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

সানড্যান্স বলেছেন: গালি নিয়ে সর্বপ্রথম একটা লিল ম্যাগ বের হয় বাংলাদেশে গত ফেব্রুয়ারী মাসে, ধমনীর ম্যাগাজিনের গালি সংখ্যা।

ম্যাগাজিন টা এখনো বাজারে পাওয়া যাচ্ছে।আপনে পড়লে উপকৃত হবেন, পোস্ট ও সমৃদ্ধ হইত!!

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

তামিম ইবনে আমান বলেছেন: আপ্নের লগে যুগাযুগ করন দর্কার আছিল :(

৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫১

নোমান নমি বলেছেন: আবাল এর ভিন্ন অর্থও হয়-যার বাল নাই। তবে কনফিউজড হইলাম যার বাল না সেতো সুখী মানুষ। ঝামেলাহীন
পোষ্ট ভালা হৈছে।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৪

তামিম ইবনে আমান বলেছেন: ভালো বলিয়াছেন ;)

ধন্যবাদ নোমান ভাই। আপনার মত বিখ্যাত মানুষকে পোস্ট পেয়ে খুব ভালো লাগছে

৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২

খায়ালামু বলেছেন: আমার বাড়িই রংপুর.।।। টাকা দিয়া অভিধান কিনার দরকার নাই, লাগলে বইলেন শিখায়া দিবনে :P :P =p~ =p~ B-)) B-))

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: অংপুরের গালি শিখলে তো ভালাই হইত। কিন্ত কেউ তো বুঝবে না

৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৬

খায়ালামু বলেছেন: না বুঝলেই তো মজা.। ইচ্ছামত ঝাড়বেন ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: ভালো বুদ্ধি দিছেন তো। তবে গালি প্রতিপক্ষ না বুঝলে মজা নাই

৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

রবি_জল বলেছেন: ঠুলা ও কিন্তু একটা গালি ! হাম্বা ও ! :P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

তামিম ইবনে আমান বলেছেন: খিক্স! পরেরটা কাদের জন্য ;)

৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:০০

খায়ালামু বলেছেন: প্রতিপক্ষ বুঝলে তো আপনারেও ইচ্ছামত নোয়াখাইল্লা মারব.।।।
ডিকশনারিতেও পাইবেন না :P :P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:০৪

তামিম ইবনে আমান বলেছেন: আমি কিন্ত নোয়াখাইল্লা! ;)

৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:১৬

নিয়েল ( হিমু ) বলেছেন: জ্ঞানের শেষ বলে কিছু নাই । গালি নিয়েও জ্ঞান প্রয়োজন আছে । :P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:১৮

তামিম ইবনে আমান বলেছেন: গালি নিয়ে পিএইচডি চালু হোক ;)

১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওয়েলকাম ব্যাক তামীম। :)

গালি পোষ্টে গালি দিতে পারছি না দেখে কিছুটা মন খারাপ। ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:১৯

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ভাই। এখন কেউ চিন্তাসে না :(

১১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২২

স্বপনবাজ বলেছেন: টুট ...পৃথিবীর সেরা গালি !

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫

তামিম ইবনে আমান বলেছেন: আরেকটা আছে- বিপ

১২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২৭

মাক্স বলেছেন: গালি বিজ্ঞানি গালিলিও গালিলি বিষয়ে কিছু কৈলেন্না? ;);)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮

তামিম ইবনে আমান বলেছেন: আপনাদের যুগের মানুষ। আপনারা কথা বলেই দেখুন না ;)

১৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
টেলা , নলা , আবাল , ধৈঞ্চা গালির শেষ আছে নাকি !!


বাংলা গালির ভাণ্ডার কিন্তু খুবই সমৃদ্ধ ;)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫

তামিম ইবনে আমান বলেছেন: চলেন ডিকশনারি বানাই

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫

রবি_জল বলেছেন: যারা " কুরবা" কি জিনিশ জানেন তারা হাত তুলেন !! :P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: বুঝায়া দিয়া যান !

১৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৬

একজন আরমান বলেছেন:
পোস্ট প্রিয়তে নিয়া রাখলাম।

আমার আঞ্চলিক একটা গালি আছে। যাকে সংক্ষেপে "ছাপো" বলে। ;)

ও আর ২ নাম্বার ফডুডা সেইরাম হইছে।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: ছাপো কি?
অনেক ধন্যবাদ একজন আরমান ভাই :)

১৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০

লিন্‌কিন পার্ক বলেছেন:
আরেকটা মজার গালি আছে হাওরিরে ডিগবাজি :P =p~ =p~ =p~

সামুতেই পাইছিলাম গালিটা :!>

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৫

তামিম ইবনে আমান বলেছেন: আমার কাছে আবার বোঙ্গা বোঙ্গা শব্দদ্বয় ভাল্লাগে ;)

১৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪০

রবি_জল বলেছেন: Ona je taka kurba. গুগুল মারেন :P

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: লুল।

১৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্ল্যাং আর গালির মধ্যে পার্থক্য আছে। গালি হলো 'কার্স'।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৭

তামিম ইবনে আমান বলেছেন: পোস্ট টা আরেকবার পড়লে দেখবেন আমি স্ল্যাং এর ব্যাখ্যা দিয়েছি ভার্ব হিসেবে। নাউন হিসেবে নয়।
আর কার্সে সাধারনত স্ল্যাং ওয়ার্ড থাকে না।


আপ্নেরা আম্রেকিয়ায় থাকেন, হয়ত ভালো বুঝেন।

১৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
মানসিক প্রশান্তির জন্য গালি দেয়ার বিকল্প নাই :-B ||

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩

তামিম ইবনে আমান বলেছেন: সহমত!সহমত

২০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৩

আমি ব্লগার হইছি! বলেছেন: গালাগালি হলো বাংলা ভাষার অলংকার। গালাগালি দিতে আমার অনেক ভালো লাগে তবে শুধু বন্ধুদেরকে। আর ওদের কাছে গালাগালি শুনে আমার আত্মগ্লানি দূর হয়।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৬

তামিম ইবনে আমান বলেছেন: ভালোই বলেছেন

২১| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৮

একজন আরমান বলেছেন:
অফ-ব্লগ কমুনে আপনারে। ;)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪১

তামিম ইবনে আমান বলেছেন: অন ব্লগ বলেন। পোলা মানুষের লজ্জা কিসের ;)

২২| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০২

আশিক মাসুম বলেছেন: কিছু একালের গালি দিয়া যাই

১) এইচ পি
২)বি সি
৩) কে পি


আমার সবচে প্রিয় গালি হালা।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

তামিম ইবনে আমান বলেছেন: আরো একটা আছে, এম সি ;)

২৩| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১০

একজন আরমান বলেছেন:
hp =p~ =p~ =p~

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: ;)

২৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: বড় ভাইয়ার বাসার ম্যানেজার, ড্রাইভার আর বাবুর্চি কে ভাইয়া একসাথে ডাকে --------

থ্রিজি= তিন গাধা :P

আর একটা বকা দেয়, তোরা এখনো চুড়ি পরস নাই ক্যান =p~ =p~

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: গুরুত্বপূর্ন পয়েন্ট। ছেলেদের চুড়ি পরা।

২৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

যোগী বলেছেন: গালীকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার একটা গোপন ইচ্ছা আছে #:-S #:-S #:-S

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে নিজেই তো শিল্পী

২৬| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১১

জাকারিয়া মুবিন বলেছেন: গালি দেওয়া বালু না, কিন্তুক আমি দেই, তাইলে আমি কি বালু না খ্রাপ?

উপ্রেরটা কুইজ। ;)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: যে বালু কাজ করে না তাকে কি বলে? ;)

২৭| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

গালির ক্রমবিকাশে স্কুল থেকেই পাঠ্যবইতে একটি অধ্যায় খোলার আবশ্যিকতা রয়েছে। আর এর জন্য এই পোস্ট যথেষ্ট।

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: এ ব্যাপারে পিচ্চিরা আরো এক্সপার্ট

২৮| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৭

এম হুসাইন বলেছেন: ইমরাজ কবির মুন বলেছেন:
মানসিক প্রশান্তির জন্য গালি দেয়ার বিকল্প নাই


সহমত।

গালিময় মচতকার পোস্ট :P =p~ :)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯

তামিম ইবনে আমান বলেছেন: মচতকার কইয়াও কি গলি দিলেন নাকি বুঝলাম না /:)

২৯| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫

এম হুসাইন বলেছেন: চমৎকার পোস্ট কইছি ব্রো, হায় হায় রে, আর করো বুঝামু... খিক খিক B-)

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

তামিম ইবনে আমান বলেছেন: মজা নিলুম

৩০| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

যুবায়ের বলেছেন: পিলাচ++

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১০

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ নেন যুবায়ের ভাই

৩১| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

ক্ষুধিত পাষাণ বলেছেন: ইদানীং "মখা", 'আবুল", "মাল", "মতিয়া", "দিপুনি", "চ্যাপো" গা্লিগুলাও বিয়াপক হিট খাইছে B-)) B-))

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

তামিম ইবনে আমান বলেছেন: চ্যাপো কি?

৩২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

পেন্সিল চোর বলেছেন: আমারও আছে গালিময় পোস্ট
=p~ =p~ =p~ =p~

১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১

তামিম ইবনে আমান বলেছেন: আপনারটা আগে পড়েছিলুম

৩৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: বালৈছে ;)+

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০

তামিম ইবনে আমান বলেছেন: ধইন্যা ;)

৩৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এ কী আপনার আগের পুস্টগুলা কুতাই??? B:-) B:-) B:-)

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

তামিম ইবনে আমান বলেছেন: সামুর বাগ ভালুক

৩৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

ঘুড্ডির পাইলট বলেছেন: লেখক বলেছেন: গালি দিলে কি গুনাহ হয়? সিরিয়াস কোসচেন

এটা নিরভর করে আপ্নি কি বলে গালি দিচ্ছেন তার উপ্রে । যেমন কিছু গালি দিতে কোন রিস্ক নাই । হাদারাম , বেক্কল , আবাল ,

বি:দ্র: রিস্ক বলতে গুনাহ এর কথা বলেছি , যাকে গালি দেয়া হবে তার রিয়াকশন নিয়া বলি নাই ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: শুকর বললে? ;)

৩৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৭

মামুন রশিদ বলেছেন: কোন ভাষা কত সমৃদ্ধ তা বুঝা যায় সে ভাষার গালি সম্ভার দেখে" :P


'বাংলা গালি-পূরাণ' নিয়ে অনবদ্য গোএষনার জন্য বাংলা একাডেমী থেকে প্রতি বছর "তামীম সেরা গালিবাজ" উপাধী বিতরনের জন্য প্রোপোজাল দিচ্ছি :P

টিভিতে একটা ধারাবাহিক লাইভ-শো ও করা যেতে পারে । :P

(সকল আইডিয়া ট্রেডমার্ক রেজেস্ট্রিকৃত )

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: ট্রেডমার্ক রেজিস্ট্রিকৃত ;)

৩৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

জাওয়াদ তাহমিদ বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: গালি দেওয়া ভালু না । তবে পরিস্থিতির কারনে দিতে হয়

বাংলাদেশের প্রতিটা মানুষ ই একেক্টা গালি ডিকশনারি।

কাগজের বই বানায়া কি করবেন? :P :P

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

তামিম ইবনে আমান বলেছেন: আপ্নের অভিজ্ঞতা আর জ্ঞানের ঝুলি থেকে একটা বানিয়েই ফেলুন ;)

৩৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: মহান গালিবাজদের কল্যানে গালিশিল্প এখন শব্দ থেকে বাক্যে পরিণত হচ্ছে যার বেশীরভাগই মাথার উপ্রে দিয়া যায়।
কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আরেকজনকে রেগে বলে বসল তোর মায়েরে বাপ, সাথে সাথে অপরজন তোর বাপেরে মা বলে রিপ্লাই দিল।
দুই গালির একটারও মানে বুঝি নাই, আবার জিজ্ঞেস করার সাহস পাইনি, কারন অর্থ বলতে গিয়ে এর চেয়েও দুর্বোধ্য গালি শ্রবন করতে হবে বলে।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

তামিম ইবনে আমান বলেছেন: গালি মাথার উপ্রে দিয়া না গেলে মজা নাই ;)

৩৯| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫২

লক্ষ্মীপেঁচা বলেছেন:
আমি কুন গালি ফারি না /:) /:) গালি ক্যামনে দেয় ?? /:) /:) /:)

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

তামিম ইবনে আমান বলেছেন: সেটা তো আমারো কুশ্চেন

৪০| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

জালিমের দুশমন বলেছেন:
প্রানীদের নাম দিয়েও গালি হয়।

বিভিন্ন ভাবে বিভিন্ন জনের সাথে শারিরিক সম্পর্কের উল্লেখ করেও গালি হয়।


গালির পোস্টে +++++++++

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ দুশমন ভাই

৪১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

ইখতামিন বলেছেন:
ভালো লাগা

২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো

৪২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০

শায়েরী বলেছেন: Uff... Rajniti er post ere vire apnar erkom different type post dekhe valo laglo

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: আপনার কমেন্ট পেয়ে ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.