![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary
অন্তর্জালে অনেকেই অনেক ধান্দায় আসে। কেউ আসে ইনকামের আশায়, কেউ আসে নিজের সিঙ্গেল অপবাদ ঘোচাবার আশায়, কেউ আসে নিজের আইডিয়া সবার মাঝে ছড়িয়ে দিতে অথবা কেউ আসে অন্তর্জাল বা ইন্টারনেটের ফাইটার হতে।
আমার দেয়া বিনামূল্যের এ টিউটোরিয়ালে পাবেন অনলাইন ফাইটার হওয়ার ১০০% গ্যারান্টি। যা বাড়াতে পারে আপনার পেমেন্ট, যা এনে দিতে পারে আপনাকে সেলিব্রিটির মর্যাদা। কথাগুলো শুনতে একটু ক্যানভাসারের মত লাগছে তাই না? হে হে! আমি যে অন্তর্জালের ক্যানভাসার।
যা যা লাগবেঃ
১) একটি কম্পিউটার (অবশ্যই সচল হতে হবে)
২) কম্পিউটার না থাকলে একটি স্মার্ট ফোন। (কিভাবে বাংলা লিখবেন, পড়বেন , আমি জানি না। মোবাইল কথকরে জিগান)
৩) ইন্টারনেট কানেকশান। (এইডা হইল গিয়া ভিসা। অন্তর্জালের ভিসা)
৪) মগজ। (বিচির চেয়ে ব্রেইনের সাইজ ছোট হলেও সমস্যা নেই। কাজ চলবে)
৫) গালিগালাজের দক্ষতা (আপনি সুশীল? গালি কি জানেনই না? তাহলে আপনার দ্বারা ফাইট হবে না। আপনি আমার গালি নিয়ে এ পোস্টটি দেখতে পারেন )
৬) দালালি করার অসাধারন দক্ষতা (No matter what happens, আপনাকে আপনার গুরুর কথায় সম্মতি জানাতে হবে)
৭) ফটুশপ করার দক্ষতা (বেশি না হলেও চলবে! যেকোন ধরনের ফটুশপ আপনার লোকেরা শেয়ার দিবে। এ ব্যাপারে চিন্তা না করলেও পারেন )
৮) যেকোন একটি দেশের ফ্যান হতে হবে। এক্ষেত্রে অপশন আছে মাত্র ৪টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ইসরায়েল।
৮) টর ব্রাউজার সহ বিভিন্ন ধরনের প্রক্সির ব্যবহার জানতে হবে। এক্ষেত্রে আপনি ব্লগীয় প্রক্সি গুরু ফিফার সাথে যোগাযোগ করতে পারেন। উনি Hide my ass সহ নানা রকম প্রক্সির সন্ধান দিবেন। প্রক্সি আপনার ASS হাইড করতে পারলেও ল্যাঞ্জা হাইড করতে পারবে বলে মনে হয় না। কারন, ডাক্তার আইজু (ডিএক্টিভেট) মরার আগে বলে গেছেন, ল্যাঞ্জা ইজ অ্যা ভেরি ডীফিকাল্ট থিঙ্ক টু হাইড। আমি একটু যোগ করলাম, “যে রকমের ল্যাঞ্জাই হোক”
৯) ডকুমেন্ট তৈরির অসাধারন ক্ষমতা। ১০ মিনিট আগে তৈরি ডকুমেন্ট ৫০ বছর আগের বলে চালিয়ে দিতে চান? এই নেন বোনাস শর্ট কোর্স। ইনকিলাবের পুরানা ফন্টে আপনার মন গড়া কথা টাইপ করুন। একটি এফোর সাইজের পেপার মাটিতে ঘষুন ভালো করে। তারপর দলা মোচড়া করে ভাজ করুন। এরপর এটাতেই অই ডকুমেন্ট প্রিন্ট করুন। একটু ছিঁড়ে ফেলুন। তারপর, স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই পেয়ে গেলেন ৫০ বছর আগের ডকুমেন্ট। এর উপর নিজের নাম পারলে ওয়াটারমার্ক দিয়ে লিখে দিন
কার পক্ষ হতে কাজ করবেনঃ
প্রথমে আপনাকে জানতে হবে আপনি কে? আপনার আত্মা কি চায়? কাদের বিপক্ষে কথা বলতে দেখলে আপনার ধমনী কেপে উঠে? কাদের পক্ষে কথা বলতে আপনার ভালো লাগে? কাদের জন্য জীবন দিতে ইচ্ছে হয়!
প্রশ্নের উত্তর বের করতে পারলেই আপনি আপনার এজেন্ডা পেয়ে গেলেন।
যেভাবে ফাইটিং করবেনঃ
এখন আপনার লাগবে একটি ফেসবুক আইডী এবং ব্লগ আইডি। প্রথমে ফেসবুক আইডী থেকে বড় বড় সব ব্লগার এবং অনলাইন এক্টিভিস্ট কে এড রিকুয়েস্ট পাঠান। বেশির ভাগ সময়ই তারা ইচ্ছা করে এক্সেপ্ট করেন না, ফলোয়ার লিস্ট বাড়ানোর জন্য। যাহোক, খ্যান্ত হবেন না। ফেসবুকে আপনাকে সব ধরনের লোককে এড বা ফলো করতে হবে। তবে ভুলেও বিপক্ষ দলের তাঁবুতে (পেইজে) লাইক দিবেন না। তাহলে আপনি শেষ!
সেলিব্রিটিরা তাদের কমেন্ট সেকশন খোলাই রাখেন বেশিরভাগ সময়। আপনার সমর্থিত সেলিবিরিটি যদি পোস্ট দেয় “সূর্য পশ্চিমে উঠে!”। আপনাকে গিয়ে কমেন্ট করতে হবে, “ইয়েস বস। সহমত জানালাম”
একই পোস্টে যদি কেউ, প্রতিবাদ করে, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে, পূর্বে মুখস্ত করা গালিগালাজ অই আইডীর উপর ঝাড়া। কারন, বর্তমানে যুক্তিপূর্ন আলোচনার বেইল নাই। সে কি কমেন্ট করছে তা অবশ্য পড়ে দেখবেন। অনেক সময় হিতে বিপরীত হতে পারে।
বর্তমানে সুপরিচিত যোদ্ধা হওয়ার অন্যতম কমন প্ল্যাটফর্ম হলো ব্লগ। তবে যে ব্লগ দিয়ে ইন্টারনেট চালানো হয়, এটা সে ব্লগ নয়।
প্রথমেই আপনাকে সামহোয়ারিন ডট নেটে একটা একাউন্ট রেজিস্টার করতে হবে। আমি জানি, আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় বা, কিভাবে সেইফ হতে হয় সে ব্যাপারে বলতে হবে না
তারপর, আপনার ভিউ অনুসারে আপনাকে মুক্তমনা, সোনাব্লগ বা আমুব্লগে একখান একাউন্ট করতে হবে! যেকোন একজায়গায় কিন্ত। দুই নৌকায় পা দিলে এরশাদ সাহেবের মত কট! :p
ফেসবুকের নিয়ম ব্লগেও এপ্লাই করবেন। তবে বর্তমানে ব্লগে একটু ব্যান খাওয়ার চান্স থাকে বিধায় , আপনাকে বেশ কিছু মাল্টি বা ছুপা আইডী খুলতে হবে। যা কেউ জানে না। অবশ্য আপনি একজন ফাইটার হওয়ার পরে আপনার ভক্তবৃন্দই আপনাকে নিক এনে দিবে।
মাঝেমধ্যে আপনাকে কিছু মিথ্যে লেখা বা ফটুশপ করা ছবিও প্রচার করতে হতে পারে। উৎস হিসেবে দিবেনঃ “ ইনবক্সে একজন এসে বলল”
যেভাবে বুঝবেন আপনি একজন ফাইটারে পরিণত হয়েছেনঃ
যেদিনই কেউ আপনাকে ইনবক্সে এসে একটা লিঙ্ক দিয়ে বলবে, বস, একটু এই পোস্টে আসেন তো। সেদিনই নিজেকে ফাইটার ভাবতে পারবেন।
পড়েন টিউটোরিয়াল হোন ফাইটার। করুন মুখ উজ্জ্বল সবার।
বিঃদ্রঃ এই পোস্ট পড়িয়া, কাহারো যদি চামে-চিকনে, ডানে-বায়ে, আনাচে-কানাচে, চিপা-চাপায়, জায়গায়-অজায়গায় চুলকানী অনুভূত হয় তাহলে লেখক দায়ী নয়। চুলকানীর মলম লাগান।
০৩ রা মে, ২০১৩ রাত ১:৫১
তামিম ইবনে আমান বলেছেন: ইহা ফিরি টিউটোরিয়াল। ফিরি টিউটোরিয়ালের সাইজ ২০ জিবি হইলেও বাঙ্গালীর আপত্তি নাই
২| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৬
মিজভী বাপ্পা বলেছেন: কি আর কমু।আমার এত্ত দিনের আম ব্লগার হওনের খায়েশ হ্যাষ কইরা দিলেন আফনে
তই পুস্ট ওছাম হইছে++++++++
০৩ রা মে, ২০১৩ রাত ১:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: বি অ্যা যোদ্ধা।
৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৮
উড়োজাহাজ বলেছেন:
০৩ রা মে, ২০১৩ রাত ১:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ উড়োজাহাজ। আকাশে থাকা অবস্থায় এ অধমের পোস্ট টা চোখে পড়ার জন্য।
৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
দূরান্ত পোষ্ট!!! সেই!!
এবার আমাকে ফাইটার বা যোদ্ধা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
০৩ রা মে, ২০১৩ রাত ১:৫৯
তামিম ইবনে আমান বলেছেন: আমি নিজেও পাইটার হতে পারলাম না
৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৯
মাহতাব সমুদ্র বলেছেন: শেখার বিষয়ই বৈকি
০৩ রা মে, ২০১৩ রাত ২:০০
তামিম ইবনে আমান বলেছেন: বাচতে হলে জানতে হবে
৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৫৯
স্বপনবাজ বলেছেন: দুর্দান্ত !
০৩ রা মে, ২০১৩ রাত ২:০৩
তামিম ইবনে আমান বলেছেন:
আছেন কিরাম!
৭| ০৩ রা মে, ২০১৩ রাত ২:০০
নিয়েল হিমু বলেছেন:
কোন ধরনের ল্যান্জাই হাইড করা যায় না ডাঃ আঈজু মিছু
০৩ রা মে, ২০১৩ রাত ২:০৪
তামিম ইবনে আমান বলেছেন: আইজুর আচরন মাঝে মধ্যে খারাপ লাগলেও, সে কিন্ত তিতা সত্যিটাই বলত। আপ্সোস, আজ তার সহযাত্রীরাই তার পুটু মেরে দিল, তার স্পষ্টবাদীতার কারনে
৮| ০৩ রা মে, ২০১৩ রাত ২:০১
বোকা ডাকু বলেছেন: ৮ নম্বর পয়েন্টের উপরে বিস্তারিত পুষ্ট আশা করছি।
পোস্টে +++
অন্তর্জালের যোদ্ধা হওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে অন্তর্বাসের(পড়ুন বর্ম
) প্রয়োজনীয়তা নিয়ে একটা পুস্ট চাই।
০৩ রা মে, ২০১৩ রাত ২:০৭
তামিম ইবনে আমান বলেছেন: ফিফা পুস্টাইসে, চেকান গিয়া
অন্তর্বাসের প্রয়োজনীয়তা নিয়ে আপনাদের মত অভিজ্ঞদের কাছ থেকে পুস্ট চাই
৯| ০৩ রা মে, ২০১৩ রাত ২:১২
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পুরাই পাংখা পোষ্ট। পেরেমে পইড়া গেছি
০৩ রা মে, ২০১৩ রাত ২:১৯
তামিম ইবনে আমান বলেছেন: দেশি, কেমুনাছেন?
১০| ০৩ রা মে, ২০১৩ রাত ২:১৪
বাংলার হাসান বলেছেন: তামিম তুমি মিয়া বহুত খারাপ লোক। এই পোষ্ট আরো আগে দিলে আমি এত দিনে ফাইটার ও সেলিব্রেটি হয়ে যেতমান। তুমি মিয়া বহুত বহুত খারাপ কাম করছো এত দেরি করে লেখাটা দিয়া।
০৩ রা মে, ২০১৩ রাত ২:২০
তামিম ইবনে আমান বলেছেন: আমিও তো গতকাইল থেইকা গুবেষনা কইরা বের কর্লাম
১১| ০৩ রা মে, ২০১৩ রাত ২:২২
মুভি রিভিউ ব্লগ বলেছেন: আমি ফাইটার হতে চাই
০৩ রা মে, ২০১৩ রাত ২:৩৩
তামিম ইবনে আমান বলেছেন:
টিউটোরিয়াল ফলো করুন। সহজ উপায়ে ফাইটার হোন।
১২| ০৩ রা মে, ২০১৩ রাত ২:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: সবার মুখ উজ্জ্বল করার মহৎ উদ্দেশ্য নিয়ে পোষ্ট প্রিয়তে রাখলাম এবং প্লাসায়িত করলাম।
০৩ রা মে, ২০১৩ রাত ২:৩৪
তামিম ইবনে আমান বলেছেন: ফাইটার ব্যাং ভাই
১৩| ০৩ রা মে, ২০১৩ রাত ২:২৮
মোহাম্মদ শাকিল আনোয়ার বলেছেন: যোদ্ধা হওয়া এত সোজা নয়
০৩ রা মে, ২০১৩ রাত ২:৩৪
তামিম ইবনে আমান বলেছেন: কেমন কঠিন? এ অধমকে একটু জানানতো।
১৪| ০৩ রা মে, ২০১৩ রাত ৩:৪২
ঘুড্ডির পাইলট বলেছেন: আমি একজন নিয়মিত অনলাইন পাগল হয়াও ভাংগা ল্যাপটপ চালাই ! আর উপ্রে দেখলাম একটা বান্দরে এপেলের ল্যাপটপ চালাইতাছে !
নতুন ব্লগারদের ফাইটার হওনের দু:স্বপ্ন দেখানোর জইন্য আপ্নেরে কইস্সা মাইনাচ ।
০৩ রা মে, ২০১৩ ভোর ৪:১৩
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে নাকি ফাইটার অলরেডি? ইনবক্সে একজন বলল
১৫| ০৩ রা মে, ২০১৩ ভোর ৬:৩৩
প্রিন্স হেক্টর বলেছেন: তারপর, আপনার ভিউ অনুসারে আপনাকে মুক্তমনা, সোনাব্লগ বা আমুব্লগে একখান একাউন্ট করতে হবে!
সোনারে তো বন্ধ কইরা দিছে।
আমি বাই বর্ণ ফাইটার, নিক দেখে চিনে নেন।
৯ম +
০৩ রা মে, ২০১৩ দুপুর ২:১০
তামিম ইবনে আমান বলেছেন: ভার্চুয়াল ফাইটার হওয়ার জন্য এই পোস্ট।
সোনা বন্ধ করলে কি না করলে কি।
১৬| ০৩ রা মে, ২০১৩ সকাল ৯:৪৭
রমনা টেক বলেছেন: পোষ্ট সিরাম হইসে।
০৩ রা মে, ২০১৩ দুপুর ২:২১
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নের প্রোফাইল ফটুখানও সেইরাম
১৭| ০৩ রা মে, ২০১৩ রাত ৮:৫৩
কালোপরী বলেছেন:
০৩ রা মে, ২০১৩ রাত ১০:০০
তামিম ইবনে আমান বলেছেন: পরী কি কখনো কালো হয়? মনে হয় না।
১৮| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২০
শিপু ভাই বলেছেন:
আমিও হইতাম চাই!!!
টিউটোরিয়ালের জন্য ধইন্যা!!!
সেইরাম পুস্ট!!!
+++++++++++++++++++
১৩ ই মে, ২০১৩ রাত ৯:২৩
তামিম ইবনে আমান বলেছেন: প্রোফাইল পিকচারের কথা কইতে ভুলে গেসিলাম
১৯| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২
সালমাহ্যাপী বলেছেন: ফাইটার দের কামে দিবে।
আমার পইড়া লাভ নাই।
যাই গাহ
১৩ ই মে, ২০১৩ রাত ৯:২৩
তামিম ইবনে আমান বলেছেন:
ফাইটার হওয়ার কি খায়েশ নাই হে
২০| ১৩ ই মে, ২০১৩ সকাল ৯:৫০
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: লেখক বলেছেন: বাচতে হলে জানতে হবে
১৩ ই মে, ২০১৩ রাত ৯:২৪
তামিম ইবনে আমান বলেছেন: নাহলে ফাইতারদের গালিগালাজে ব্লগ ছাড়তে হবে
২১| ১৩ ই মে, ২০১৩ বিকাল ৫:০০
শিপু ভাই বলেছেন:
তোমাকে দিয়ে আমার "অনুসারিত" শুরু করলাম!!!
অভিনন্দন!!!
১৩ ই মে, ২০১৩ রাত ৯:২৪
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নেরে মিস্টি খাওয়ামু
২২| ২১ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৬
ইখতামিন বলেছেন:
অনেক মজা পেলাম পোস্টটা পড়ে
২১ শে মে, ২০১৩ রাত ১১:৫২
তামিম ইবনে আমান বলেছেন: ধনবাদ
২৩| ২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
এসএমফারুক৮৮ বলেছেন: moja pailam
২১ শে মে, ২০১৩ রাত ১১:৫২
তামিম ইবনে আমান বলেছেন: ধনবাদ
২৪| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৩
নিরপেক্ষ মানুষ বলেছেন: ইতিহাসের সেরা টিউটোরিয়াল... তো, ফেবু আইডি হটাত্ বন্ধ করে ব্লগে কেন
১০ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৭
তামিম ইবনে আমান বলেছেন: বন্ধ না হলে তো আপনার কমেন্ট পেতাম না
২৫| ১০ ই জুন, ২০১৩ ভোর ৫:০৮
একজন আরমান বলেছেন:
তামিম ভাই আপনারে মিচাই।
১০ ই জুন, ২০১৩ ভোর ৫:১৫
তামিম ইবনে আমান বলেছেন: ফোন নাম্বার ০১৮২৯২৬০১৯০
মিস করলেই মিস্কল। নগদ ব্যাক করুম
২৬| ১০ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৬
একজন আরমান বলেছেন:
ফোনে গ্যাজাইতে ভালো লাগে না। আর আপনে তো মাইয়াও না।
কালকে ফ্রি থাকলে কল দিয়েন বিকালে বা সন্ধ্যায়।
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০
তামিম ইবনে আমান বলেছেন: ১০ তারিখে কমেন্টাইলেন আর আমি ১৪ তারিখে দেখলাম। আপসুস
২৭| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:৩১
নিরপেক্ষ মানুষ বলেছেন: ফেবু আইডি বন্ধ কেন?
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০১
তামিম ইবনে আমান বলেছেন: ব্লগ আইডী তো খোলা
২৮| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:৩২
নিরপেক্ষ মানুষ বলেছেন: ফেবু আইডি বন্ধ কেন?
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০২
তামিম ইবনে আমান বলেছেন:
২৯| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৭
নিরপেক্ষ মানুষ বলেছেন: উপরের নাম্বারটা কি আপনার?
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
তামিম ইবনে আমান বলেছেন: হুম আমার
৩০| ১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৫
নিরপেক্ষ মানুষ বলেছেন: পোস্টটা দিয়া দিলাম। আপনের নাম দিতে ভুইল্লা গেছি।পরে এড কইরা দিমু নে Click This Link
১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭
তামিম ইবনে আমান বলেছেন:
৩১| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:৩৫
নিরপেক্ষ মানুষ বলেছেন: সেভ করে রাখলাম।আমারটার শেষে ৬০১। ম্যাসেজ দিতাছি
১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৭
তামিম ইবনে আমান বলেছেন: মেসেজ পাইছি।
৩২| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৬
কাজী মামুনহোসেন বলেছেন: "আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ"।
১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: ভালো কবিতা পারেন দেখছি
৩৩| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম...............
২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫৫
তামিম ইবনে আমান বলেছেন:
পাল্টা হুমম
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৬
অপু তানভীর বলেছেন: টিউটেরিয়াল মনে রাখলাম । দেখি কাম হয় নাকি !
না হইলে কিন্তু মেগাবাইটের খরচ ফেরত্ দেওন লাগবো