নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা, চা খাবেন নাকি শরবত?

তামিম ইবনে আমান

Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary

তামিম ইবনে আমান › বিস্তারিত পোস্টঃ

একজন কৃপনের প্রাগৈতিহাসিক গল্প

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৫

দুইজন ভীষন কৃপন মানুষ। তাদের আবার খুব ভালো বন্ধুত্ব। এতে বুঝা গেল তারা মনের দিক দিয়ে কৃপণ না। একদিন দুই বন্ধুর ঘি দিয়ে গরম ভাত খেতে ইচ্ছা করলো।



যা ভাবা সে কাজ। দশ মাইল দূরে খুব বিখ্যাত একজন ঘি ওয়ালা ছিল। তারা একদিন বিকালে রওনা দিল। হাটতে হাটতে প্রায় রাত ১১টায় ঘিওয়ালার বাড়িতে পৌছলো। গ্রামে তখন অনেক রাত।



তারা ঠক ঠক করে দরজায় টোকা দিল। বিবাহিত ঘি ওয়ালার মাথা গরম হয়ে গেল। এত সুন্দর সময়ে কেউ ডিস্টার্ব করে।

দরজা খুলতেই দেখে দুই বন্ধু দাঁড়িয়ে। কৃপণতার জন্য এলাকায় আবার তাদের বেশ সুনাম। ঘিওয়ালা বলল, কি চাই?

'ঘি'

'কত কেজি?'

দুই বন্ধু হোমিওপ্যাথির ছোট দুটি শিশি বের করে বলে, 'এত টুকু দিন'

ঘরে বউ ডাকে ঘি ওয়ালাকে, তার উপর শিশির সাইজ দেখে হলো মাথা গরম। তাড়াতাড়ি ঘি দিয়ে টাকা না নিয়েই বিদায় দিল তাদের সে।



২০ বছর পর দুই বন্ধুর দেখা।



'কিরে দোস্ত আছিস কেমন? আমি তো মাত্র ঘি দিয়ে ভাত খেয়ে এলাম'

'ভালো নাইরে দোস্ত, গতকাল আমার ঘি টা শেষ হয়ে গেছে'

'কস্কি! কেম্নে শেষ হইলো?'

'আমি প্রতিবার খাওয়ার আগে ঘি'র শিশির মুখ খুলে গন্ধ শুঁকে আবার রেখে দিতাম, এভাবে শেষ হয়ে গেল ঘি। তোরটা কেমন চলছে?'

'ফাটাফাটি দোস্ত'

'তুই কিভাবে খাস?'

'আমি উপরে ঘি'র শিশি টা ঝুলিয়ে দিই, তারপর শিশির ছায়া যেখানে পরে সেখানে প্লেট রেখে ভাত খাই'





বিঃদ্রঃ গল্পটা আমার নানীর কাছে শোনা। অনেক আগে স্টাটাস হিসেবে দিয়েছিলাম B-)



মন্তব্য ৯৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭

খেয়া ঘাট বলেছেন: এতো কৃপণ!!!!!

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: :) হইতেই পারে ;)

২| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০০

খেয়া ঘাট বলেছেন: ২০ বছর ধরে এক শিশি ঘি......................হাহাশে।

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৩

তামিম ইবনে আমান বলেছেন: :) ধন্যবাদ খেয়াঘাট

৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৬

খেয়া ঘাট বলেছেন: কৃপনের নিয়ে এইটা জানেন-
ফুল প্যান্টকে পরে হাফপ্যান্ট বানালো, তারপর জাংগিয়া বানালো, তারপর আগুনে পুড়ে শীতকালে আগুন পোহালো, তারপর সেই পুড়ানো আগুনের ছাই দিয়ে দাঁত মাজলো। তারপর বললো- যে যা প্যান্ট কিনার টাকাটা অবশেষে কাজে লেগেছে।

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৮

তামিম ইবনে আমান বলেছেন: কাজে লেগেছে বলে নাই।

পানি দিয়ে কুলি করে ছাই ফেলে দিয়ে বলল "সব টাকাই জলে গেল :প "

৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৭

পথহারা নাবিক বলেছেন: বিবাহিত ঘি ওয়ালার মাথা গরম হয়ে গেল। এত সুন্দর সময়ে কেউ ডিস্টার্ব করে............................... B-)

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৮

তামিম ইবনে আমান বলেছেন: এ কথাটা অবশ্য আমার নানী বলে নাই ;)

৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: জ্বি, সেটাই বলেছিলো। ভুলে গিয়েছিলাম।
হাহাহাহাহহাহাহাহাহাহা..........সব টাকাই জলে গেলো।

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:১০

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:২০

তামিম ইবনে আমান বলেছেন: অনেকদিন পর পোস্ট দিলাম। সবাই ভুলে গেল :(( :(( :(( :((

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:২০

তামিম ইবনে আমান বলেছেন: ভুলে তো যাবেই। কারো কি এত টাইম আছে ;)

৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: !!

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০১

তামিম ইবনে আমান বলেছেন: কি হলো

৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, জোস তো :P
জন্মদিনের শুভেচ্ছা :) ||

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০২

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ মুন ভাই :)

৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিতো ভাবছিলাম ভাইজান নিজেই প্রাগৈতিহাসিক হইয়া গেছেন :P :P :P :P :P

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৫

তামিম ইবনে আমান বলেছেন: কেমন আছেন ভাই? আপনাদের ছেড়ে কি আর প্রাগৈতিহাসিক হইতে ইচ্ছে হয় :(

১০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০১

গ্রাম্যবালিকা বলেছেন: শু

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৫

তামিম ইবনে আমান বলেছেন: অ

১১| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০২

গ্রাম্যবালিকা বলেছেন: ভ

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৫

তামিম ইবনে আমান বলেছেন: নে

১২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০২

গ্রাম্যবালিকা বলেছেন: জ

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৬

তামিম ইবনে আমান বলেছেন: ক

১৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৩

গ্রাম্যবালিকা বলেছেন: ন্ম

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৬

তামিম ইবনে আমান বলেছেন: ধ

১৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৩

গ্রাম্যবালিকা বলেছেন: দি

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৬

তামিম ইবনে আমান বলেছেন: ন্য

১৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৩

গ্রাম্যবালিকা বলেছেন: ন

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৬

তামিম ইবনে আমান বলেছেন: বা

১৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: তা

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৭

তামিম ইবনে আমান বলেছেন: দ

১৭| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: মী

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৭

তামিম ইবনে আমান বলেছেন: প্রিয়

১৮| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: ম

১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৭

তামিম ইবনে আমান বলেছেন: গ্রাম্যবালিকা :)

১৯| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: ওহ, জোকস মজা পাইছি .... :D =p~









১৯ শে জুন, ২০১৩ রাত ১০:০৯

তামিম ইবনে আমান বলেছেন: আপনি না আমার সব স্টাটাস পড়তেন? এটাও তো দিয়েছিলাম :( পড়েন নাই? :(

২০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০২

মনিরা সুলতানা বলেছেন: আপনি ফেবু থেকে কই হাওয়া হয়ে গেলেন :-* :-* :-* /:)
এই জন্নই আজকে আপনার জন্মদিন জানতে পারি নাই ।।


শুভজন্মদিন তামিম

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

তামিম ইবনে আমান বলেছেন: আপনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন নাকি? আপনার মত বিখ্যাত ব্লগার ফ্রেন্ড লিস্টে আছেন জেনেই আবার ফেবুতে ফিরতে ইচ্ছে করছে।

অনেক ধন্যবাদ আপু :)

২১| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেক দিন পর এমন পোস্ট তামিম । যাক ভালই লাগছে। :)

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

তামিম ইবনে আমান বলেছেন: কেমন আছেন কান্ডারী ভাই? ধন্যবাদ :)

২২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২০

মনিরা সুলতানা বলেছেন: আমি আপনার পিছুয়ার
বিখ্যাত বইল্লা কি আমারে গালি দিলেন :( :(

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

তামিম ইবনে আমান বলেছেন: উফ! তাই নাকি। আইডি একটিভ করতেই পারলে আপনাকে রিকুয়েস্ট পাঠাবো। ঝুলিয়ে রাখবেন না কিন্ত :)

২৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৭

শিপন মোল্লা বলেছেন: দারুন । জন্মদিনে এমন পোস্টই পারফেক্ট।

হ্যাপি বার্থ ডে তামিম ভাই।

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৯

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ আবুশিথি ভাই। :)

আসলে ফেবু অফ থাকায় কারো উইশ পাচ্ছিলাম না, ভাবলাম পোস্ট টা দিয়েই দি ;)

২৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

তুষার আহাসান বলেছেন: =p~

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩০

তামিম ইবনে আমান বলেছেন: :)

২৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৩

বোকামন বলেছেন:





গল্পটা উপভোগ করলাম + :-)

নোটিফিকেশান দেখতে পাচ্ছি

শুভ জন্মদিন !!
শুভ হোক প্রতিটি ক্ষন ......
ভালো থাকবেন।

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ বোকামন ভাই :)


আমার নিকটি এ নামে নেয়া উচিত ছিল। আমি অনেক বোকা, তাই। আর আপনি এত চালাক হয়েও এ নিক নিলেন :(

২৬| ১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল আর থাকতে দিলা কই ? পোস্ট দাওনা কিছু না। :(

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: আইডিয়ার অভাব ;)

২৭| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ জন্মদিন। :)

২০ শে জুন, ২০১৩ রাত ১:১০

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা

২৮| ২০ শে জুন, ২০১৩ রাত ১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: একটি কিপটা কমেন্ট !
+

২০ শে জুন, ২০১৩ রাত ২:০৮

তামিম ইবনে আমান বলেছেন: একটি কিপটা রিপ্লাই!

ধন্যবাদ ;)

২৯| ২০ শে জুন, ২০১৩ রাত ১:২৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: হে হে মজাই!

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩২

তামিম ইবনে আমান বলেছেন:
:)

৩০| ২০ শে জুন, ২০১৩ রাত ১:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহাহহা :D

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৩

তামিম ইবনে আমান বলেছেন: :)

৩১| ২০ শে জুন, ২০১৩ রাত ২:৫৫

ছায়েদ শাহ বলেছেন: বিয়াপক মজা পাইলামরে ভাই :D হাসতে হাসতে আমার পেটে ব্যাথা উইঠা গেল।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৫

তামিম ইবনে আমান বলেছেন: পেটে ব্যাথা ভালো হইছে? ;)

৩২| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৪১

প‌্যাপিলন বলেছেন: ঘি নিয়া একটি সংকলন কইরা ফেলেন (লাগলে যোগান দিমুনে)

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫

তামিম ইবনে আমান বলেছেন: ঘি নিয়া বেশি আইডিয়া নাই :(

৩৩| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:০০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: B:-) B:-) এমন কিপ্টা ও আছে নাকি!

তবে মজা পাইছি পৈড়া।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭

তামিম ইবনে আমান বলেছেন: :)

৩৪| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১২

অপু তানভীর বলেছেন: আজ কি আপনের জন্মদিন ??

শুভ জন্মদিন। :)


আর ফেবু অফ ক্যা ???? /:) /:)
সুস্পষ্ট জবাব চাই মিয়া !! অবিলম্বে ফেবু আইডি একটিভ করেন !!

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৫২

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ অপু তানভীর :)

ফেসবুক এর চেয়ে ব্লগই ভালো নয়কি।

৩৫| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪২

শিপু ভাই বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: :)

৩৬| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৮

নিশ্চুপ শরিফ বলেছেন: ফেবুতে আসেন না ক্যান? X(

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৫৬

তামিম ইবনে আমান বলেছেন: ;) কেমন আছেন?

৩৭| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

বাংলার হাসান বলেছেন: অনেক দিন পর এমন পোস্ট তামিম ।

শুভ জন্মদিন।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ বাংলার হাসান ব্রো

৩৮| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

নিরপেক্ষ মানুষ বলেছেন: আপনের ইস্টাটাসে পড়ছিলাম।আপনের ফেবু আইডি বন্ধ বলে কাইল যে আপনের জন্মদিন ছিল তা কইতে পারতাম না।আইজকা শিপু ভাইর পোস্ট দেখে জানলাম।ফেবু আসেন জলদি

২১ শে জুন, ২০১৩ রাত ১২:০৪

তামিম ইবনে আমান বলেছেন:
মেসেজের জন্য ধন্যবাদ ইরফান ভাই :)

৩৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:৪০

অর্পণ! বলেছেন:

আইলসার গল্প জানতাম। কিন্তু এমন যম কিপ্টার গল্প জানতাম না =p~
প্লাস লন।

২১ শে জুন, ২০১৩ রাত ২:৫৪

তামিম ইবনে আমান বলেছেন: :) ধন্যবাদ ব্রো

৪০| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:৩৪

আমি সাজিদ বলেছেন: HaPpY bIrThDaY TaMiM :)

post plus.

২১ শে জুন, ২০১৩ ভোর ৪:৩১

তামিম ইবনে আমান বলেছেন: থ্যাঙ্ক্যস :)

৪১| ২১ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ছোটবেলাকার কথা মনে পড়ল। মায়ের কাছে কারুনের গল্প শুনেছি। সেও নাকি রুটির ঘ্রাণ নিয়ে ক্ষুধা মেটাতো। :)

২১ শে জুন, ২০১৩ রাত ১১:১৫

তামিম ইবনে আমান বলেছেন: গল্প গুলো সংরক্ষনের কোন ব্যবস্থা নেই?

৪২| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫০

আমি তুমি আমরা বলেছেন: আমি উপরে ঘি'র শিশি টা ঝুলিয়ে দিই, তারপর শিশির ছায়া যেখানে পরে সেখানে প্লেট রেখে ভাত খাই'

=p~ =p~ =p~

২২ শে জুন, ২০১৩ রাত ১:২৬

তামিম ইবনে আমান বলেছেন: :)

৪৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৪৪

ব্যান্ড পার্টি বলেছেন: জন্মদিনের বাসি শুভেচ্ছা, আগেই পড়ছিলাম

২২ শে জুন, ২০১৩ রাত ১:৫০

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ :)

৪৪| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:১৩

মুশাসি বলেছেন: হা হা হা

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৭

তামিম ইবনে আমান বলেছেন: :)

৪৫| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: =p~ =p~ =p~ =p~

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: :)

৪৬| ২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫১

গোলাপ ভাই বলেছেন:


খিকজজজজজ...


লেট হ্যাপি বার্থডে :)

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ গোলাপ ব্রো

৪৭| ২৩ শে জুন, ২০১৩ রাত ৩:২৭

নিশ্চুপ শরিফ বলেছেন: আছি তো ভালাই, কিন্তু ফেবু থেকে ইস্তফা দিলেন দেইখা খারাপ লাগলো।

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: কিছুদিন রেস্ট নিচ্ছি ;) পরে আবার আসুম :)

৪৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

মেহেদী হাসান মানিক বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

তামিম ইবনে আমান বলেছেন: /:) 8-| :( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.