নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা, চা খাবেন নাকি শরবত?

তামিম ইবনে আমান

Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary

তামিম ইবনে আমান › বিস্তারিত পোস্টঃ

সামুতে আমার যা কিছু প্রথমঃ একটি মগাচিপিয় পোস্ট

২৪ শে জুন, ২০১৩ রাত ১:৩৮

আর কিছুদিন পরেই সামুতে আমার সেফ হওয়ার ১ বছর পূর্ন হবে। যেহেতু কোন এনিভার্সারি তে আমার কোন এনিভার্সারি টাইপ পোস্ট দেয়া সম্ভব হয় না সেহেতু এই "আমি আমি আমি" টাইপ পোস্টের অবতারনা।



ক্ষুদ্র এ ব্লগিং জীবনে অনেক ব্লগারকেই দেখেছি সামু সম্পর্কিত পোস্ট দিতে। উনাদের প্রিয় ব্লগার কারা, প্রিয় লেখার লিস্ট ইত্যাদি।



আমার ব্লগ সম্পর্কেঃ পরিসংখ্যান (এখন পর্যন্ত)

পোস্ট করেছেন: ৩৩টি

মন্তব্য করেছেন: ৮২৮৫টি

মন্তব্য পেয়েছেন: ৪১২২টি

ব্লগ লিখেছেন: ১ বছর ৮ মাস

ব্লগটি মোট ৩২৫১৫ বার দেখা হয়েছে



সামুতে আমার পড়া শুরু হয় প্রায় ২০১০ এর শেষের দিকে। নিয়মিত পড়তাম না। তবে বেশ ভালো সময় সামুকে দিতাম। মুক্তমনা ব্লগও পড়তাম বেশ কিছু সময়। তখনও আমার ব্লগ, নাগরিক বা সচলায়তন চিনতাম না। মুক্তমনা ব্লগে দেয়া একটি কমেন্ট পাবলিশ হওয়ার পরে, উত্তর দাতা রিপ্লাইঃ আপনি আমু,সামু,সচল যেটারই তামীম হোন না কেন ......................................



তখন বুঝতে পেরেছিলাম আমাকে উনি অন্য তামীম মনে করেছেন এবং সেই তামীমের সাথে উনার ডেফিনিটলি ভেজাল আছে :P:P:P



একদিন সাহস করে সামুতে রেজিস্ট্রেশন করতে বসলাম। টানা ৩০ মিনিট বসে ছিলাম নাম চিন্তা করতে করতে। কি দিব ব্লগ নিক! সবাই কত সুন্দর সুন্দর নামে ব্লগ খুলে।আমি আগেও কত সুন্দর সুন্দর নাম ভেবে রেখেছিলাম। তখন পুরো মাথাই খালি। অনেক নাম টাইপ করলাম। কিছুক্ষন পর আবার পছন্দ না হওয়ায় কেটে ফেলি। শেষে ত্যাক্ত বিরক্ত হয়ে নিজের নামে ব্লগ খুলি। কিন্ত খোলার পর দেখলাম , আমার নাম ভুল!!!!!



আমার নামে দীর্ঘ ই কার ব্যবহার করি সবসময়। কিন্ত এখানে হ্রস্ব-ই কার দিয়ে দিছি :((:((:((:((:((:((



ব্লগ খুলে ৬ মাস কোন পোস্ট দিই নি! ভাবসিলাম মডূরা সেফ করে দিবে! /:)/:)/:) কিন্ত দেখি সেফ করার নাম গন্ধও নাই। তারপর ভাব্লাম কিছু একটা পোস্ট দিই! পোস্ট ও দিলাম, ফেসবুকে শেয়ার দিলাম কিন্ত কোন লাভ নেই। জানাপারে মেইল দিলাম, শরতদারে ফেসবুকে মেসেজ দিলাম! মজার ব্যাপার, শরত দা অই মেসেজের রিপ্লাই প্রায় ১ বছর পরে কয়েকদিন আগে দিল :-/:-/:-/:-/



এর মাঝে আমার ব্লগ এবং মোবাইল খুটিনাটি গ্রুপে গ্রুপ ব্লগিং শুরু করলাম। প্রথম পাতায় পোস্ট না গেলেও গ্রুপে বেশ ভালোই কমেন্ট পেতাম। একটা পোস্টে ৩২ টা কমেন্ট পাইলাম। আমার খুশি কে দেখে! ওয়াচে থেকে এত্ত কমেন্ট! অনেকের পোস্ট প্রথম পাতা থেকে এত কমেন্ট পায় না :P:P:P:P (এখন আমারও সেইম অবস্থা :((:((:((:(()



একদিন শিপু ভাইয়ের স্টাটাস দেখলাম , উনারা আড্ডা দিতে যাচ্ছেন। আরো কয়েকজন ব্লগার নাকি আসবেন! আমি ভাবলাম গিয়ে নিজের খোমা দেখায়া আসি। যদি সেইফ হইতে পারি! অইদিন বেশ ভালোই আড্ডা হলো, ছিল শিপু ভাই, টিনটিন ভাই, নোমান নমি ভাই, মাহি ভাই, নষ্ট কবি সহ আরো অনেকে।

অইদিন বাসায় এসে জানাপারে একটা মেইল করলাম। দুইদিন পর দেখি মেইলের রিপ্লাই! আমি সেইফ! B-)B-)B-)B-)



প্রথম একাউন্টঃ ১ বছর ৮ মাস আগে (দিন তারিখ মনে নেই :P)

প্রথম সেফঃ ২০১২ এর ১১ জুলাই

প্রথম কমেন্ট পাওয়াঃ আকাশটালালের কমেন্ট। ওয়াচে থাকতে পেয়েছিলাম। এখন অবশ্য অই পোস্ট নেই।

প্রথম কমেন্ট দেয়াঃ নিজের পোস্টে B-)B-)

অন্যের পোস্টে প্রথম কমেন্টঃ মোবাইল খুটিনাটির পোস্ট (ওয়াচে থাকা ব্লগাররা কমেন্ট করতে পারবে)

প্রথম প্রিয়তে নেয়া পোস্টঃ বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড বা কোম্পানির নামকরণের পিছনের কাহিনী - বেঈমান আমি

প্রথম জেনারেলঃ বেঈমান আমিকে ব্যানের প্রতিবাদে পোস্ট দেয়ার পরে

সেফ হওয়ার পরে প্রথম পোস্টঃ বিশ্বের সবচেয়ে দামি দশটা মোবাইল ফোন

প্রথম (?)উত্সর্গ করা পোস্ট: এলেবেলে ছবি ব্লগ- গ্রাম্যবালিকা

প্রথম ১০০ কমেন্টঃ প্রথম পোস্টেই B-) নিজেকে "মুই কি হনুরে" মনে হচ্ছিল :P:P:P

প্রথম ২০০ এবং ৩০০ কমেন্টঃ ইন্ডিয়ানদের সিনেমার পোস্টার চুরি , এর পর কেউ ইন্ডিয়ান ছিঃনেমা ভালো বললেই কান ধরে এনে এই পোস্ট দেখিয়ে দিবেন ;) সিস্টেম সমস্যার কারনে এত কষ্ট করে সংগ্রহ করা এবং বানানো পোস্টারগুলো নেই :( এখন অই পোস্ট টি খালি পরে আছে।

প্রিয় ব্লগার বা প্রিয় মানুষঃ কারোই নাম দিলামনা। কারন যারা আমার প্রিয়, তারা জানেন যে উনারা আমার প্রিয় ব্লগার। ;);););););)

প্রথম ক্রাশ খাওয়াঃ আমি ক্রাশ খাই না। দেখে শুনে প্রেমে পড়ায় বিশ্বাসী :P:P:P:P:P



একটি বিরক্তিকর পোস্ট দেয়ার জন্য দুঃখিত। বেশি বিরক্ত হলে আমার নানীর বলা গল্প টি পড়ে আসেন :P ধন্যবাদ

মন্তব্য ৭৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৪৫

আমিনুর রহমান বলেছেন:



পোষ্ট এডিট কর আর লিখ, বর্ষপূর্তির পোষ্ট প্রথম লাইক আমিনুর ভাই ;)


পেত্থুম ভালুবাসা আমি দিয়েছি :D

২৪ শে জুন, ২০১৩ রাত ১:৪৯

তামিম ইবনে আমান বলেছেন: বর্ষপূর্তি হইতে আরো ৪ মাস বাকি। সেফ হওয়ার বর্ষ পূর্তি হইতে আরো ১৮ দিন বাকি ;)

যাহোক, এর আগে কখনো কোন এনিভার্সারি পোস্ট দিই নাইক্কা! আজ তাই এনিভার্সারি না হইতে দিয়া দিলাম :P

এখন যদি লিখিঃ এই পোস্টে প্রথম কমেন্টঃ আমিনুর ভাই

পাব্লিক পড়ার সময় কি ভাববো? পোস্ট দাতা কেমনে জানে আপনে ফার্স্টে কমেন্টাইবেন? ;)

২| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত অভিজ্ঞতার ভান্ডার! আমার কিসসু মনে নাই!!!!!

২৪ শে জুন, ২০১৩ রাত ২:০৪

তামিম ইবনে আমান বলেছেন: আমার তো শর্ট টার্ম মেমোরি :(

৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:০২

আমি তুমি আমরা বলেছেন: সেফ হবার বর্ষপূর্তিতে আগাম শুভেচ্ছা :)

২৪ শে জুন, ২০১৩ রাত ২:০৪

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ভাই। :)

প্রথম মাল্টি নিক আর প্রথম ক্যাচাল এ দুটা টপিক ইচ্ছা করেই দিই নাই ;)

৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:০৪

মিত্রাক্ষর বলেছেন: ২য় লাইক আমার :P

২৪ শে জুন, ২০১৩ রাত ২:০৮

তামিম ইবনে আমান বলেছেন: ধইন্যাবাদ। আপনার বিক্যাশ নম্বরে আধাকেজি ধনিয়া পাতা সেন্ডু করলাম ;)

৫| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:০৫

মাক্স বলেছেন: হঠাত স্মৃতিকাতর হৈয়া পড়লেন ঘটনা কি?

২৪ শে জুন, ২০১৩ রাত ২:১০

তামিম ইবনে আমান বলেছেন: দুঃখে রে ভাই দুঃখে। কয়দিন পর ছ্যাকা খাওয়ার ইস্টোরি দিমু :'(

৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:১৪

দি সুফি বলেছেন: পাট্টী-টাট্টী দিবেন না?? খানা-পিনা কই? X(( X((

মন্তব্য পেয়েছেন: ৪১২২টি + ১০ = ৪১৩২ টি :) আমি ৪১৩৩ নাম্বারটা করে গেলাম B-)) B-))

চালিয়ে যান আরো অনেক অনেক বছর !:#P !:#P

২৪ শে জুন, ২০১৩ রাত ২:২০

তামিম ইবনে আমান বলেছেন: বিয়াটা কইরা লই! একলগেই পার্ট দিমুনে ;)

৭| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:২২

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: বিয়াটা কইরা লই! একলগেই পার্ট দিমুনে

এতদিন অপেক্ষা করতে পারুম না :-& :-&

২৪ শে জুন, ২০১৩ রাত ২:২৫

তামিম ইবনে আমান বলেছেন: অপেক্ষা করতে না পারলে বউ খোঁজা শুরু করেন ;)

ছেলের প্রফেশনঃ বেকার

৮| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: "আমি আমি আমি" টাইপ পোষ্ট ভালা পাইলাম। প্লাসায়িত।

২৪ শে জুন, ২০১৩ রাত ২:৪৪

তামিম ইবনে আমান বলেছেন: আমার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমার এই আমি আমি আমি টাইপ পোস্ট দিয়ে আমি আজ রাতে ঘুমাতে পারি নাই। কাল সকালে আমার ক্লাস আছে। আমার জন্য দোয়া করবেন।

৯| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:৪৩

ইউসুফ আলী রিংকূ বলেছেন: একদিন সাহস করে সামুতে রেজিস্ট্রেশন করতে বসলাম। টানা ৩০ মিনিট বসে ছিলাম নাম চিন্তা করতে করতে। কি দিব ব্লগ নিক! সবাই কত সুন্দর সুন্দর নামে ব্লগ খুলে।আমি আগেও কত সুন্দর সুন্দর নাম ভেবে রেখেছিলাম। তখন পুরো মাথাই খালি। অনেক নাম টাইপ করলাম। কিছুক্ষন পর আবার পছন্দ না হওয়ায় কেটে ফেলি। শেষে ত্যাক্ত বিরক্ত হয়ে নিজের নামে ব্লগ খুলি। কিন্ত খোলার পর দেখলাম , আমার নাম ভুল!!!!!

আপনার আর আমার মধ্যে দেখি এই জায়গাতে একই মিল :-P


২য বর্ষ পূর্তির অগ্রিম শুভেছা রইলো তামিম ভাই :)

২৪ শে জুন, ২০১৩ রাত ২:৪৫

তামিম ইবনে আমান বলেছেন: আপনার নামে কি "আলি" হবে?

শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ রিংকু ভাই।

১০| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:০৬

মশিকুর বলেছেন:

প্লাসায়িত...

২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ মশিকুর ভাই

১১| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:২৭

বাংলার হাসান বলেছেন: তামিম তোমার জন্য পাত্রী দেখছি। তুমি কিন্তু আবার সাহারা খাতুনের কথা মনে কইর না।

এক পোষ্টে আর কত পোষ্টে লিংক দিবা?

২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: আমার ৩টা পস্টের লিঙ্ক দিলাম। এর মধ্যে ২টাই মূলত ছবি ব্লগ। এবং যে ছবিগুলো হাওয়া হয়ে গেছে :'(

১২| ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: শুভেচ্ছা, শুভকামনা।

পোস্টে ভালোলাগা রইল।

২৪ শে জুন, ২০১৩ রাত ৩:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ কাজী মামুনহোসেন

১৩| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৬:২৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: আপ্নেরে ফেবুতে মিছাই!

জুলিয়েটের সন্ধানে তো নাই হইয়া গেলেন! :-/

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫২

তামিম ইবনে আমান বলেছেন: নাই হইলেই কি আর জুলিয়েটরে পাওন যায়? (গড়াইয়া কান্দনের ইমো)

১৪| ২৪ শে জুন, ২০১৩ সকাল ৭:০৪

ইমরাজ কবির মুন বলেছেন:
অই মেসেজের রিপ্লাই প্রায় ১ বছর পরে কয়েকদিন আগে দিল- কিসু ১টা বলতে গিয়েও আর বললাম না।আমার কাছে আমার আইডির নিরাপত্তা সবার আগে :P ||

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৩

তামিম ইবনে আমান বলেছেন: কইয়া দেন কি কইতে চাইসিলেন ;) ;) নিরাপত্তার ওয়ারেন্টি উইথ এক বছরের গ্যারান্টি আমি দিলাম!

১৫| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:০০

আর.হক বলেছেন: ভালো পাইলাম

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৩

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ আর হক ভাই :)

১৬| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:২০

অ্যামাটার বলেছেন: এখানে খাসি কোত্থেকে আসল!

২৪ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৪

তামিম ইবনে আমান বলেছেন: খাসি সারাদিন আমি আমি আমি করে, এই পোস্টেও আমি আমি আমি আছে ;)

১৭| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৬

সাহাদাত উদরাজী বলেছেন: লিখেই নিজকে প্রমান করতে হয় ব্লগে। আমি এই থিউরি নিয়ে সাফল্য পেয়েছি! হা হা হা.।

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:০২

তামিম ইবনে আমান বলেছেন: :) ধন্যবাদ উদরাজি ভাই

১৮| ২৪ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট।শুভকামনা থাকলো হ্যাপী ব্লগিং।আগামী দিনগুলোতে আরও প্রাণবন্ত পোস্ট এর আশাবাদ ব্যক্ত করলাম।

২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৭

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই

১৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এনিভার্সারি তে পার্টি দিবেন না???????????????????????

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬

তামিম ইবনে আমান বলেছেন: উফ্রে লিখা আছে ছেলের প্রফেশন ইজ বেকার :( :( :(

২০| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮

মামুন রশিদ বলেছেন: সেফ হওয়ার বর্ষপূর্তিতে শুভেচ্ছা ।



পর পর দুইটা পোস্ট দেখে ভালো লাগছে । ব্লগে নিয়মিত হলে খুবই খুশি হব ।

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:২২

তামিম ইবনে আমান বলেছেন:
ধন্যবাদ মামুন রশিদ ভাই। আপনি কি সিলেট থাকেন?

ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ!

২১| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভেচ্ছা নিরন্তর।

২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:২৭

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারী ভাই

২২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:০২

~মাইনাচ~ বলেছেন: শুভেচ্ছা B-)

২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫০

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ পেলাস ;)

২৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৫১

বটের ফল বলেছেন: কেক খামু আমি। তারাতারি দ্যান। নাইলে কিনতুক খেলুমনা। হু

২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫০

তামিম ইবনে আমান বলেছেন:
কেকের ছবি যোগ করতে পারতাসি না। বাস্তবে খাওয়ামুনে ;)

২৪| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

রাতুল_শাহ বলেছেন: :)

২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

তামিম ইবনে আমান বলেছেন: :) (পালটা হাসি ;) )

২৫| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৯

মামুন রশিদ বলেছেন: হ্যাঁ সিলেট থাকি । ক্যান, পাত্রি দেখা লাগবে নাকি :P

২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

তামিম ইবনে আমান বলেছেন:
সিলেট তো দাওয়াত দিলেন না :( :( :(


পাত্রী যদি দেখেন তাহলে না করুমনা ;) কৃতজ্ঞ থাকুম ;)

২৬| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: তোমার নাম প্রথম (?)উত্সর্গ করা পোস্ট: এলেবেলে ছবি ব্লগ- গ্রাম্যবালিকা :D


অ:ট: একটা মেয়ে নিকের ব্লগারও কমেন্ট করেনি এখানে! B:-) :||

২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

তামিম ইবনে আমান বলেছেন:
মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ :) পোস্টে এড করছি

ছামুর মেয়ে ব্লগার রা লুতুপুতু টাইপের গদ্য গদ্য লেখা পছন্দ করে। একারনেই আমার ব্লগ পরিমন্ডলে উনাদের আনাগোনা কম। ;)

২৭| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৬

বোহেমিয়ান বলেছেন: কোন চিপা দিয়া কবে যে সেফ হইসিলাম মনে কর্তারিনা ! প্লাস লন !

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ বোহেমিয়ান ! প্রোফাইল ছবি নামের সাথে মিলেছে।

২৮| ২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৪

মামুন রশিদ বলেছেন: দাওয়াত তো আগেও দিছি, কিন্তু সিলেটে এসে বিয়ে খেয়ে চুপচাপ চলে গেছিলেন B:-)

এই আষাঢ়ে সিলেটে বৃষ্টি ভেজার দাওয়াত দিলাম । ভাই-বেরাদর-বন্ধুদের নিয়ে চলে আসেন, সিলেটি ব্লগারদের সাথে একটা দিন উপভোগ করে যান । :)

২৭ শে জুন, ২০১৩ রাত ২:০০

তামিম ইবনে আমান বলেছেন:
সিলেট গেলে যুগাযুগ করুম :)

২৯| ২৬ শে জুন, ২০১৩ ভোর ৬:৩৩

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহা
শরত দা অই মেসেজের রিপ্লাই প্রায় ১ বছর পরে কয়েকদিন আগে দিল

আমিও শরৎকে একটা মেসেজ দিয়েছিলাম, তাহলে আশা করা যায় এক বছর পরে রিপ্লাই পেলেও পেতে পারি =p~

২৭ শে জুন, ২০১৩ রাত ২:০০

তামিম ইবনে আমান বলেছেন:
আপনাদের রিপ্লাই অনেক দ্রুতই দিবে ;)

৩০| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৪

হাছুইন্যা বলেছেন: মগারেও স্মরন করলেন :P

২৭ শে জুন, ২০১৩ রাত ২:০১

তামিম ইবনে আমান বলেছেন: মগারে ভুলতে পারি ক্যাম্নে! কারন মগা ইজ মগা!

৩১| ২৬ শে জুন, ২০১৩ রাত ৯:২৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: প্লাসায়িত... আপ্নেরে ফেবুতে মিছাই!

২৭ শে জুন, ২০১৩ রাত ২:০৩

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ইরফান ভাই :)

৩২| ২৭ শে জুন, ২০১৩ রাত ২:১১

মাহমুদ০০৭ বলেছেন: শুভ কামনা রইল আপনার প্রতি । :)
এগিয়ে যান ।

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০২

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই :)

৩৩| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

কালোপরী বলেছেন: :)

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

তামিম ইবনে আমান বলেছেন: :) (পালটা হাসি ;) )

৩৪| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

গৃহ বন্দিনী বলেছেন: এত কিছু মনে রাখেন ক্যামনে ?? /:) /:) /:)

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:০৩

তামিম ইবনে আমান বলেছেন: মনে থাকে না বলেই লিখে রাখলাম :প

৩৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৫

আমি সাজিদ বলেছেন: সেই লেখসেন তামিম ভাই :)

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৩৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

বেঈমান আমি. বলেছেন: বেঈমান আমি নাকি তোর ভাই?পোস্ট মজার হয়ছে।অনেকদিন দেখিনা তোরে :(

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩

তামিম ইবনে আমান বলেছেন: তাই নাকি ;)

৩৭| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭

আরজু পনি বলেছেন:

একটি মগাচিপিয় পোস্ট...

বুঝিনাই পুরান পোস্ট, একটা শব্দ টার্গেট করে মন্তব্য করতে এসে দেখি আগেই মন্তব্য করে গেছি B-)

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪

তামিম ইবনে আমান বলেছেন: তারে মিস্করি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.