![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary
The Wolverine:
২০১৩ সালের একটি ব্যাবসা সফল মুভি। ২য় বিশ্বযুদ্ধের সময় একজন জাপানী সৈনিকের জীবন রক্ষা করে ওলভারিন। সৈনিকটি তার মৃত্যুসয্যায় ওলভারিন কে জাপানে ডেকে পাঠায়। সেখানে সে সংঘাতে জড়িয়ে পরে।
পুরো মুভিটা একটা গাঁজাখুরি প্লটের উপর তৈরি। কোইন্সিডেন্স এর উপর ভিত্তি করে মুভির কাহিনী সামনে এগিয়েছে। ওলভারিন (হিউ জ্যাকম্যান) ব্যতিত বাকি সবার অভিনয় ছিল যান্ত্রিক। মুভিতে অনেক গুলো প্লট হোল ছিল। এসব প্লট হোল দিয়ে ট্রেন ঢুকানো যাবে বলে আমার বিশ্বাস। অনেক কারেক্টার ছিল ইম্যাচিউর। ওলভারিন এর সাথে মারিকোর কেমিস্ট্রি বিল্ড আপ হওয়ার আগেই তাদের কে বিছানায় পাঠিয়ে দেয়া হয়েছে। ভাইপার নামক মিউট্যান্ট এর মোটিভ সত্যিকারে কি ছিল সেটা দেখানো হয় নি।
Turbo:
এই এনিমেশন মুভিটি অনেকের কাছে ভালো লেগেছে। মুভির কাহিনী হচ্ছে, টার্বো একটি শামুক। যার রেসিং করার স্বপ্ন অনেক। একদিন হঠাত করে সে সুপার পাওয়ার পেয়ে যায়। সে হয়ে যায় রেসিং এ বিশ্ব চ্যাম্পিয়ন।
কাহিনী সাদামাটা। কোন টুইস্ট অথবা গভীরতা নেই। খুবই সাধারন রম্য দিয়ে মানূষকে হাসানোর চেষ্টা। মুভির এন্ডিং প্রেডিক্টেবল। ড্রিমওয়ার্ক্স এর কাছে এর থেকে ভালো কিছু আশা করেছিলাম। পুরোই টাইম নষ্ট। আজাইরা সময় থাকলে দেখতে পারেন। একটাই পজিটিভ দিক, এনিমেশন কোয়ালিটি ভালো।
Percy Jackson: Sea of Monsters:
ভালো মানের গ্রাফিক্সে তৈরি বেশ এনজয়েবল একটা মুভি। হাফ ব্লাড (ডেমি গড বা গডদের মনুষ্য সন্তান) দের সবচেয়ে নিরাপদ স্থান কে রক্ষা করতে সমুদ্রের দেবতা পোসাইডনের পুত্র পার্সি জ্যাকসন এবং তার বন্ধুদের অভিযান। মিথিক্যাল গোল্ডেন ফ্লিস কে উদ্ধার করার মাধ্যমে এক বহু পুরাতন অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা যাবে অলিম্ফিয়াস এবং পৃথিবী কে।
এ মুভির সিক্যুয়েল পার্সি জ্যাকসন অ্যান্ড দ্যা অলিম্ফিয়ান্সঃ দ্যা লাইটনিং থিফ ছিল বেশ এনজয়েবল মুভি। কাস্টিং ও ছিল অসাধারন। পিয়ার্স ব্রসনান ছিল এবং জিউস এর চরিত্রে ছিল Sean Bean তারা এ মুভিতে নেই। সিক্যুয়েলে পার্সি জ্যাকসন এবং এনাবেথ এর যে কেমিস্ট্রি দেখানো হয়েছিল সেটি এবার পুরোই অপজিট। এমনকি এনাবেথের ব্যাডএস ভাবটা মূলত আমাকে আকর্ষন করেছিল সেটা এ মুভিতে এসে টিপিক্যাল নায়িকাতে রূপ নিয়েছে। এ মুভিতেও বেশ কিছু প্লট হোল আছে। মেগাবাইট এবং সময় থাকলে মুভিটা দেখার যোগ্য।
Monster University:
পিক্সারের মনস্টার ইঙ্ক এর প্রিক্যুএল মনস্টার ইউনিভার্সিটির জন্য গত বছর থেকে অপেক্ষা করছিলাম। মনস্টার ইউনিভার্সিটিতেই সালি এবং মাইকের পরিচয় এবং বন্ধুত্ব। বিশ্ববিদ্যালয় জীবনের মজার ঘটনার উপর ভিত্তি করেই মনস্টার ইউনিভার্সিটি মুভিটি।
পিক্সারের অন্য মুভির তুলনায় ভালো লাগেনি (Better than Brave and cars 2, Brave is Worst) । কাহিনীর ডিপনেস কম। মুভির বেসিক প্লটের উপর বিশ্বজুড়ে শখানেক মুভি তৈরি হয়েছে বলে আমার বিশ্বাস। সালি এবং মাইকের কেমিস্ট্রি ভালো দেখালেও কারেক্টার ডেভেলোপমেন্ট নিম্নমানের। প্রেডিক্টেবল মুভি। মুভিটি মূলত ব্যবসা করেছে মন্সটার ইঙ্ক এর জনপ্রিয়তার উপর ভিত্তি করে।
Hangover Part 3:
Wolf pack এর একজন সদস্য কে কিডন্যাপ করা হয়। এখন Wolf প্যাক এর দায়িত্ব হলো জেল পলাতক চাও কে খুজে বের করা এবং হস্তান্তর করা।
সাম্প্রতিক দেখা মুভি গুলোর মধ্যে অন্যতম বাজে কমেডি মুভি হলো হ্যাংওভার থ্রি। এটাকে কমেডি মুভি বলা যাবে কিনা সন্দেহ আছে আমার। আপনি যদি মনে করেন হ্যাংওভার টু’র থেকে এটি ভালো হবে তাহলে ভুল করেছেন। একই সিরিজের পর পর দুইটা ফাউল মুভি বের হবে আমি ভাবতেও পারি নাই। এই মুভিতে হাসির উপকরন খুবই কম। Imdb তে একজন লিখেছেনঃ “This film should have been put in a recycle bin to make some plastic Dixie cups from. 4 or 5 plastic cups would have been a much better use of the material”
আপাতত এগুলোই দিলাম। ভবিষ্যতে আরো বাজে মুভি নিয়ে হাজির হবো :p
Iron Man 3 এবং Oblivion নিয়ে লিখে সময় নষ্ট করলাম না। এগুলো ফাউলের চেয়েও ফাউল।
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
তামিম ইবনে আমান বলেছেন: একশান গুলাও ভাল্লাগেনাই। বোরিং আর প্রেডিক্টেবল একশান
২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার কিন্তু ওলভেরিনে ট্রেনের উপরে লম্ফঝম্ফের ব্যাপারটা মজা লাগসে।তারচেও বড় কথা আগেরটার মতো মারামারিতে দড়ি দেখা যায়নাই ||
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
তামিম ইবনে আমান বলেছেন: বর্তমানে প্রায় সব মুভিরই গ্রাফিক্স এর কাজ বেশ ভালো। আমার শুধু নিনজা গুলারে ভাল্লাগছে :প
৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: অনেক দিন পর আপনার পোষ্ট পেয়ে ভালো লাগলো !
মুভি কম দেখি
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩
তামিম ইবনে আমান বলেছেন: আমারে চিনসেন তাহলে
কমেন্টের জন্য ধন্যবাদ অভি ভাই
৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০১
মিজভী বাপ্পা বলেছেন: আয়রন ম্যান থ্রী তো পুরাই ওয়েস্ট অব টাইম। এফএনএফ ৬ দেখেন নাই।পুরান জমানার গাড়ি দেইখাই মেজাজ বিলা হইয়া গেছিল।শুধু শেষের দিকে খানিক টুইস্ট আছে।আর বিমানের স্টান্ট গুলো।তাছাড়া পুরো ছবিতে দেখার মতই কিছুই নেই।
এর জন্য ভাই আমি চাইনিজ মুভি(ইংলিশ ডাবিং) দেখি।আর যাই হোক কংফু তো দেখা যায়
কিছু ফাইটিং কংফু মুভির নাম দেন না।ব্রুসলী, আইপি ম্যান, জেট লী, জ্যাকি চেন সব মিলিয়ে এর ডজন খানেক দেখলাম।আর নিত্য নতুন জানটে চাইছি।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৫
তামিম ইবনে আমান বলেছেন: এফএনএফ সিক্স দেখসি। আমার কাছে পুরান গাড়ি গুলাই ভাল্লাগছে । তবে মরা নায়িকারে উঠায়ে আনা পছন্দ হয় নাই।
যদিও কুনফু কম দেখি তবে রিসেন্ট একটা ইন্দোনেশিয়ান একশান মুভি আছে। নাম দ্যা রেইড রিডেমপশন। অস্থির ফাইট। দেখতে পারেন।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৪
গৃহ বন্দিনী বলেছেন: X-man সিরিজে উলভারআইনের কেরামতি আর হেয়ার স্টাইল দেখাই আমার প্রধান আকর্ষণের বিষয় ।
কাহিনি কেডা দেখে সবই গাজাখুরি গল্প
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬
তামিম ইবনে আমান বলেছেন: ওল্ভারিন রে আমার ভালোই লাগে। তবে চুল পুইড়া গেলে চুল আবার গজায় কিন্ত চুল কাটলে আবার গজায় না কেন?
৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬
তামিম ইবনে আমান বলেছেন: একটা প্লাসও নাই। প্লাসের কি আকাল পরসেরে বাবা! কমেন্টেরও দেখি খরা
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭
তামিম ইবনে আমান বলেছেন: গল্প-কোবতে লেখো বাছাধন।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: টরেন্ট ডাউনলোড লিংক থাকলে আরো বেশি আনন্দ পাইতাম। যাই হোক, ওয়েলকাম ব্যাক। প্লাস।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৮
তামিম ইবনে আমান বলেছেন: বাজে মুভির ডাউনলোড লিঙ্ক দিমুনা
ধন্যবাদ কাভা ভাই।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
বেঈমান আমি. বলেছেন: ২০১৩ তে আমি একটা মুভিও দেখি নাই।এইটা একটা রেকর্ড
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
তামিম ইবনে আমান বলেছেন: আপনি দেখতে পারেন কৃশ থ্রি। এ মুভি দেখার পরে ২০১৩ কেন, আজীবনেও মুভি দেখতে ইচ্ছা করবে না
৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৮
ইমরাজ কবির মুন বলেছেন:
গল্প-কোবতের চেয়ে এ ধরনের পোস্টে হিট বেশি আসে, একটু ওয়েট করেন শুধু।
আমি অনুবাদ পোস্ট করে লস খাইসি ||
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫১
তামিম ইবনে আমান বলেছেন: সামুতে রেগুলার না থাকলে কেউ চিনে না। আর না চিনলে কেউ পোস্টে আসে না
১০| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কম বুঝি । তাই পার্সি জ্যাকসন,মনস্টার ইউনিভার্সিটি বেশ ভালই লাগছে ।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৫
তামিম ইবনে আমান বলেছেন: আগেরটার তুলনায় ভাল্লাগে নাই
১১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৬
অনিকেত রহমান বলেছেন: এগুলো ভিতরে চারটা মুভি দেখেছি Percy Jackson: Sea of Monsters:
Hangover Part 3: Iron Man 3 এবং Oblivion একটাও ভালো লাগেনি।। আর Oblivion মুভিটা ২০-৩০ দেখার পর আর ধৈর্য ছিল না।।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৮
তামিম ইবনে আমান বলেছেন: টম ক্রুজের মত অভিনেতা কি কারনে যে এসব ফাউল মুভি চয়েজ করে কে জানে!
১২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কি অভাগা আমি, এই সিনেমা গুলোর একটাও আমি দর্শন করিনি।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৪
তামিম ইবনে আমান বলেছেন: অভাগা নন। ভাগ্যবান।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: প্লাসের খরা চলে সামুতে , জেনে রাখো চাইলেও অনেকে প্লাস দিতে পারেনা , টেকনিক্যাল সমস্যার কারনে !
ফিরে আসা অনেক শুভ হোক , আমাদের তো মুভি ব্লগ পড়ার ও শখ আছে !
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: হাহা ।ধন্যবাদ ভাই
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২১
ছন্নছাড়া ছেলেটি বলেছেন: টারবো খারাপ লাগেনি । অ্যানিমেশন মুভি তো কমেডিই বেশি হয় । ওভারঅল খারাপ না ।
উলভরাইন নিয়ে অনুভূতি সেইম । হিউ জ্যাকম্যান এর মুভি গোগ্রাসে গিলি । এটা গিলতে গিয়ে গলায় আটকে গিয়েছিল । অ্যাকশনটা ছিল বলেই রক্ষা ।
হ্যাংওভার পার্ট-১ টাই বেস্ট । এর মত এই সিরিজের আর কোন ছবিই হবেনা ।
কৃষ-৩ তো রেকর্ড কইরালাইছে । ক্যামনে পারে ...????
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
তামিম ইবনে আমান বলেছেন: ওলভারিন এর একশন গুলাও প্রেডীক্টেবল ছিল :
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৩
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: Wolverine এর ব্যাপারে একটা কথা ঠিক যে কেমিস্ট্রি টা গড়ে উঠার আগেই প্রেম হয়ে গেছে। কিন্তু একেবারে গাঁজাখুড়ি বলা যায় না। আমার মনে হয় কিছুটা মিস্ট্রি রেখে দেওয়া হয়েছে যাতে পরের সিক্যুয়াল বানানো যায়। Iron Man 3 এর ব্যাপারে বলব যে, পুরাপুরি খারাপ কিন্তু হয় নাই। কারণ এখানে হিরো অনেক বেশি চাপের উপরে ছিল, আর ব্যাপারটা খুবই enjoyable ও ছিল।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
তামিম ইবনে আমান বলেছেন: ওলভারিন এর পরের সিক্যুএল সম্পূর্ন ভিন্ন কাহিনীর উপরে হবে। দ্যা ওলভারিন এর সাথে কোন সম্পর্ক থাকবে না।
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০২
অদ্বিতীয়া আমি বলেছেন: Hangover Part ২ বিরক্ত লাগসে , ৩ দেখার তো একটু ও ইচ্ছে নেই , তবে টারবো টা দেখবো ।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
তামিম ইবনে আমান বলেছেন: টার্বো দেখা যায়। কিন্ত ড্রিমওয়ার্ক্স এর এনিমেশন হিসেবে আরো বেশি কিছু আশা করেছিলাম।
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৮
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: যাক কিছুটা সময় নস্ট করা থেকে বাচলাম।
Oblivion, H O-3, Monster University দেখে ফেলেছি, পুরাই টাইম লস।
Monster University টা মোটামুটি লাগছে আর কি।
The Wolverine, Iron Man 3 দেখার চেস্টা করেছিলাম বেশিদুর আগাইতে পারি নাই।
ধন্যবাদ পোস্টের জন্য।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
তামিম ইবনে আমান বলেছেন: মনস্টার ইউনিভার্সিটি খারাপ না। কিন্ত পিক্সারের যদি সব মুভি দেখেন তাহলে খারাপ লাগবে। পিক্সারের একটা ক্লাস আছে না।
১৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৯
বশর সিদ্দিকী বলেছেন: হ্যাং ওভার কে আমি সময় অপচয় বলব না। মুভিটা আসলেই আমাকে আনন্দ দিছে। তবে বাকিগুলোর সাথে এক মত।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
তামিম ইবনে আমান বলেছেন: হ্যাংওভার তো জোস। হ্যাংওভার থ্রির ব্যাপারে বলেন
১৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৫
নতুন বলেছেন: পপকন` নিয়া বসলেই হবে... টাইমপাসের জন্য খুব একটা খারাপ না... আগের নামের জন্য ৩টা দেইখা ফালাইছি... কি আর করা... এখন নামানোর মতন কিছু পাইতেছিনা...
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
তামিম ইবনে আমান বলেছেন: কয়েকটা পুরান মুভি দেখেন নতুন সাহেব
২০| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪১
উদাসী স্বপ্ন বলেছেন: ভাই আপনের কাছে Percy Jackson: Sea of Monsters আর এর পয়লা সিকুয়েল ভালো লাগছে আর মন্সটার ইংক খারাপ লাগছে? টার্বোও খারাপ লাগছে?
ভাই, আপনে তো কঠিন একটা চীজ। একটা কাজ করেন কার্টুন নেটওয়ার্কের কায়ার্ডলি ডগ আর টম এন্ড জেরী দেখেন। এটা আপনার জন্য বেস্ট কার্টুন প্লাস এনিমেশন সিরিজ
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮
তামিম ইবনে আমান বলেছেন: এভাবে খোচা মেরে কথা বলেন দেখেই ক্যাচাল লাগে। যাহোক, টপিকে আসি।
আমার পোস্টের টাইটেল পড়েছিলেন? না পড়লে আবার পড়েন। টাইটেলে বলা আছে যেসব মুভি আমাকে "আশাহত" করেছিল।
আশাহত মানে বুঝেন? অনেক দিন বাইরে থাকেন তো, মনে হয় বাংলা ভুলে গেছেন। আশাহত মানে হলো এক্সপেক্টশন অনুযায়ী না আসা।
আপনি পার্সি জ্যাকসন থেকে বেশি আশা করতে পারেন না।প্রথমটাকে আমার রেটিং এ ৬ দিয়েছিলাম। পরেরটাকে ৪
আর পার্সি জ্যাকসন দেখেছিলাম কারন এটার গ্রাফিক্সের কাজে বাংলাদেশি একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার আছেন।
আমি কোথাও বলি নাই মন্সটার ইঙ্ক খারাপ? দেখান তো ভাই।
টার্বো এক্সপেক্টেশন অনুযায়ী ভালো লাগে নাই। ড্রিমওয়ার্ক এর অসাধারন কিছু এনিমেশন আছে।তার ধারে কাছেও টার্বো নাই।
যে মুভি দেখবেন সে লেভেলের এক্সপেক্টেশন নিয়া বসি। আমি নোলানের কাছে গোর ভারবিনস্কির মেকিং আশা করিনা।
২১| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৪
উদাসী স্বপ্ন বলেছেন: তবে এইটা শিওর আপনের কাচে কৃষ ৩ ভালা লাগছে।
যাই হোউক, একটা কথা কই। বর্তমানকার সব একশন ছবি এখন আর পুরোপুরি একশন নাই। সব একশন ছবিতে মেলোড্রামা আর বাস্তবিকতার মিশেলে একটু সলো করছে শুধু এই জন্য যে ম্যাচিউরড দর্শক আর বোদ্ধাদের টানতে পারে।
এইজন্য ঠিক যে দর্শক গুলো ব্যাটম্যান সিক্যুয়েলের লাস্ট পার্ট আতলামীর জন্য ভালো বলার পরও স্কাইফল এবং সুপার ম্যানকে বাজে মুভি বলে তাদের ম্যাচুরিটি নিয়া প্রশ্ন থেকে যায়
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
তামিম ইবনে আমান বলেছেন: কৃষ থ্রি নিয়া টান দিলেন ক্যান বুঝলাম না। হিন্দী মুভি দেখা কবেই ছেড়ে দিছি।
ডার্ক মুভি করতে গিয়া আয়রন ম্যান থ্রি আর ওলভারিন দুইটাই পইচা গেছে।
ব্যাটম্যানের লাস্ট পার্ট খ্রাপ না। আগেরটার চেয়ে খ্রাপ হইতে পারে।
স্কাইফল আমি সিনেপ্লেক্সে দুইবার দেখেছিলাম
ম্যান অব স্টিল নিয়ে কিছু বলবো না। কারন আমি জ্যাক স্নাইডারের ফ্যান। তার মুভি মেকিং স্টাইল আমার কাছে অসাম লাগে। ওয়াচম্যান দেখসেন? আমার দেখা অন্যতম বেস্ট সুপারহিরো মুভি।
২২| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৮
শাহরিয়ার নীল বলেছেন: ভালো বলছেন. দেখার মত মুভির লিস্ট দেন
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫০
তামিম ইবনে আমান বলেছেন: উখে ভাই
২৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৬
ওবায়েদুল আকবর বলেছেন: আপনার কাছে অবলিভিয়ন আর আয়রন ম্যান থ্রি ভালো লাগেনাই? আয়রন ম্যান থ্রি তো পুরা সিরিজেরই সেরা মুভি। অন্তত এই মুভিতে মনে হইছে গুনেথ পালট্রোর আসলেই কিছুটা হইলেও গ্রহণযোগ্যতা ছিল। আর অবলিভিয়ন এর হয় কাহিনিটারে ঠিক এক্সেপ্ট করতে পারেননাই। সাম্প্রতিক কালের সাই ফাই মুভির মধ্যে এইটাতেই প্লট হোল কম ছিল। আর ভাইপারের প্রেমে পইড়া গেছি। সো ঊলভারিন ভালো লাগছে।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
তামিম ইবনে আমান বলেছেন: আয়রন ম্যান থ্রির আসল আকর্ষন মান্দারিন যে একটা ভাওতা বাজি সেটা আগেই বুঝে গেছিলাম। মুভি অর্ধেকাংশে। এইকারনে বিরক্ত লাগছে। আর এভেঞ্জারস স্টাইলের উড়াধুরা ভাঙ্গাভাঙ্গি ভাল্লাগেনাই।
২৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: বাট পিপল চয়েজ এওয়াডের ২০১৪ এর জন্য
The Wolverine: নমিনেশন পাইছে একশন মুভি ক্যাটাগরিতে, Hangover Part 3: নমিনেশন পাইছে কমেডি মুভি ক্যাটাগরিতে
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
তামিম ইবনে আমান বলেছেন: "আশাহত"
আরো বেশি আশা করেছিলাম এসব মুভি থেকে।
২৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৮
তাসজিদ বলেছেন: ওয়েলকাম ব্যাক।
আয়রন ম্যান ৩ একটুও ভাল লাগে নি
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো
২৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
ড. জেকিল বলেছেন: খাইছে, এত্ত ভূল ধরেন ?
তারাতারি কইরা মুভি দেইখ্যা ফালাই, এতো বোঝাবুঝির সময় পাইনা।
পোস্ট ভালো লাগছে।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: এক্সপেক্টেশন লেভেল হাই হলে যা হয় আরকি
২৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
মামুন রশিদ বলেছেন: Iron Man 3 ফাউলের চেয়েও ফাউল- একমত ।
বাকিগুলা দেখি নাই, আপ্নের রিভিউ পড়ার পর আর দেখারও ইচ্ছে নাই ।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: মনস্টার ইউনিভার্সিটি দেখতে পারেন।
২৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০
মামুন রশিদ বলেছেন: ও ভুলে গেছি, পোস্টে ৪ নাম্বার ভালোলাগা আমার
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো। ভালো লাগায় চাপ দিলে শুধু ঘুরতেই থাকে ঘুরতেই থাকে
২৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
আরজু পনি বলেছেন:
The Wolverine আমার বাচ্চাদেরকে নিয়ে কয়েকবার দেখেছি
কোন কোন ছবি দিতে চান ? লিংক দেন, ব্যবস্থা করে দেই ...
আপনি এখন অনলাইনে থাকলে এখনি করে দিতে পারতাম ...
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
তামিম ইবনে আমান বলেছেন: এই পাচটা মুভির পাচটা পোস্টার দিতাম আরকি।
৩০| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
জনাব মাহাবুব বলেছেন: যাদের ঘুমের সমস্যা, রাতে ঘুম হয় না, তারা ঘুমের অষুধ না খেয়ে আপনার দেওয়া মুভিগুলো দেখতে বসলে নির্ঘাত তাদের ঘুম চলে আসবে।
ঘুম না আসলে, বিফলে মূল্য ফেরত।
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
তামিম ইবনে আমান বলেছেন: ভালো বলিয়াছেন বৈকি
৩১| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: একতরফা ব্যক্তিগত মত প্রকাশ করতেই পারেন।
টার্বো আমার কাছে অনেক ভাল লেগেছে।
আর আমি প্রধানত এ্যানিমেশন মুভির ফ্যান... সব গুলিই দেখি।
মনস্টার ইউনি. আগেরটার চেয়ে কম ভাল লেগেছে .. আমারও।
............
বাদ বাকীগুলি নিয়ে মন্তব্য না করি
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: এনিমেশন আমিও সব দেখি। এবছরের মধ্যে আমার একমাত্র দ্যা ক্রুডস টা ভাল্লাগছে বেসি
৩২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২২
অ্যানোনিমাস বলেছেন: একটাও দেখি নাইক্কা
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে তো বিয়াপক ভাগ্যবান তাইলে
৩৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন: বাসায় এসে কয়টা এনিমেশন মুভি দিয়ে যাবেন । আমি আবার বিকালে বের হইনা !
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
তামিম ইবনে আমান বলেছেন: যেগুলা দিসি সেগুলা দেখা শেষ করেন আগে
আজকা কারে বিয়া করাইতে যাইতাসেন?
৩৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
মুশাসি বলেছেন: Turbo ও ভাল্লাগে নাই? কেম্নে কি?
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
তামিম ইবনে আমান বলেছেন: আসলে পিক্সারের এনিমেশন দেইখা নাক উচা হইয়া গেছে
৩৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: Iron Man 3 খারাপ লাগেনি। সুস্বাগতম।+
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
৩৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
মেহেদী হাসান মানিক বলেছেন: The Wolverine
দেখছি ভালালাগেনাইক্কা
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২০
তামিম ইবনে আমান বলেছেন: কেমন আছেন মানিক ভাই?
৩৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯
শেরউডের রবিনহুড বলেছেন: যেইগুলা ভালো লাগছে ঐগুলা নিয়ে একটা পোষ্ট দিয়েন। সেইগুলা ডাউনলোড দিমুনে। এই লিস্টের থাইকা পার্সি জ্যাকসন আর উল্ভারিন ডাউনলোড দিছি।
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
তামিম ইবনে আমান বলেছেন: পার্সি জ্যাকসন দেইখা তো সময় পাস হবে। ওল্ভারিন দেখে মনে হবে "সময় যেন কাটেনা"
৩৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬
বোকামন বলেছেন:
আপনার পর্যবেক্ষণ ভালো লাগলো ।
Percy Jackson: Sea of Monsters
Monster University
এখনো দেখা হয়নি অবশ্য । শুভকামনা রইলো ।
নিয়মিত লিখুন :-)
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৭
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ বোকামন কমেন্টের জন্য
৩৯| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭
বোকামন বলেছেন:
পোস্ট প্লাসায়িত :-)
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪০
তামিম ইবনে আমান বলেছেন: আপনাকে আবারো ধন্যবাদ
৪০| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০১
মেহেদী হাসান মানিক বলেছেন: ভালাছি
আন্নে কিরাম আছুইন
২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
তামিম ইবনে আমান বলেছেন: খ্রাপ না। আগের ব্লগ মিস্করি। মানুষের মন এত ঘৃণা আর হিংসায় পরিপূর্ন কেন কে জানে!
৪১| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
গগণজয় বলেছেন: একমত, তবে আমার কাছে Oblivion ভালো লেগেছে।
২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
তামিম ইবনে আমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৪২| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫০
সুমন কর বলেছেন: আপনার সাথে সহমত। ঐগুলো আমারও ভাল লাগে নাই। তবে টারবো দেখতে পারি। সবাই দেখি মুভি পোস্ট দেয়। আমিও দিমু নাকি একটা!!!
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
তামিম ইবনে আমান বলেছেন: মুভি নিয়ে পোস্ট দেয়া সোজা। কিন্ত প্রচুর মুভি দেখতে হয় আরকি। নাহলে ফাইট ক্লাব দেইখা কইব, ফালতু মুভি দেখলাম
৪৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
টিনটিন` বলেছেন: হ্যাংওভার ছাড়া অন্যান্ন মুভিগুলো এখনও দেখা হয়নি। তাই শুধু হ্যাংওভার ৩ বিষয়েই আমি তোমার সাথে একমত। কিন্তু হ্যাংওভার ২? ওটাকে নিশ্চয় খুব বাজে মুভি বলা যায় না। হ্যাংওভার সিরিজের যোগ্য উত্তরসূরী বরা যেতেই পারে।
সবুজ যে লিংকগুলো দিয়েছ, এগুলো অনেক সাইটেই দেখি আজকাল। কিন্তু জিনিষটা কি তা বুঝিনা। ওটা দেওয়ার মর্মটা কি?
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
তামিম ইবনে আমান বলেছেন: হ্যাংওভার ২ আর ১ তো পুরাই সেইম।
যাহোক, সবুজ লিঙ্ক কই পাইলেন? আমি তো কিছুই দেখিনা
৪৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৫
আরজু পনি বলেছেন: ) শেষটুকু জুরে দিলেই ছবি এসে যাওয়ার কথা ।
এটা The Wolverine এর ছবি ।
আর বাকী ছবিগুলোর লিঙক আইডিএম থেকে থেকে শুধু কমেন্টের জবাবে দিয়ে দিবেন তাতে নেট থেকে আমার ছবি খুঁজে পেতে সহজ হবে ।
রাতে এসে দিয়ে যাব ইনশাহআল্লাহ ।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: আপনার ছবি আপলোড হয়, আমার হয় না কেন? আমার সাথে তো কারোরই ব্যাক্তিগত শত্রুতা নাই
৪৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
আরজু পনি বলেছেন:
img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/ANPony_1385353259_1-The_Wolverine.jpg
ধুরু আগেরটা এলো না...প্রথমে ও শেষে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন ।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: থার্ড ব্রাকেট দিয়ে ক্লোজ করতা হয় সেটা জানি।
আমি বাংলা ছবির নায়ক হইলে কইতাম, চৌধুরানি সাহেব, সামুতে ব্যান খাইতে পারি, কিন্ত সামু ইউজ করা ভুলি নাই
৪৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
আরজু পনি বলেছেন:
নিচের টুকু শুধু কপি করে প্রথমে ও শেষে img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/ANPony_1385353716_2-Turbo.jpg
নিচের ছবিটার মতো
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
তামিম ইবনে আমান বলেছেন: করলাম। কিন্ত ছবির কুয়ালিটি এত বাজে আসলো কেন? আগে তো সামুতে অনেক ক্লিয়ার আসতো। একাজ কি সার্ভারে জায়গা বাড়ানোর জন্য করা হচ্ছে? কম কোয়ালিটি= কম কিলোবাইট জায়গা দখল
৪৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
আরজু পনি বলেছেন:
এখন একটু জলদি পিসি থেকে বেরুতে হবে ।
কাজ হয়ে যাবে ইনশাহআল্লাহ ।
পরে আসবো ইনশাহআল্লাহ ।।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৫
তামিম ইবনে আমান বলেছেন: মনস্টার ইউনিভার্সিটিঃ Click This Link
পার্সি জ্যাকসনঃ Click This Link
হ্যাংওভারঃ Click This Link
অনেক অনেক ধন্যবাদ আরজুপনি আপু
৪৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
হাসান মাহবুব বলেছেন: মনস্টারস ইউনিভার্সিটি আমাকে আশাহত করে নাই।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
তামিম ইবনে আমান বলেছেন: আমি ভেবেছিলাম ব্রেভ খারাপ করার পরে পিক্সার এবার অসাধারন কিছু উপহার দিবে। আমার আশাটা মাত্রাতিরিক্ত বেশিই ছিল। পিক্সারের প্রায় সব মুভিতে ইন্ডাইরেক্টলি একটা মেসেজ দেয়া থাকে। এইটাতে যে ম্যাসেজ দেয়া হয়েছে, সেটা থ্রি ইডিয়টস সহ অনেক মুভিতেই দেয়া হয়েছে
৪৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
যুবায়ের বলেছেন: অনেকদিন পর আপনার ব্লগ দেখলুম...
প্লাস দিতাছিনা ক্যন....চাক্কা খালি ঘুরতাছে
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
তামিম ইবনে আমান বলেছেন: অনেক দিন পরে আপনাকে আমার পোস্টে পেলাম। ঢাকা আসেন্না কেন? আপনাকে দেখি না অনেকদিন।
৫০| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
মেহেদী হাসান মানিক বলেছেন: সময় খুব কঠিন জিনিসরে ভাই
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭
তামিম ইবনে আমান বলেছেন:
৫১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: The Wolverine, Turbo এখনো দেখিনি। Turbo আমার ল্যাপটপে আছে আর Wolverine ভালো কোয়ালিটি প্রিন্টের জন্য অপেক্ষা করছি। পার্সি জ্যাকসন ম্যুভি নিয়ে কোন প্রত্যাশা ছিলনা তাই ওটা টাইম পাস হিসেবে নিয়েছি। মনস্টার্স ইউনিভার্সিটি দেখে হতাশ হয়েছি [কারণ মন. ইন্ক আমার খুব প্রিয় ম্যুভির একটা]। হ্যাংওভার দেখে মনে হয়েছে "ভাই এইবার ক্ষ্যামা দেন!!"
ম্যুভি বলার মত ভালো লেগেছে "দ্য প্রিজনারস" আর "নাউ ইউ সি মি"। অসাধারণ
একটা ম্যুভি সময় পেলে দেখবেন, খুব ইন্টারেস্টিং স্পুফ ম্যুভি "দ্য স্টারভিং গেমস"।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯
তামিম ইবনে আমান বলেছেন: ওলভারিন এর ভালো প্রিন্ট এসে গেছে।
হাঙ্গার গেমস এর সেকন্ড পার্ট দেখে তারপর দেখবো। কারন হাঙ্গার গেমস এর মজা নস্ট করতে চাই না
প্রিজনারস এখনো দেখি না। তার উপর ২০১৩ এর দুইটা সেরা মুভি রাশ এবং গ্রাভিটি ভালো প্রিন্ট না আসার কারনে দেখা সম্ভব হচ্ছে না
৫২| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮
তাসজিদ বলেছেন: সবথেকে বাজে লেগেছে the amazing spider man.
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২১
তামিম ইবনে আমান বলেছেন: আসলে আগের ট্রিলজি টা আমাদের মনে গেথে আছে তো তাই
৫৩| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: অবলিভিয়ন আমার কাছে কিন্তু ভালোলেগেছে, ম্যাট ডেমনের ম্যুভিটা (নাম মনে পড়ছেনা) ওটাও মন্দ হয়নি। কিন্তু হতাশ করেছে ঐ গডজিলা টাইপের এনিমেল আর বড় সাইজের রোবট নিয়ে ম্যুভিটা (নাম মনে পরছেনা)। এখন দেখছি The Conjuring; হরর জেনারের ম্যুভি, আমি জানি আমার ভালোলাগবে
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩
তামিম ইবনে আমান বলেছেন: ম্যাট ডেমনের এলিসিয়াম। আমি এখন ডাউনলোড করতেসি। ৬০% ডাউনলোড হইছে।
রোবটের মুভিটা হচ্ছে প্যাসিফিক রিম। এটার গ্রাফিক্স ভালো। কিন্ত মুভিটাকে ৬ এর উপর দেয়া যায় না। (১০ এর মধ্যে)
হরর জেনার আমার পছন্দ না। কিন্ত ইন্সাইডাস ভাল্লাগছে। আর কঞ্জিউরিং হলো ইন্সাইডাস এর ডিরেক্টরের। দেখবো ঠিক করে রাখসি।
৫৪| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: মজা নষ্ট হবেনা। তবু আগে পার্ট টু দেখে নিন উই আর দ্য মিলারস দেখেছেন? আমার ভালো লেগেছে।
গ্রাভিটির জন্য আমিও অপেক্ষা করছি
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩২
তামিম ইবনে আমান বলেছেন: ইদানিং রিলিজ হওয়া কমেডির মধ্যে উই আর দ্যা মিলারসই ভালো লাগছে বেশ। ইদানিং কার কমেডি গুলো এত ভালো হয় না।
৫৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: হ্যা, এলাইসিয়াম! খুব বেশি আশা নিয়ে দেখবেননা, তাহলে হয়ত হতাশ হবেন। আমি হোয়াইট হাউজ ডাউন খুব আশা নিয়ে দেখতে বসেছিলাম আর শেষে মনে হয়েছে "ধুর্ছাই"
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
তামিম ইবনে আমান বলেছেন: হোয়াইট হাউজ ডাউন এর স্টোরি কি সেটা মুভির নাম দেখেই বুঝা যায়। সবচেয়ে প্রব্লেম হচ্ছে, এসব মুভি টাইম পাসের জন্য তৈরি হলেও টাইম ও ঠিকমতো পাস হয় না। বিরক্ত লাগে। তবে রেড টু দেখে ভালোই টাইম পাস হইছে। এন্থনি হপকিন্স রক্স!
৫৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
The Wolverine দেখতে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: কোন মুভির একশন ও যে বোরিং হতে পারে সেটা উল্ভারিন না দেখলে বুঝা যাবে না
৫৭| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বেশিরভাগ মুভিই দেখিনি। মনে করেছিলাম আলাপ করব, তা তো হল না।
আশা করি ভাল আছেন ভাই।
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
তামিম ইবনে আমান বলেছেন: জ্বি ভাই ভালো। কেমন আছেন ?
৫৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
এহসান সাবির বলেছেন: The Wolverine এক্সম্যান সিরিজের সবথেকে খারাপ ছবি.......!! পুরাই সময় নষ্ট..!!
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
তামিম ইবনে আমান বলেছেন: সহমত
৫৯| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৫
টিনটিন` বলেছেন:
২৮ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
তামিম ইবনে আমান বলেছেন: ভাইরে আমি কিচ্ছু করি নাই পোস্টে। এইডা সামুর ফকিরা কারবার নাইলে আপ্নের ব্রাউজার এইডা দেখাইতাসে :-&
৬০| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
শায়লা িসিদ্দক বলেছেন: একমত... এই মুভি গুলো অনেক আশা নিয়ে দেখতে বসেছিলাম
২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬
তামিম ইবনে আমান বলেছেন:
৬১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রথমটা এক্কেরে মনের কথা বলছেন ব্রাদার। ওলভারিন দেখে এত্ত মেজাজ খারাপ হইছিল! তবে মনস্টার ইউনিভারসিটি ভাল লাগছে। আর Oblivion খারাপ লাগল কেন? এইটার সাইফাই কনসেপ্ট টা একটু ডিপলি চিন্তা করে দেখেন! আপনি বর্তমান পৃথিবীর একটা ছায়া খুঁজে পাবেন। আমার এ বছরের দেখা সেরা সাইফাই গুলোর মধ্যে একটা।
৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৪
তামিম ইবনে আমান বলেছেন: এত স্মার্ট-সুপার একটা কম্পিউটার। তার অনেকগুলা টম ক্রুজ লাগবে কেন? সে তো ইচ্ছা করলেই তেমন রোবট বানাতে পারে। টম ক্রুজ মানুষগুলোকে দেখেই তাদের কথা বিশ্বাস করলো কেন? অনেক মিস্টেক আছে মিয়া অভলিভিয়নে।
৬২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮
দ্যা ডার্ক নাইট বলেছেন: man of steel, world war Z, the lone ranger, g,i,joe, die hard, pacific rim এই গুলাও ফাউল ।
ভালো মুভি দেখার মত করছে now you see me, the conjuring, the great gatsby, FnF6, the croods ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: আরো আছে দেখার মত। দ্যা ওয়ার্ল্ডস এন্ড, উই আর দ্যা মিলারস, ডেস্পিকেবল মি ২ , লোন রেঞ্জার, স্টার ট্রেক ইনটু ডার্কনেস।
তবে ম্যান অব স্টিল আমার কাছে ভাল্লাগছে। কারন, জ্যাক স্নাইডারের মুভি মেকিং স্টাইল আমার ফেভারিট।
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
ইমরাজ কবির মুন বলেছেন:
সময় আসে, মেগাবাইট ও আসে-সাথে আলেক্সান্ড্রা ড্যাড্ডারিয়াও আসে।তাকে দেখার উসিলাতেই পুরা মুভিটা দেখা যায়।
ঐদিকে আবার ভাইপার কেও ভাল্লাগসে ||