![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary
সামুকে সাবজেক্ট করে আমার এ পর্যন্ত কোন পোস্ট দেয়া হয় নি। আজ অনেক ভেবেও কোন টপিক না পেয়ে বহুল-চর্চিত এই টপিকে একটি পোস্ট প্রসব করলাম। কারণ, "ব্লগার তকমা ফিরত পেতে চাই"
সামু ফ্যাক্টসঃ
১) আপনার নিক থেকে আপনার মাল্টি দ্রুত সেফ হয়।
২) সামুতে ডেভেলোপার সাপোর্ট আশা করা আর এরশাদের কথাকে বিশ্বাস করা সমান।
৩) সামুতে রিপোর্ট বাটনটি তখনই কাজ করবে যখন আপনি মডারেটরকে ফোন করে রিপোর্টের বিষয়টা অবহিত করবেন।
৪) ভালো পোস্ট এবং বাল্পোস্ট দুটোতেই কমেন্ট কম আসে।
৫) সামুতে সব ব্লগাররাই আফসোস করেন "ব্লগটা আগে ভালো ছিল"
৬) মডারেটর যখন ঘুম থেকে উঠেন তখন অভিযোগদাতা এবং অভিযুক্ত দু'জনেই ব্যান খায়।
৭) সামুতে সেফ হওয়ার ৭ দিন এবং সাহারা খাতুনের ৪৮ ঘন্টা সমান।
৮) বাংলাদেশের মতই সামুতে সবসময় একটা বিরোধীদল এবং সরকারী দল থাকে।
৯) কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে।
১০) "নোটিশ বক্স" আর "আমার টেমপ্লেটস" অপশন দুটি হলো অবিবাহিত ছেলের বাসায় কনডম রাখার মত। কোন কাজেই লাগে না।
স্পেশাল ফ্যাক্টঃ এ পোস্ট কখনোই নির্বাচিত পাতায় যাবে না
বিঃদ্রঃ এটি একটি নিতান্তই ফান পোস্ট। কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে সিরিয়াসলি কিছু বললে আমি ধরে নেব আপনি পোস্ট টি সিরিয়াসলি পড়েছেন। সিরিয়াসলি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নের কমেন্ট আমি সোনা দিয়ে বান্ধাইয়া রাখুম।
বিঃদ্রঃ আপ্নে তো নোয়াখাইল্লা। সেজন্য কইয়া দিই, এই "সোনা" মানে স্বর্ণ
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬
জাগতিক ভালবাসা বলেছেন: কথা সত্য।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
তামিম ইবনে আমান বলেছেন:
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
খন্দকার আরাফাত বলেছেন: কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০
তামিম ইবনে আমান বলেছেন: কথা কিন্ত পুরাই হাছা
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: ব্যাপক মজা পাইলাম!! তবে আরো একটা পয়েন্ট যোগ করতে পারেন। লাইক দেয়া বা পাওয়া দুইটাই যুদ্ধ জয় করার মতো।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১
তামিম ইবনে আমান বলেছেন: আমি একটা লাইকও পাইলাম না পোস্টে
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: আরো একটা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
তামিম ইবনে আমান বলেছেন: চুখ টিপ দিয়া কি করুম?
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪
অনন্যমানুষ বলেছেন: শুধু কমেন্ট দিয়েও শান্তি পাইতেছি না, আবেগের বশে লাইকও দিয়ে দিসি।
ইদানিং আবেগকে সংযত করতে পারছিনা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
তামিম ইবনে আমান বলেছেন: লাইক জিরু। আপ্নের বাড়ি কি বরিশাল নি?
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
বাংলার হাসান বলেছেন: বিঃদ্রঃ এটি একটি নিতান্তই ফান পোস্ট। কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে সিরিয়াসলি কিছু বললে আমি ধরে নেব আপনি পোস্ট টি সিরিয়াসলি পড়েছেন। সিরিয়াসলি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: আপনাকে সিরিয়াসলি কমেন্ট করার জন্য সিরিয়াসলি ধন্যবাদ
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
বাঁশ আর বাঁশ বলেছেন: :-D
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০
তামিম ইবনে আমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বাঁশ ভাই
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কমেন্ট দিয়া খরা উঠানোর চেষ্টা করলাম
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১
তামিম ইবনে আমান বলেছেন: আরো কয়েকটা দিয়া যান
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০
মাসুম আহমদ ১৪ বলেছেন:
৪ নম্বরে একটু দ্বিমত আছে। কারণ ভালো পোস্টে দেখছি যথস্ট কমেন্ট আসে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩
তামিম ইবনে আমান বলেছেন: বাল্পোস্টেও এখন অনেক কমেন্ট আসে। দেখেন না আমার এই পোস্টে এখন রিপ্লাই সহ ২০ কমেন্ট
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩
মেহেদী হাসান মানিক বলেছেন: টেকা দেন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭
তামিম ইবনে আমান বলেছেন: কয় কোটি?
১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪
মেহেদী হাসান মানিক বলেছেন: আমি কিন্তু পোস্ট পড়ি নাইক্কা
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯
তামিম ইবনে আমান বলেছেন: পোস্ট না পড়ে কমেন্ট করা কিন্ত অন্যায়। মাস্টার সাব বুলে গিয়েছিলেন
১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে ফাটাফাটি অবস্থা দেখি
কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে। আমারও এমন মনে হতো, যখন দেখতাম হাত-পা বেঁধে রাখার পরও কেউ কেউ গোপনে দড়ি কেটে পালিয়ে গেছেন
একবার একসাথে তিনজন গেলেন- একজন পুরুষ ও ২জন মহিলা- তখন আমি একটা ব্যাপারে নিশ্চিত হয়েছিলাম
ব্যাপারটা ভাবে বুঝে নিন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭
তামিম ইবনে আমান বলেছেন: কি ব্যাপারে নিশ্চিত হয়েছিলেন সেটা বোধহয় বুঝতে পারছি। এবং অই ব্যাপারটা অবশ্যই থ্রীসাম না
১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০
ঘুড্ডির পাইলট বলেছেন: সামুতে আইতে ভয় লাগে !
ইদানিং ব্লগ রংবাজের সংখ্যা বৃদ্ধি পাইছে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৪
তামিম ইবনে আমান বলেছেন: আমি ভাই চুনোপুটি। তবে রংবাজ আগেও ছিল। এখনও আছে। ভবিষ্যতেও থাকবে। তবে রংবাজ পালটায়, তাদের উদ্দেশ্য পালটায়, বেশভূষা পালটায়
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮
মনিরা সুলতানা বলেছেন: মডারেটর যখন ঘুম থেকে উঠেন তখন অভিযোগদাতা এবং অভিযুক্ত দু'জনেই ব্যান খায়।
আজাইরা পুষ্ট এ পিলাচ ......।।
টেনশন নিয়েন না ,নির্দিষ্ট বিরতিতে কমেন্ট করে যাব ।খরা থাকবে না
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ আপু
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৯
তারছেড়া লিমন বলেছেন: মুই আইচি রে ভাই..
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০
তামিম ইবনে আমান বলেছেন: আসেন, বসেন, চা'টা খেয়ে যান।
১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
খরার সময় পানি ঢেলে গেলাম
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩
তামিম ইবনে আমান বলেছেন: ভালো পানি তো?
১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! দারুন সব পয়েন্ট!! সব গুলাই মন মত দেখি!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
তামিম ইবনে আমান বলেছেন:
১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২
আদনান শাহ্িরয়ার বলেছেন:
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
তামিম ইবনে আমান বলেছেন:
২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯
ইছামতির তী্রে বলেছেন: সামুতে সেফ হওয়ার ৭ দিন এবং সাহারা খাতুনের ৪৮ ঘন্টা সমান। খুব সত্যি কথা। আমাকে ৮ মাস ঝুলিয়ে রেখেছিল।
ব্যাপুক মজা পাইছি, ভাইজান।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
তামিম ইবনে আমান বলেছেন: আমি ৯ মাস ২ সপ্তাহ। এর পরের একটা নিক খুললাম অইটা সেফ হইতে লাগছে ৫ মাস। এর পরেরটা ১ সপ্তাহ
২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
সুনীল চাঁদ বলেছেন:
পোস্ট নাইস আছে
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো
২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪
খন্দকার আরাফাত বলেছেন: রেইনি ছাগু বার বার বলত যামুগা গেলামগা। ২/৩ দিন পর আবার ফিরে আসত।
কেউ ঘোষণা দিলে সে নতুন নিকে শুরু করে কারণ তার কিছুটা হলেও লজ্জা আছে। কিন্তু এই বৃষ্টি ছাগুর ক্ষেত্রে একেবারে ব্যতিক্রম। হালায় এমন নির্লজ্জ । অনলাইন থাকা ব্লগারের মধ্যে কোন না কোন সময় তার কোন না কোন মাল্টি থাকবেই।
এই সম্মানিত ব্লগারদের চিনেন?
বৃষ্টি ভেজা সকাল , বৃষ্টি ভেজা সকাল১১ , মাইনাছ, মাথা নষ্ট, মাথা মোটা, পাগলা ঘোড়া সিটিজ, হাসি , কিলার অফ রাজাকার, দুঃস্বপ্০০৭, অপরাজিত একজন , জন্মদিন , মাহাবুব রক্স , চান্দের গাড়ী, খাইরুন ।
৯) কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে প্রমানিত
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
তামিম ইবনে আমান বলেছেন: মাইনাস নিকটা কিন্ত ভালাই হিট খাইসিল
২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
কালীদাস বলেছেন: আজকে দেখি বারবার ফায়ারফক্স হ্যাং হয়ে যাচ্ছে ব্লগে ঢোকার পর। মাইনাস গেল তিন বছর, এখন দেখি প্লাসও নাই।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯
তামিম ইবনে আমান বলেছেন: আমার জন্য তো ছবি তোলার সিস্টেম ও নাই
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মেহেদী হাসান মানিক বলেছেন: এইডা ত আগে বালপোস্তের হেডকোয়ার্টার আছিল
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯
তামিম ইবনে আমান বলেছেন:
এতদিন মনে রাখসেন?
২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯
ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
মাল্টি কি জিনিস
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০
তামিম ইবনে আমান বলেছেন: ফেইক আইডি
২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮
দুর্বৃত্ত বলেছেন: কথা কিন্তু ঠিক ঠিক
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নের নামটা পেপার পত্রিকায় অনেক দেখসি। দুর্বৃত্তের হাতে অমুক খুন, তমুক ছিনতাই ইত্যাদি
২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২
সায়েম মুন বলেছেন: ৯) কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে।
--------বিস্ময়কর একটা উক্তি। সইত্য সইত্য মনে হচ্ছে। এছাড়া বেশীরভাগ পয়েন্ট মনপুত হয়েছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১
তামিম ইবনে আমান বলেছেন: সত্য কথা মনঃপুত হতেই হবে
২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১
শিপু ভাই বলেছেন:
ব্যাফুক গবেষণা!!! ++++++++++++
সবগুলাই ঠিক আছে!!!
* কেউ কয়েকমাস ব্লগে না আইলেই তারে ব্লগারের খাতা থিকা নাম কাইট্টা দেওয়া হয়।
*সিন্ডিকেটিং থামাইতে সিন্ডিকেট বানাইতে হয়।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩
তামিম ইবনে আমান বলেছেন: ওই সিন্ডিকেট থামাইতে আবার সিন্ডিকেট বানাইতে হয়
২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪
মামুন রশিদ বলেছেন: ৮) বাংলাদেশের মতই সামুতে সবসময় একটা বিরোধীদল এবং সরকারী দল থাকে।
মারফি'স ল
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
তামিম ইবনে আমান বলেছেন: বুঝতারছেন তাহলে
তবে বর্তমান সরকারীদল হলো সবচেয়ে ফালতু সরকারী দল
৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
আমি তুমি আমরা বলেছেন: ২) সামুতে ডেভেলোপার সাপোর্ট আশা করা আর এরশাদের কথাকে বিশ্বাস করা সমান।
সেরা অব্জারবেশন (y)
০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫০
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো।
৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১
তওসীফ সাদাত বলেছেন: পয়েন্ট গুলা বাস্তব, এ কথাতে ভুল নাই। তবে, চিন্তাধারাতে ভুল থাকতে পারে
০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
তামিম ইবনে আমান বলেছেন: কার চিন্তাধারা? আপ্নের না আমার না মডূর?
৩২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১
মামুন রশিদ বলেছেন: সব সরকারি দলই ফালতু । সব বিরোধী দলই চরম নির্যাতিত
এগেইন মারফি
০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
তামিম ইবনে আমান বলেছেন:
৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
এক্স রে বলেছেন: সিরিয়াসলি পোস্ট টা পড়ে সিরিয়াস মজা পাইছি
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ এক্স রে (!) ভাই।
৩৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
মেহেদী হাসান মানিক বলেছেন: মনে না রাইখা উপায় আছে
০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে তো আমার ভাই (কিপ্টাটা )
৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৫
ইমরাজ কবির মুন বলেছেন:
১০ এ আই'ড লাইক টু ডিফার মেইট
কমেন্ট খরার দিনে শীতকালে গরমের উদ্রেক করবে অমোন পোস্টের জুড়ি নাই ||
০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
তামিম ইবনে আমান বলেছেন: আপনার মন্তব্য বুঝলাম না। ১০ নাম্বার এ আমি কি বললাম আপ্নে বুঝলেন কি?
৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
তওসীফ সাদাত বলেছেন: মাঝে সাঝে বেশি স্পেসিফিক হওয়া ভালা না
০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
তামিম ইবনে আমান বলেছেন: বেশি স্পেসিফিক সমানুপাতিক শত্রুর সংখ্যা
৩৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মজা পাইলাম।
০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১
তামিম ইবনে আমান বলেছেন:
৩৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
দ্যা ডার্ক নাইট বলেছেন: ভালাই লাগলো পইড়া
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২
তামিম ইবনে আমান বলেছেন:
৩৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৭
জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ৫ মাস গেল। এখনো সেফ হইনাই।
আমি মডুর দলে...।
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৬
তামিম ইবনে আমান বলেছেন:
৪০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২
চেয়ারম্যান০০৭ বলেছেন: কথা সইত্য
২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
তামিম ইবনে আমান বলেছেন: কথা মিথ্যা হইব কেম্নে! আমি তো আর চেয়ারম্যান না
৪১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫
আর্কিওপটেরিক্স বলেছেন: ইহা একখান আজাইরা কমেন্ট
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
বেঈমান আমি. বলেছেন: এই কমেন্ট খরার দিনে তোরে দিলাম একটা মুল্যবান কমেন্ট