নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা, চা খাবেন নাকি শরবত?

তামিম ইবনে আমান

Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary

তামিম ইবনে আমান › বিস্তারিত পোস্টঃ

সামু ফ্যাক্টসঃ কমেন্ট খরার দিনে একটি আজাইরা পোস্ট

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

সামুকে সাবজেক্ট করে আমার এ পর্যন্ত কোন পোস্ট দেয়া হয় নি। আজ অনেক ভেবেও কোন টপিক না পেয়ে বহুল-চর্চিত এই টপিকে একটি পোস্ট প্রসব করলাম। কারণ, "ব্লগার তকমা ফিরত পেতে চাই" ;) :P



সামু ফ্যাক্টসঃ



১) আপনার নিক থেকে আপনার মাল্টি দ্রুত সেফ হয়। X((





২) সামুতে ডেভেলোপার সাপোর্ট আশা করা আর এরশাদের কথাকে বিশ্বাস করা সমান। :-/





৩) সামুতে রিপোর্ট বাটনটি তখনই কাজ করবে যখন আপনি মডারেটরকে ফোন করে রিপোর্টের বিষয়টা অবহিত করবেন। X(





৪) ভালো পোস্ট এবং বাল্পোস্ট দুটোতেই কমেন্ট কম আসে। :((





৫) সামুতে সব ব্লগাররাই আফসোস করেন "ব্লগটা আগে ভালো ছিল" ;)





৬) মডারেটর যখন ঘুম থেকে উঠেন তখন অভিযোগদাতা এবং অভিযুক্ত দু'জনেই ব্যান খায়। :|





৭) সামুতে সেফ হওয়ার ৭ দিন এবং সাহারা খাতুনের ৪৮ ঘন্টা সমান। :-/





৮) বাংলাদেশের মতই সামুতে সবসময় একটা বিরোধীদল এবং সরকারী দল থাকে। :-*





৯) কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে। ;)B-)





১০) "নোটিশ বক্স" আর "আমার টেমপ্লেটস" অপশন দুটি হলো অবিবাহিত ছেলের বাসায় কনডম রাখার মত। কোন কাজেই লাগে না। :P:P:P:P





স্পেশাল ফ্যাক্টঃ এ পোস্ট কখনোই নির্বাচিত পাতায় যাবে না B-);)





বিঃদ্রঃ এটি একটি নিতান্তই ফান পোস্ট। কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে সিরিয়াসলি কিছু বললে আমি ধরে নেব আপনি পোস্ট টি সিরিয়াসলি পড়েছেন। সিরিয়াসলি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। :P

মন্তব্য ৮১ টি রেটিং +০/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

বেঈমান আমি. বলেছেন: এই কমেন্ট খরার দিনে তোরে দিলাম একটা মুল্যবান কমেন্ট ;) B-)) :P

০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

তামিম ইবনে আমান বলেছেন: আপ্নের কমেন্ট আমি সোনা দিয়ে বান্ধাইয়া রাখুম।



বিঃদ্রঃ আপ্নে তো নোয়াখাইল্লা। সেজন্য কইয়া দিই, এই "সোনা" মানে স্বর্ণ ;) :P

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

জাগতিক ভালবাসা বলেছেন: কথা সত্য।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

খন্দকার আরাফাত বলেছেন: কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে :P ;) B-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

তামিম ইবনে আমান বলেছেন: কথা কিন্ত পুরাই হাছা ;)

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯

সুমন কর বলেছেন: ব্যাপক মজা পাইলাম!! =p~ তবে আরো একটা পয়েন্ট যোগ করতে পারেন। লাইক দেয়া বা পাওয়া দুইটাই যুদ্ধ জয় করার মতো। X(( X((

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১

তামিম ইবনে আমান বলেছেন: আমি একটা লাইকও পাইলাম না পোস্টে

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

মামুন রশিদ বলেছেন: আরো একটা ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: চুখ টিপ দিয়া কি করুম?

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

অনন্যমানুষ বলেছেন: শুধু কমেন্ট দিয়েও শান্তি পাইতেছি না, আবেগের বশে লাইকও দিয়ে দিসি।
ইদানিং আবেগকে সংযত করতে পারছিনা। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

তামিম ইবনে আমান বলেছেন: লাইক জিরু। আপ্নের বাড়ি কি বরিশাল নি? ;)

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

বাংলার হাসান বলেছেন: বিঃদ্রঃ এটি একটি নিতান্তই ফান পোস্ট। কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে সিরিয়াসলি কিছু বললে আমি ধরে নেব আপনি পোস্ট টি সিরিয়াসলি পড়েছেন। সিরিয়াসলি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: আপনাকে সিরিয়াসলি কমেন্ট করার জন্য সিরিয়াসলি ধন্যবাদ :P

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯

বাঁশ আর বাঁশ বলেছেন: :-D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

তামিম ইবনে আমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ বাঁশ ভাই

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কমেন্ট দিয়া খরা উঠানোর চেষ্টা করলাম :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১

তামিম ইবনে আমান বলেছেন: আরো কয়েকটা দিয়া যান :P

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: :):):)

৪ নম্বরে একটু দ্বিমত আছে। কারণ ভালো পোস্টে দেখছি যথস্ট কমেন্ট আসে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩

তামিম ইবনে আমান বলেছেন: বাল্পোস্টেও এখন অনেক কমেন্ট আসে। দেখেন না আমার এই পোস্টে এখন রিপ্লাই সহ ২০ কমেন্ট :P :P

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩

মেহেদী হাসান মানিক বলেছেন: টেকা দেন :P :P :P :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭

তামিম ইবনে আমান বলেছেন: কয় কোটি? ;)

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪

মেহেদী হাসান মানিক বলেছেন: আমি কিন্তু পোস্ট পড়ি নাইক্কা ;) ;) ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

তামিম ইবনে আমান বলেছেন: পোস্ট না পড়ে কমেন্ট করা কিন্ত অন্যায়। মাস্টার সাব বুলে গিয়েছিলেন ;)

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে ফাটাফাটি অবস্থা দেখি ;) ;)


কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে। ;)B-) আমারও এমন মনে হতো, যখন দেখতাম হাত-পা বেঁধে রাখার পরও কেউ কেউ গোপনে দড়ি কেটে পালিয়ে গেছেন ;) একবার একসাথে তিনজন গেলেন- একজন পুরুষ ও ২জন মহিলা- তখন আমি একটা ব্যাপারে নিশ্চিত হয়েছিলাম ;) ব্যাপারটা ভাবে বুঝে নিন ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭

তামিম ইবনে আমান বলেছেন: কি ব্যাপারে নিশ্চিত হয়েছিলেন সেটা বোধহয় বুঝতে পারছি। এবং অই ব্যাপারটা অবশ্যই থ্রীসাম না :-P :-P :-P :P :P :P :P =p~ =p~ =p~ =p~ =p~

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০

ঘুড্ডির পাইলট বলেছেন: সামুতে আইতে ভয় লাগে !

ইদানিং ব্লগ রংবাজের সংখ্যা বৃদ্ধি পাইছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৪

তামিম ইবনে আমান বলেছেন: আমি ভাই চুনোপুটি। তবে রংবাজ আগেও ছিল। এখনও আছে। ভবিষ্যতেও থাকবে। তবে রংবাজ পালটায়, তাদের উদ্দেশ্য পালটায়, বেশভূষা পালটায় ;)

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: মডারেটর যখন ঘুম থেকে উঠেন তখন অভিযোগদাতা এবং অভিযুক্ত দু'জনেই ব্যান খায়। =p~ =p~ =p~ =p~ =p~ =p~


আজাইরা পুষ্ট এ পিলাচ ......।।
টেনশন নিয়েন না ,নির্দিষ্ট বিরতিতে কমেন্ট করে যাব ।খরা থাকবে না

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৭

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৯

তারছেড়া লিমন বলেছেন: মুই আইচি রে ভাই..

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

তামিম ইবনে আমান বলেছেন: আসেন, বসেন, চা'টা খেয়ে যান।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:
খরার সময় পানি ঢেলে গেলাম ;)


=p~ =p~ =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

তামিম ইবনে আমান বলেছেন: ভালো পানি তো? :P

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! দারুন সব পয়েন্ট!! সব গুলাই মন মত দেখি!!! :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

তামিম ইবনে আমান বলেছেন: ;)

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: :D :P :D

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

তামিম ইবনে আমান বলেছেন: :)

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

ইছামতির তী্রে বলেছেন: সামুতে সেফ হওয়ার ৭ দিন এবং সাহারা খাতুনের ৪৮ ঘন্টা সমান। খুব সত্যি কথা। আমাকে ৮ মাস ঝুলিয়ে রেখেছিল।

ব্যাপুক মজা পাইছি, ভাইজান। :) :D B-) ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

তামিম ইবনে আমান বলেছেন: আমি ৯ মাস ২ সপ্তাহ। এর পরের একটা নিক খুললাম অইটা সেফ হইতে লাগছে ৫ মাস। এর পরেরটা ১ সপ্তাহ /:) /:)

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

সুনীল চাঁদ বলেছেন:
পোস্ট নাইস আছে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

তামিম ইবনে আমান বলেছেন: অনেক ধন্যবাদ ব্রো

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

খন্দকার আরাফাত বলেছেন: রেইনি ছাগু বার বার বলত যামুগা গেলামগা। ২/৩ দিন পর আবার ফিরে আসত।

কেউ ঘোষণা দিলে সে নতুন নিকে শুরু করে কারণ তার কিছুটা হলেও লজ্জা আছে। কিন্তু এই বৃষ্টি ছাগুর ক্ষেত্রে একেবারে ব্যতিক্রম। হালায় এমন নির্লজ্জ । অনলাইন থাকা ব্লগারের মধ্যে কোন না কোন সময় তার কোন না কোন মাল্টি থাকবেই।

এই সম্মানিত ব্লগারদের চিনেন?

বৃষ্টি ভেজা সকাল , বৃষ্টি ভেজা সকাল১১ , মাইনাছ, মাথা নষ্ট, মাথা মোটা, পাগলা ঘোড়া সিটিজ, হাসি , কিলার অফ রাজাকার, দুঃস্বপ্০০৭, অপরাজিত একজন , জন্মদিন , মাহাবুব রক্স , চান্দের গাড়ী, খাইরুন ।

৯) কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে প্রমানিত :P :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২

তামিম ইবনে আমান বলেছেন: মাইনাস নিকটা কিন্ত ভালাই হিট খাইসিল :P

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

কালীদাস বলেছেন: আজকে দেখি বারবার ফায়ারফক্স হ্যাং হয়ে যাচ্ছে ব্লগে ঢোকার পর। মাইনাস গেল তিন বছর, এখন দেখি প্লাসও নাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

তামিম ইবনে আমান বলেছেন: আমার জন্য তো ছবি তোলার সিস্টেম ও নাই :(

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

মেহেদী হাসান মানিক বলেছেন: এইডা ত আগে বালপোস্তের হেডকোয়ার্টার আছিল =p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯

তামিম ইবনে আমান বলেছেন:
এতদিন মনে রাখসেন? ;)

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৯

ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
মাল্টি কি জিনিস

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২০

তামিম ইবনে আমান বলেছেন: ফেইক আইডি

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮

দুর্বৃত্ত বলেছেন: কথা কিন্তু ঠিক ঠিক :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

তামিম ইবনে আমান বলেছেন: আপ্নের নামটা পেপার পত্রিকায় অনেক দেখসি। দুর্বৃত্তের হাতে অমুক খুন, তমুক ছিনতাই ইত্যাদি :P

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

সায়েম মুন বলেছেন: ৯) কেউ ঘোষনা দিয়ে আসল নিক থেকে বিদায় নিলে বুঝবেন, তার নতুন মাল্টি সেফ হয়েছে। #:-S
--------বিস্ময়কর একটা উক্তি। সইত্য সইত্য মনে হচ্ছে। এছাড়া বেশীরভাগ পয়েন্ট মনপুত হয়েছে। ;)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

তামিম ইবনে আমান বলেছেন: সত্য কথা মনঃপুত হতেই হবে ;)

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

শিপু ভাই বলেছেন:
ব্যাফুক গবেষণা!!! ++++++++++++

সবগুলাই ঠিক আছে!!!


* কেউ কয়েকমাস ব্লগে না আইলেই তারে ব্লগারের খাতা থিকা নাম কাইট্টা দেওয়া হয়।

*সিন্ডিকেটিং থামাইতে সিন্ডিকেট বানাইতে হয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

তামিম ইবনে আমান বলেছেন: ওই সিন্ডিকেট থামাইতে আবার সিন্ডিকেট বানাইতে হয় =p~ =p~ =p~ =p~

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

মামুন রশিদ বলেছেন: ৮) বাংলাদেশের মতই সামুতে সবসময় একটা বিরোধীদল এবং সরকারী দল থাকে।

মারফি'স ল /:) |-)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩

তামিম ইবনে আমান বলেছেন: বুঝতারছেন তাহলে ;) ;) তবে বর্তমান সরকারীদল হলো সবচেয়ে ফালতু সরকারী দল ;)

৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

আমি তুমি আমরা বলেছেন: ২) সামুতে ডেভেলোপার সাপোর্ট আশা করা আর এরশাদের কথাকে বিশ্বাস করা সমান।

সেরা অব্জারবেশন (y)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ব্রো। :) :)

৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫১

তওসীফ সাদাত বলেছেন: পয়েন্ট গুলা বাস্তব, এ কথাতে ভুল নাই। তবে, চিন্তাধারাতে ভুল থাকতে পারে :P

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

তামিম ইবনে আমান বলেছেন: কার চিন্তাধারা? আপ্নের না আমার না মডূর? ;)

৩২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০১

মামুন রশিদ বলেছেন: সব সরকারি দলই ফালতু । সব বিরোধী দলই চরম নির্যাতিত 8-|


এগেইন মারফি ;)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

এক্স রে বলেছেন: সিরিয়াসলি পোস্ট টা পড়ে সিরিয়াস মজা পাইছি

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ এক্স রে (!) ভাই।

৩৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

মেহেদী হাসান মানিক বলেছেন: মনে না রাইখা উপায় আছে ;) ;) ;) ;) ;)

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮

তামিম ইবনে আমান বলেছেন: আপ্নে তো আমার ভাই (কিপ্টাটা ;) )

৩৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
১০ এ আই'ড লাইক টু ডিফার মেইট ;)

কমেন্ট খরার দিনে শীতকালে গরমের উদ্রেক করবে অমোন পোস্টের জুড়ি নাই || B-))

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

তামিম ইবনে আমান বলেছেন: আপনার মন্তব্য বুঝলাম না। ১০ নাম্বার এ আমি কি বললাম আপ্নে বুঝলেন কি? /:) :-P

৩৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২

তওসীফ সাদাত বলেছেন: মাঝে সাঝে বেশি স্পেসিফিক হওয়া ভালা না :P

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: বেশি স্পেসিফিক সমানুপাতিক শত্রুর সংখ্যা ;)

৩৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: B-)) মজা পাইলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৩৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

দ্যা ডার্ক নাইট বলেছেন: ভালাই লাগলো পইড়া =p~ =p~

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৩৯| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৭

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: ৫ মাস গেল। এখনো সেফ হইনাই।
আমি মডুর দলে...। ;)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

তামিম ইবনে আমান বলেছেন: ;)

৪০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২

চেয়ারম্যান০০৭ বলেছেন: কথা সইত্য :-0

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

তামিম ইবনে আমান বলেছেন: কথা মিথ্যা হইব কেম্নে! আমি তো আর চেয়ারম্যান না :P

৪১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ইহা একখান আজাইরা কমেন্ট ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.