নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আচ্ছা, চা খাবেন নাকি শরবত?

তামিম ইবনে আমান

Carpe diem. Seize the day, boys. Make your lives extraordinary

তামিম ইবনে আমান › বিস্তারিত পোস্টঃ

একটি হাহাহিহি পোস্ট B-) ( অপ্রাপ্তবয়ষ্কের প্রবেশ নিষিদ্ধ :| )

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

১) টিচারকে গালি দেয়ার কারনে স্টুডেন্টের বাবা কে ডেকে আনা হলো অফিসে।



টিচারঃ আপনার ছেলে কে কিসের শিক্ষা দেন বাসায়। সে আমাকে কিছুক্ষন আগে গালি দিল "মাগী" বলে!!

ছেলের বাপ ছেলেকে ডেকে এনে ধমক দিলো, তোর ম্যাডাম অবসর সময়ে কি করে সেটা নিয়ে তোর এত মাথাব্যাথা কেন? :P



২) এক ব্যাক্তির একটি পোষা বানর ছিল। সে বানরটিকে সারাদিন কাধে নিয়ে ঘুরতো। একদিন তার বন্ধুর পিচ্চি ছেলেকে বানরটি দেখানোর জন্য সে বন্ধুর বাসায় গেল।



ওখানে যাওয়ার পর, বানরটি কাধ থেকে নেমে গিয়ে পিচ্চিটির হাতের ক্রিকেট বল নিয়ে খেয়ে ফেললো। সবাই হা করে বানরটির দিকে তাকিয়ে থাকলো। লোকটি বলল, "আমার বানর যেকোন গোল জিনিস দেখলেই খেয়ে ফেলে। খোকা,তোমাকে আমি নতুন একটা বল কিনে দিব"



একমাস পর বন্ধুটি তার বানরওয়ালা বন্ধুর বাসায় বেড়াতে এলো। আসার পর দেখলো, বানরটি সারা ঘরে বিচরন করছে। হঠাত বানরটি টেবিলের উপর থেকে একটি আঙ্গুর নিয়ে নিজের পুটকিতে ঢুকিয়ে দিল। কিছুক্ষন পর আঙ্গুরটি বের করে খেয়ে ফেললো।



বন্ধুটি অবাক হয়ে জিজ্ঞেস করলো বানরের মালিককে, কিরে ভাই! ঘটনা কি?

বানরের মালিক বললো, ঐদিন ক্রিকেট বলটি খাওয়ার পর থেকে সে কোন কিছু খাওয়ার আগে মেপে দেখে, বের হতে পারবে কিনা। :-/:-/





৩) এক ছেলে কম্পিউটারে পর্ন দেখছিল। তার মা সেটা দেখে ফেললো।

ছেলে বললো, কি করবো মা, তোমরা বিয়াশাদি করাও না। তাই এটা দিয়ে কাজ চালাই /:)



দুইদিন পর ছেলে দেখলো তার ল্যাপটপ রুমে নাই। রান্নাঘরে গিয়ে দেখলো ল্যাপটপটি ওখানে এবং তার মা রান্না করছে।

- মা, ল্যাপটপ রান্নাঘরে কেন?

- আমার পুত্রবধুকে রান্না শিখাচ্ছি B-)



৪) এক লোকরে দেখলাম ডাকপিয়নকে চিল্লায়ে চিল্লায়ে ঝাড়ি দিতাসে। জিগাইলাম, ভাই সমস্যা কি?

- কোন সমস্যা নাই। ভয়েসমেইল পাঠাচ্ছিলাম :P







৫) "তুমি দেখতে সুন্দর না" কথাটি জীবনে কয়বার আপনার গার্লফ্রেন্ডকে বলতে পারবেন?

- একবার

- কেন?

- এরপর সে আর আমার গার্লফ্রেন্ড থাকবে না :|







৬) গাড়ী চালানোর ক্ষেত্রে সবচেয়ে কঠিন কাজ কি?

- গাড়ী কিনতে পারা



৭) দোস্ত, আমার মনে হয় আমার বউ পরকীয়া করতাসে।

- কেম্নে বুঝলি?

- সে গতরাতে বাসায় আসে নাই, ফোন করার পরে বলল সে বোনের সাথে রাতে ছিল। কিন্ত আসলে সে তার বোনের সাথে রাতে ছিল না। সে মিথ্যা বলছিল।

- কিভাবে জানলি মিথ্যা বলছিল?

- কারণ তার বোনের সাথে আমি ছিলাম :P:P





৮) একজন পতিতা আর একজন ইয়াবা ব্যাবসায়ীর মধ্যে পার্থক্য কি?

- পতিতা তার প্রোডাক্ট ধুয়ে আবার সেল করতে পারে। :-*







৯) দুই বন্ধু জঙ্গলে গেল ঘুরতে। ঘুরতে ঘুরতে তারা দেখলো একজন মহিলা পুকুরে গোসল করছে।

তাদের মধ্যে এক বন্ধু এটা দেখেই দিল উলটা দিকে দৌড়।



অপর বন্ধু দৌড়ায়া প্রথম বন্ধুকে ধরে জিজ্ঞেস করলো, কিরে ভাগ্লি কেন! দারুন সিন চলতেসিল।

প্রথম বন্ধু- আমার ভাই কইসে, যদি কোনদিন উলংগ মহিলার দিকে নজর দিস তাহলে তুই শক্ত পাথরে পরিনত হবি।

দ্বিতীয় বন্ধু- ধুরু! এটা পুরাই বোগাস কথা!

প্রথম বন্ধু- আরে নাহ। আমি তখন টের পাচ্ছিলাম আমার শরীরের একটা অংশ শক্ত হওয়া শুরু করসিল :P:P:P





১০) এক মহিলা তার মুখের প্লাস্টিক সার্জারি করালো। সে এটা নিয়ে খুব এক্সাইটেড। যাকে দেখে তাকেই নিজের বয়স জিজ্ঞাসা করে।



এটিএম বুথের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মহিলা তার সামনের লোকটিকে জিজ্ঞেস করলো, বলেন তো আমার বয়স কত?

সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বলল, আপনার বয়স আনুমানিক ২৫ হবে।

মহিলা তখন খুশিতে অট্টহাসি দিয়ে বলল, নাহ, আমার বয়স ৪২। আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি।



শপিং মলে ঢুকে কেনা কাটা শেষ করে বিল দেয়ার সময় ক্যাশিয়ার কে মহিলাটি জিজ্ঞেস করলেন, আমার বয়স কত?

ক্যাশিয়ার কিছুক্ষন ভেবে বলল, ২৭?

মহিলাটি বেশ খুশি হয়ে বলল, নাহ। আমার বয়স আসলে ৪২।



বিকেলে হাটতে বের হয়ে মহিলাটি দেখলো পার্কে বেঞ্চে একজন বৃদ্ধ লোক বসে আছে। মহিলাটি ভাবলো, দেখি এই বুড়া আমার বয়স বের ধরতে পারে কিনা।

যথারীতি মহিলাটি বৃদ্ধকে গিয়ে জিজ্ঞেস করলো। বৃদ্ধ বললো, আমার বয়স হয়েছে তো, তাই চোখে ভালো দেখি না। তবে আপনার ব্লাউজ এর ভিতর যদি হাত ঢুকাতে দেন তাহলে আমি আপনার বয়স বলতে পারবো।

মহিলাটি চারিদিকে তাকিয়ে দেখলো পার্ক খালি। আশেপাশে কেউ নেই। ভাবলো, কপালে যাই থাকুক। দেখি বুড়া কেমন চালু!



বুড়া ব্লাউজের ভিতর ১০-১২মিনিট হাত রেখে বিভিন্ন কিছু চেক করে বললো, আপনার বয়স ৪২। মহিলাটি অবাক হয়ে বলল, আসলেই তো! আপনি কিভাবে পারলেন?

বৃদ্ধ লোকটি বলল, আমি এটিএম বুথের লাইনে আপনার পিছনে ছিলাম ;)B-)



১১) একজন মা তার মেয়েকে শিখাচ্ছে- যদি কোন ছেলে তোমার বুকে হাত দেয় তাহলে বলবা "don't" আর নিচে হাত দিলে বলবা "Stop".

এরপর দিন মেয়ে গেল ডেটিং এ। কিছুক্ষন পর মেয়ে চিৎকার করতে থাকলো "Don't Stop! Don't Stop" :P:P:P



মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৩

আমি সাজিদ বলেছেন: হাহাহ। মজা পাইসি। তামীম দোস্ত কেমন আছো ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৪

তামিম ইবনে আমান বলেছেন: ভালো। তোর কি খবর?

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫

ফয়সাল খালাসী বলেছেন: অস্থির হইসে ++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪৫

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

আমি সাজিদ বলেছেন: এইত চলে। তুই ফেসবুকে আমারে ব্লকাইসস নাকি ? :|

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১২

তামিম ইবনে আমান বলেছেন: আরেনাহ। তুই ব্লক করসস। চেক ইয়োর লিস্ট!

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২৬

মোমেন মুন্না বলেছেন: :P :D

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

তামিম ইবনে আমান বলেছেন: :D :D

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৮

কাক ??? বলেছেন: ভাই চরম মজা পাইলাম , ১০ নং টা জটিল হইছে.....+++++++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: :D

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ ছমেৎকার জোক !
হাসতে হাসতে চাপা ব্যাথা হয়ে গেছে , একটু পরে ডাক্তার আসপে :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৫

তামিম ইবনে আমান বলেছেন: নায়লা নাঈম নাকি ভালো দাতের ডাক্তার।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

সেলিম আনোয়ার বলেছেন: !:#P =p~

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২

তামিম ইবনে আমান বলেছেন: :D

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

ইমরান আশফাক বলেছেন: এক কথায় "Don't Stop! Don't Stop"

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৪

তামিম ইবনে আমান বলেছেন: :D

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫

রোদেলা বলেছেন: হা হা হি হি করলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৭

তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ :D

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৯

এনামুল রেজা বলেছেন: প্রথম দুটা পড়ে রেস্ট নিচ্ছি। বাকিগুলা পরে পড়া যাবে.. লুল... :D

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩২

তামিম ইবনে আমান বলেছেন: বাকিগুলো পড়া হয়েছে? :P

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

সাসুম বলেছেন: ডোন্ট স্টপ :D :D :D :D =p~ =p~ =p~ =p~

আমার পরিচিত এক তামীম নামের ছেলেকে তার উপরের পিলাটের ভাবী এই কথা কইছিল ;)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

তামিম ইবনে আমান বলেছেন: ;)

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

আরণ্যক রাখাল বলেছেন: হা হা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯

তামিম ইবনে আমান বলেছেন: :)

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

আমি তুমি আমরা বলেছেন: =p~ =p~ =p~

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৯

তামিম ইবনে আমান বলেছেন: B-)

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩

তাসজিদ বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

arektu holei chair thkee porchilam

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

তামিম ইবনে আমান বলেছেন: হাহাচেতেপগে = হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেলাম :P :P :P

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৭

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: হাসতে হাসতে পেটব্যাথা হয়ে গেছে!!! :D

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮

তামিম ইবনে আমান বলেছেন: :#) :#) :#) :#) B-)

১৬| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৩:১২

হুমায়ুন তোরাব বলেছেন: অশ্লীল,তামীম বায়ু হপে নাহ ।।

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: মজা তো পেয়েচেন দাদা?

১৭| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৮

নিওফাইটের রাজ্যে বলেছেন: হাস্তেইআছি :P B-))

১৮| ২২ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০০

ইখতামিন বলেছেন:
হাহাহাহাহ

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.