![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব যখন এগিয়ে চলে আকাশ জয়ের পথে , আমরা তখন নিকাতলায় ফতোয়া খুঁজি পুখি পুস্তুক চুষে ।
‘গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ
আমার মন ভুলায় রে ।’
গাড়ির ভাতরে হিমেল এই গান বিড়বিড় করে গাইছে ,গন্তব্য ছিল ছেলেবেলা ফেলে আসা গ্রাম বিলাসপুর ।তীব্র এসির বাতাসে আর হালকা ঝাকুনিতে বন্দীযাএী দুইজনে । হিমেল দ্রুত গাড়ির এসি বন্ধ করে ,গ্লাস খুলে প্রাকৃতিক হাওয়া উপভোগ করার আনন্দে মুক্ত পাখির ডানায় ভর করে হাওয়ায় ভাসছে ।
কিন্তু হঠাৎ ছন্দ পতন হল বড় একটা ঝাকুনিতে ।রাগের স্বরে বলল, ড্রাইভার মামা দেখে গাড়ি চালাতে পাড় না ? মুখ গোমড়া করে সেলিম জানালো, মামা গাড়ির চাকা গেছে গা ,আজ আর যাইতে পারমু না আপনার গ্রাম পর্যন্ত । তখন সন্ধ্যা হবে হবে এমন একটা সময় ।টানা এিশ কি:মি: যেতে হবে বিলাসপুরে পৌছতে ।
গাড়ির এই বেহাল অবস্থার অবসান ঘটার জন্য অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে । আর এখানে থাকার জন্য পরিচিত কোন বাড়িও নেই । ড্রাইভারের নিষেধ উপেক্ষা করে হিমেল গাড়িতে ঘুমানোর সিদ্ধান্ত নিল । হিমেল ছিল নির্ভীক আর সাহসী । বিশ্ববিদ্যালয়ে ভূত-প্রেতাত্না আর জ্বিন এর গল্প পচিয়ে পুরাই আসমানে উঠিয়ে রাখত এই দূরন্ত ছেলে । এর জন্য তার বন্ধুরা তাকে কোন ভূতের গল্প শোনাত না । কারন হিমেলের পচানির মাএা ছিল অত্যাধিক । নানান রকম স্ল্যাং আর ব্যান্ডটি চন্দ্রিলের বিদ্রুপাত্নক শব্দ ব্যবহার করত ভূত-প্রেতত্নার গল্প ভালভাবে ফারমেন্টেশন করার জন্য ।যার জন্য তার এক বন্ধুর মন্তব্য ,ভুত তোরে দেখলে পালাবে এটা নিশ্চিত ।
হালকা খাবার কিনে এলেন গাড়িতে ঘুমানোর জন্য গেল আর সেলিম খাবার শেষে বাজারের একটি বেঞ্চে ঘুমিয়ে পড়ল । রুটি আর সবজি খাওয়া শেষে পানি খাওয়ার জন্য বোতল মুখে দিতেই , হিমেলের মনের অন্তরআত্নার চিৎকারে ফেটে পড়ল চারপাশ ।
একি বোতলের পানি শেষ !!!
রাত তখন বারটার মত হবে । চরম পানি পিপাসায় গাড়ি থেকে নামতেই পড়ে গেল ।
খালি বোতল মাটি থেকে উঠিয়ে ,পানি ভর্তি করার জন্য বাজারের দিকে রওনা দিল। পানি ভর্তি করে , মূএ র্বিসর্জন শেষে আবার গাড়িতে ।না এবার আর সময় কাটছে না ।ডিভিডিতে একটা রবীন্দ্রসংগীতের সিডি গুজে দিয়ে ঘুমানোর চেষ্টায় তন্ময় হিমেল । শান্ত সংগীতের মূচ্ছনায় ঘুমঘুম একটা ভাব চলে আসল ।
হঠাৎ গাড়ির গ্লাসে খট খট আওয়াজ !!!
ঘুম যেন ভাঙ্গতেই চায় না । কিছুক্ষণ পড়ে আবারো জোড়ে জোড়ে খট খট আওয়াজ ।আধোআধো ঘুম ভাঙ্গা চোখে তাকাতেই , বিকট চিৎকারে কেপে উঠল গাড়ি । (চলবে)
(বানান ভুল অথবা ব্যাকরণে ভুল কিছু লিখলে ক্ষমা করবেন ,আমি এই দুই বিদ্যাতেই অপরিপক্ক।)
২| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:১১
মোঃ তামিম হাসান বলেছেন: না মাক্স । আমার লেখা কোন কালেই খুব একটা ভাল ছিল না । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২
মাক্স বলেছেন: সুন্দর লিখেছিস রে তামু।
তুই এখনো সেইফ হস নাই?