![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মানুষ হলাম কিসে,
বাস্তবতা কঠিন জেনেও ঘুরে দেখি না,
ভাগ্য ক্রমে,
জন্মে- পেছেছি ভালো পরিবার ,
ফিরে দেখিনি রাস্তার ধারের
শিশুটিকে,
শীতে জির্ন শির্ন হয়ে সুয়ে ছিলো ।।
আহারে,
আমি পায়ের উপর পা তুলে সুয়ে আছি উচ্চা লয়ে,
পারিনী শিশুটিকে ঢেকে দিতে একটি চাদর দিয়ে
এই কি তবে মানুষ্যত???
আমি বলি,
প্রানী করে রেখেছো তারে মানুষ করোনি।
দুটো ভাতের জন্য টুকাই নামে ঘুরেফেরে সারাক্ষণ,
ভেবেছো কখনো,
তাদেরও কি চায়না ভালো ভালো খেতে মন।
আহারে,
আমি যদি ওদের বন্ধু হতাম,
তবে বুঝতাম ওদের মনের অস্থিরতা।
সে কেন হল চোর???
আমার মতই তো ওরাও রক্তে মাংশে গড়া সুন্দর মানব,
তবুও যে হাই আছে পেটের দায়,
চুরি করে ওরা খিদের তাড়নায়।
ভাবো তুমি কি করিতে ঐ অবস্থায়,
আমি বলি,
চোর হয়েছে তারা আমাদেরই কারণে ।
আহারে,
পারিনী তারে আমি একটা পাউরুটি খাওয়াতে।।
আফনান তামিম
©somewhere in net ltd.