নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌহিদুল আমিন

শুরু হোক জীবন নতুন রুপে..

মোঃ আমিন

আমাকে খুজতে চেয়োনা........আমাকে আমার মতো থাকতে দাও। আমার অভিমান আমার ভালোবাসার মতোই শক্ত..

মোঃ আমিন › বিস্তারিত পোস্টঃ

মনপুরা..।

১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩১

সময় যখন যায়, খুব দ্রুত বয়ে যায়, ঝড়ের দিন গুলো বোধহয় এমনি হয়। সব আগল আমরা খুলে ভালোবেসেছিলাম। কোথাও শার্শিতে আমরা ছিটকিনি দেইনি। অনর্গল বলে গেছি ভালোবাসার কথা। বাইরের বৃষ্টি আমাদের যেমন ভিজিয়েছে তেমনি রোদেও পুড়েছি দুজন, মাতাল হাওয়ার বাতাসে উড়ে যাওয়া তোমার চুলের সুবাসে আমি হারিয়েছি কতবার।কত কথাই না হারিয়েছে দুজনের, আজ আবার মনে পড়ে বলা হয়নি অনেক কথা।
এই কথাটা এভাবে বলা যেতো, না না এভাবে....
হাহাহা... এখন আমার নতুন খেলা এটা।

আমরা কি সরে গেছি দূরে? অনেক দূরে?
না না তাকি সম্ভব!
কেন তাই তো মনে হচ্ছে!
উহু তানা, আমরা যাইনি সরে, শুধু কিছু সময় গেছে চলে।

আমি না হয় দাড়িয়ে আছি কোন এক পুবের বিলের পাড়ে মাঝির বেশে; হেটে যাওয়া অনেক্ষানি পথ তুমি কি আবার আসবে ফিরে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২১

শায়মা বলেছেন: ফিরে আসুক সেই তুমি!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

মোঃ আমিন বলেছেন: ফিরে যাওয়ারা ফিরে আর আসতে চায়না শায়মা আপা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.