![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে হ্যাপি রুবেলকে কারাগারে ঢুকিয়েই ছাড়লো। বিষয়টাকে নানাজন নানাভাবে দেখছেন। কেউ ইতিবাচক, কেউ নেতিবাচক, কেউ কোন বাচকই না। আপনি যে বাচকই হোন সবার নিকট আমার একটা প্রশ্ন- বিষয়টাকে যদি আমরা একটু উল্টিয়ে ভাবি তাহলে কি বিষয়টা আদৌ এমন গুরুত্ব পাওয়ার মতো, যা নিয়ে মামলা হতে পারে, পত্রিকায় লেখালেখি্ও হতে পারে?
অর্থাত্ ব্যাপারটিকে যদি এভাবে ভাবি যে, একজন নারী একজনকে পুরুষকে বিয়ে করবে এ প্রতিশ্রুতি দিয়ে সেই পুরুষের সাথে শারিরিক সম্পর্ক স্থাপন করেছে। এরপর সে নারী এ মর্মে বেঁকে বসেছে যে, সে ঐ পুরুষকে আর বিয়ে করবে না। তখনও কি সেই নারীর বিরুদ্ধে এমন গুরুত্বের পত্রপত্রিকায় লেখালেখি আর আদালতে মামলা চলবে??? যদি না চলে তাহলে পুরুষের বেলায় কেন??? পুরুষ হওয়াই কি তহলে রুবেলের অপরাধ??? নারী যদি অধিকারে পুরুষের সমান হয় তাহলে পুরুষ কোন কপালের দোষে অধিকারে নারীর সমান হতে পারবে না?!!!
০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬
নও হেলাল বলেছেন: কেন?
২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮
যোগী বলেছেন:
কারন রুবেল মামলা করলেও ব্যাপারটার গুরুত্ব কমতো না।
০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩
নও হেলাল বলেছেন: তাই? এ শুধু আপনার কল্পনাতেই।
আর যদি বুঝিয়ে থাকেন পদাধিকারের ক্ষমতাবলে, তাহলে তো পদাধিকারবলে অনেক ফালতু বিষয়কেও গুরুত্বপূর্ণ করে তোলা যায়... সেটা বিষয়ের গুরুত্ব নয় পদের গুরুত্ব।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭
নিকষ বলেছেন: ব্লগার যোগীর নিকট থেকে বিশদ পাকনা বক্তব্য শুনতে আগ্রহী, লেখক কর্তৃক বর্ণিত কেস সম্পর্কে। দয়া করিয়া বর্তমান নারী নির্যাতনের আইনের আলোকে ব্যাখ্যা করিবেন কি?
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
নও হেলাল বলেছেন: আমারও জানা দরকার
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১
এসব চলবে না..... বলেছেন: রুবেল মামলা করলে ব্যাপারটার গুরুত্ব কমতো না টাইপের ধারনা খুব হাস্যকর।
আমার ধারনা রুবেলকে বিশ্বকাপে খেলতে দেয়ার পথ সুগম করতেই আপাতত তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২১ তারিখে ব্যাপারটা পরিস্কার হয়ে যাবে।
০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১
নও হেলাল বলেছেন: হাস্যকরই বটে......
বাকী আরেকটু অপেক্ষা করতে হবে শেষ দেখার জন্য।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৪
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: হ্যাপীর আসল উদ্দ্যেশ্যটা কি রুবেল কে বিয়ে করা, নাকি তাকে পর্যুদস্ত করা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে রুবেলকে অপযস্ত করার টার্গেটই হ্যাপীর। কারণ এতো কিছুর পর সম্ভবত রুবেল তাকে আর বিয়ে করতে চাইবে না আর বিয়ে করলেও কি তারা সুখী হবে।
০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০
নও হেলাল বলেছেন: এখানে বিবাহ বহির্ভুত শারিরিক সম্পর্কটাকে যদি আমরা অপরাধ ধরি, তাহলে এই অপরাধের জন্য রুবেল এবং হ্যাপি উভয়েই সমান অপরাধী। আর যদি আপনি এটাকে অপরাধই না ধরেন, তাহলে কেউই এখানে অপরাধী নয়। এমনকি কেউ কাউকে বিবাহ না করলেও। কারণ, কেউ কি দেখাতে পারবে এমন কোন আইন যে, অবৈধ সম্পর্ক মানেই বিবাহ করার বাধ্যবাধকতা।
বাকী থেকে যায় রুবেলের প্রতিশ্রুতি। সবাই জানে যে, বিবাহ চুড়ান্ত হওয়ার আগ পর্যন্ত বিবাহ নিয়ে যত আশ্বাস প্রতি্শ্রুতি দেওয়া হয়, সবই প্রত্যাহারযোগ্য। এমনকি বিবাহের পরও 'বিবাহ' ভেঙ্গে দেওয়ার যোগ্য যদি কোন একজন কোনভাবেই অপরজনের সাথে নিজেকে মানিয়ে না নিতে পারে। কারণ জোর-জবরদস্তির নাম ঘর-সংসার নয়
প্রত্যাহারযোগ্য প্রতিশ্রুতি প্রত্যাহারের দায়ে, আর উভয়ের সম্মতিতে সংগঠিত একটি অবৈধ সম্পর্ককে আমলে নিয়ে একজনকে বিচার হাস্যকর নয় কি?
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১
মাথা নষ্ট সিপাহি বলেছেন: এসব চলবে না এর সাথে আমি একমত কারন এধরনের মামলায় ২০-২৫ দিন ভিতরে থাকলে জামিন সহজ হয় এবং বিচারের রায় শাস্তি না হওয়া পর্যন্ত সে জামিনে থাকতে পারে, তাই ভাবছি এটা রুবেলের আইনজীবির চালাকি।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
জনতার রায় বলেছেন: ইসলামী দৃষ্টিকোণ থেকে দুজনেই সমান অপরাধী এবং ভয়াবহ শাস্তি 'রজম' দুজনেরই প্রাপ্য কিন্তু বাংলাদেশ পেনাল কোড অনুযায়ী শাস্তি কেবল রুবেলের পাবার কথা - বিয়ের লোভ দেখিয়ে ফিজিক্যাল লাভ করার অপরাধে।
কিন্তু প্রকৃত বাস্তবতা হচ্ছে, শাস্তি কারোরই হবেনা, রুবেলকে বরং একটু হয়রানি করা হয়েছে বা হবে, যাতে সাধারণ মানুষের সহমর্মিতা রুবেলের পক্ষে যায়।
সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা হবে, তা হচ্ছে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ দলের অংশ হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এক নোংরা ব্যাভিচারি - যেটা সহ্য করাই সবচেয়ে কষ্টকর ব্যাপার।
১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৯
নও হেলাল বলেছেন: যতদূর জানি রজম বিবাহিত ব্যাভিচারীর জন্য, অবিবাহিত ব্যভিচারী কিংবা ব্যভিচারিনীর জন্য নয়।
৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮
মিথ্যে বল না বলেছেন: হ্যাপি যতটুকু ঘটনাকে প্রসার করেছে, অামার মনে হয় এতে, বিয়ে হলেও তাদের মধ্যে সহমর্মিতা থাকবে না। যদি বিয়ের লোভ দেখিয়ে তার সাথে এরকমই করে, তবে হ্যাপি কেন লোভী হল? --অামার ক্ষুদ্র জ্ঞানের ধারণা..
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২
যোগী বলেছেন:
কোটি টাকার প্রশ্ন না এটা, এটা একে বারেই ফালতু প্রশ্ন।