নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিনিয়ন্ত্রিত

তানীম আব্দুল্লাহ্

তানীম আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

ভোজ্যতেলের দাম বাড়লেও অন্য শহরে কিছুই আসে যায় না ।

০৮ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৩

ভোজ্যতেলের তেলেসমতি শুরু হয়ে গিয়েছে । গতকাল থেকে বাজারে তেল নাই । আবার এই আছে এই নাই । তাও আমি চেষ্টা করছি গুজব না ছড়ানোর । আপনারাও গুজবে কান দেবেন না । এক লিটারে ২৫০/৩০০ টাকা হয়ে যেতে পারে কিন্তু । সেই যে পিয়াজ কাহিনীর মতো । তখন গুজব ছড়িয়েছিল ভারত থেকে পেয়াজ না পাওয়ায় । জীবনে আর পেয়াজ খাওয়া হবেনা ভেবে বেশি দামে আমিও পেয়াজ খেয়ে নিয়েছিলাম ।

আমাকে কিছু বলার আগে, গুজব রটনাকারী বলার আগে বাজার ঘুরে আসুন । বুজবেন । তবে আমার মনে হয় ঢাকায় বাজার ঠিকঠাক থাকে । ঢাকায় দুই প্রকার মানুষ থাকে ধনী আর গরীব । ধনীদের টাকা আছে তেল কেনার , গরীবরা ন্যায্য মূল্যের ট্রাকের তেল কেনে । ঝামেলায় আছে চার বিগ সিটির (ঢাকা, চট্টগ্রাম , সিলেট ,নারায়ণগঞ্জ ) বাহিরের মানুষ । এদের ঝামেলা কারো দেখার টাইম নাই । এই স্মল সিটির মানুষের জন্য ন্যায্যমূল্যের পণ্যের কোনো ট্রাক আসে না , সারাদিন রাস্তায় ধুলো উড়লেও কোনো খবরে আসে না । শুধু পণ্য ঢাকার দামে কিনে খেতে হয় । কিন্তু সরকারী চাকুরী বাদে বেতন আপনাকে ঢাকার মতো দেয়া হবে না । সরকারী চাকুরী করলেও ঘুষও ঢাকার মতো পাবেন না। বিদ্যুত বিল পানি বিল গ্যাস সিলিন্ডার বাস সিএনজী ভাড়া প্রায় একই , এমনকি রিক্সা ভাড়াও সেই মেগাসিটির মতো হয়ে যাচ্ছে। ঢাকায় মিনিমাম ২০ টাকা , এ শহরে আপাতত ১৫ টাকা ।

আর কয়েকটা দিন পরে বাজারে টমেটো শশা থাকবেনা । ঢাকায় ঠিকই পাবেন । নেটের লাইনে ১০০০ টাকায় ২০ /৩০ এম বি পি এস স্পিড ঢাকায় পাবেন । এখানে ওই একই নোটের বিনিময়ে পাবেন সর্বোচ্চ ৩/৫ এম বি পি এস স্পিড । চাল এখানেই উত্পাদন হবে , ঢাকায় নিয়ে যাবার খরচও হবে, তারপরেও ঢাকার দামেই আমাদের চাল কিনে খেতে হবে । এভাবেই ডিম দুধ পোল্ট্রি সবশেষে মাছ ও !

বলতে পারেন সবজি ইত্যাদি ফ্রেশ পাওয়া যায় । পাবেন, তবে আপনাকে সকাল সকাল বাজারে যেতেই হবে । প্রতিদিন সকালে বাজারে যেতে হবে । তবে দাম কিন্তু মেগা সিটির ফ্রেশ পণ্যের মতোই। এটাও কমে যাচ্ছে। ভোরের ঢাকাগামী সাধারণ বাস দামী বাসের মাথায় ফ্রেশ সবজির বহর দেখেছি । পাচ ছয় ঘন্টায় ঢাকায় পৌছেও তারা ফ্রেশ থাকে ।

হয়তো তেলের দাম বাড়বে কিন্তু কমবে না। ছোট শহরে থেকে গুজব ছড়ানোর দায় নিতে পারবো না । বিশেষ করে জিয়াউর রহমানের জন্মস্থানের শহরে বসবাস করে এইসব ঝামেলায় জড়ানোর ইচ্ছে সাহস কোনটাই নেই । করতোয়া , যমুনার তীরের এই বসতির মানুষরা গত ১৪ বছর অনিচ্ছাকৃত এক অভিশাপের আগুনে পুড়ছে । আবার বন্যায় ভাসবে , শীতে কেপেছে ।

বিকেলের বাজারে মুদিদোকানি দুই লিটার সয়াবিন তেলের বোতলের সাথে দুইটা ভিম বারের টাকা নিয়ে , ভিমবার হাতে ধরিয়ে দিয়ে আগামীকাল খুব খুব সকালে তেল নিয়ে যেতে বলেছে ।

রাত ভোর হলেই চুপ চুপ করে আমার ভাগ্যের তেল আনতে যাচ্ছি , আর আপনি ?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: দাম বৃদ্ধি নিয়ে কথা বলেছেন, ইনফ্লেশন শব্দ ব্যবহার করেন নাই?! এ বিষয়ে কিন্তু একটা পোষ্ট এসেছিলো!

ধনী (মূলত ব্যবসায়ীরা) পন্যের দাম বাড়ার সাথে সাথে তাদের বিক্রয় যোগ্য পন্যেরও দাম বাড়াচ্ছে। গরবী (একদম নিচের দিকে যারা) তারাও তাদের সার্ভিস চার্জ বাড়াচ্ছে সব কিছুর দাম বাড়ার সাথে সাথে।

বিপাকে পড়েছে মধ্যবিত্ত। এদের বিপাক সব সময়ই। না আছে বাড়তি ইনকাম, না পারে সার্ভিস চার্জ বাড়াতে। যে ইনকাম ছিলো তাই আছে; এদিকে সব কিছু কিনতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছে!

০৯ ই মার্চ, ২০২২ রাত ১২:০৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মার্কেট কারসাজির সাথে এসবের কোনো সম্পর্ক খুঁজে পাইনা যে !

২| ০৯ ই মার্চ, ২০২২ রাত ১:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সয়াবিন এর বিকল্প কি নাই?

০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সরিষার তেল সূর্যমুখীর তেল আছে । কিন্তু সয়াবিন হোক আর যেই ভোজ্যতেলই হোক , মার্কেট আউট করে রাখলে হবে ?

৩| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:১১

জুল ভার্ন বলেছেন: গত এক যুগে দেশ থেকে মধ্যবিত্ত আর নিম্নমধ্যবিত্ত শ্রেনী হারিয়ে গিয়েছে উন্নয়নের যাতাকলে। এখন নতুন একটা শ্রেনী উদ্ভব হয়েছে- সেটা হচ্ছে শাসক শ্রেণী। তাদের সহযাত্রী উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেনী টিকে আছে উল্লেখিত দুই শ্রেনীর সেবা করতে।।

০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শাসক শ্রেণী ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে , দেশের বাকি অঞ্চলে প্রজাদের বসবাস !
ধন্যবাদ ভাইয়া ।

৪| ০৯ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: গত বছর পেঁয়াজের দাম বেড়েছিলো। এ বছর তেলের দাম ব্বেড়েছে। কয়েক দিন কষ্ট হবে। এই তো।

০৯ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কি একটা অবস্থা দেখেছেন ভাইয়া !
কয়েকদিন তরকারী ভাজা পোড়া না খেলে যে উপকার হয় সেটা বোঝেনা ।

৫| ২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৩১

জটিল ভাই বলেছেন:
তেলের তেলেসমাতিতে তেলতেলে সব!
সয়াবিন এখন ধ্যান জ্ঞাণ :(

২৩ শে মার্চ, ২০২২ রাত ১২:০৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: তেলের দাম কমার কথা ৩০ থেকে ৩৫ টাকা সেখানে কমেছে ৮ টাকা।
মেগাসিটিতে এসে শরীরের চর্বি ও কমছে।
বুঝিনা প্রিয় সহমত নেতাদের যে তেল দেব তার যোগান আসবে কথা থেকে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.