নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিনিয়ন্ত্রিত

তানীম আব্দুল্লাহ্

তানীম আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত আমির হামজা।

১৬ ই মার্চ, ২০২২ রাত ১১:০৭

ব্লগে খোজ করছিলাম এই টপিকে কোনো পোস্ট আছে কিনা । না পেয়ে হতাশ হতে না হতেই দেখি প্রথম আলো বলছে তিনি নাকি দন্ড প্রাপ্ত আসামী ছিলেন । জেনে নেওয়া যাক তিনি কি কি ছিলেন

১। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন।
২। তিনি সাহিত্যিক ছিলেন । মাত্র দুইটি বইয়ের রচয়িতা কবি আমির হামজা। বইয়ের নাম 'বাঘের থাবা' ও 'পৃথিবীর মানচিত্রে একটি মুজিব' ।
৩। তিনি বি এন পি করতেন।
৪। খুব ভালো গান গাইতেন , জিয়াউর রহমানকে নিয়ে অনেক গান করেছেন ।
৫। খুনের মামলার ১ নম্বর আসামী ছিলেন । যাবজ্জীবন সাজা প্রাপ্ত হবার পর তিনি ৫/৭ বছর পর ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সরকারের সাধারণ ক্ষমায় জেল থেকে ছাড়া পান।

প্রিয় আওয়ামিলিগ সরকারকে এমন ভূগোল ইতিহাস বুঝিয়ে , বোকা বানানো কি খুব সহজ হয়ে গেল ? স্বাধীনতা পুরস্কার যারা দেয় তারা এইকাজ কেমন করে করতে পারলো ? কেন তারা সরকারকে হেয় করে চলেছে?

কেন যেন মনে হয় এসব আসলেই খুব সোজা।

যাই হোক , উক্ত আমির হামজা এখন মৃত , মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জনগনের কাছে এসব ভুলের জন্য সরি বলা উচিত ।

অবশ্য তারা এর পেছনে বিএনপির ষড়যন্ত্র আছে বলে প্রেস নোটিশ দিতে পারে।

প্রিয় ব্লগে এ নিয়ে কেউ কিছুই বলেও না। জানতে চাই ইউটিউবে বাংলাদেশের সিঙ্গাপুরের ভিডিও দেখে আনন্দিত হওয়া ব্লগাররা কি বলেন।



কি দিন আসলো , জাতির শ্রেষ্ট সন্তানদের নিয়ে এসব ছেলে খেলা করে মুক্তিযোদ্ধারই মন্ত্রনালয়।


মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
কোটি কোটি টাকা ঘুশ দিয়ে কি পরিমান বেনপি-জাশি রাষ্ট্রের প্রশাসনে, ক্ষমতাসিন দলে ঢুকে পড়েছে সেটা এখন ভালভাবেই বোঝা যায়।
এখুনি সময় টাকাগুলো রেখে এইসব আবর্জনা গুলোকে লাথি দিয়ে বের করে দেয়ার।

১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পারবে কি প্রিয় আওয়ামিলীগ লাথি দিয়ে ওদের বের করে দিতে !

২| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: সব লন্ডনে বসে তারেক জিয়ার ষড়যন্ত্র।

১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: তারেক বস পাবলিক ! বলছেন !

৩| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: আমির হামজা বঙ্গবন্ধুর গুণগান করেছেন তার দুটা বইয়ে।

১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বই না পড়েই জনতা তার সমালোচনা করে চলেছি , এটা উচিত নয় !

৪| ১৭ ই মার্চ, ২০২২ রাত ২:০৮

এপোলো বলেছেন: বর্তমান সরকারের সহনশীলতার বড়ো একটা উদাহরণ হলো এই স্বাধীনতা পুরস্কার।
কাগজে কলমে লেখা নিয়মানুসারে এই পুরস্কার এ সরকারি কোনো ভূমিকা থাকার কথা না। গুণীরা পুরস্কার পাবে, আমলারা এইসব গুণীদের মনোনয়ন দেবে। কে কোন দলের রাজনীতি করে সেটা বিবেচনায় থাকার কথা না। মনে রাখতে হবে, আমলারা কিন্তু অরাজনৈতিক। ওরা BCS দিয়ে চাকরি নিয়েছে, রাজনীতি করে নয়।
কিন্তু তারপরও আমির হামজা কোন দলের রাজনীতি করছে সেটা নিয়ে বিস্তর আলোচনা হওয়ার মাধ্যমেই বুঝা যায়, স্বাধীনতা পুরস্কার সরকারি প্রত্যক্ষ নির্দেশনাতেই বাস্তবায়ন হয়। আওয়ামীলীগ সরকারের সরাসরি নির্দেশেই এই পুরস্কারের প্রার্থী মনোনয়ন এবং চূড়ান্ত করা হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ থাকলো না।
সরকারের এরকম সরাসরি নির্দেশে বাস্তবায়িত স্বাধীনতা পুরস্কারের তালিকায় বিএনপি'র একজন প্রাক্তন রাজনীতিবিদের নাম থাকা বর্তমান সরকারের সহনশীলতারই পরিচয়। একটা সরকার কিরকম উদার হলে বাংলাদেশের মতো একটা দেশে বিরোধী রাজনীতিকের এরকম একটা রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া সম্ভব সেটা কি চিন্তা করা যায়? আর আমির হামজা কিরকম মেধাবী সেটাও চিন্তা করে দেখেন, মাত্র দুইটা বই লিখছে, তাতেই এই স্বীকৃতি। বাকি আর কয়েকটা বই লিখলে তো নোবেলও পেয়ে যেত। উনার মৃত্যুতে দেশের বিরাট ক্ষতি হয়ে গেলো।

১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৩

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এপোলো ভাইয়া ,
এমন সহনশীল মন্তব্যে শুকনো ধন্যবাদ জানানো ছাড়া আর কিছুই বলতে মনে সায় দিচ্ছে না ।
জয় বাংলা ।

৫| ১৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৩

জুল ভার্ন বলেছেন: অবাক হবার কিছু নাই, আমলা নির্ভর জনবিচ্ছিন্ন সরকার এমনই করে।

১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ভাইয়া , আপনি যেখানে অবাক হচ্ছেননা সেখানে যে কোনো প্রজন্ম কোনো প্রশ্ন তুলতেই ভয় পাবে ।

৬| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১১

নিমো বলেছেন: রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে স্বাধীনতা পদকের প্রবর্তন করেন।বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পুরস্কারের প্রবর্তক ।

মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরণোত্তর বিজয়ী
(প্রত্যাহার কৃত)

=p~ :-P :P

১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: নিমো ভাইয়া ,
আপনার মন্তব্য অন্তরের চেতনা ও স্বপ্ন ধারণের পরিপন্থী !

৭| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৮

প্রামানিক বলেছেন: যেভাবেই হোক আমাদের মেনে নিতে হবে

১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাইয়া।
আমি আপনি তাই করেই চলেছি ।

৮| ১৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুঁজে খুঁজে যোগ্য লোকদের পুরস্কার দেওয়া উচিত গুণীর কদর না করলে গুণী জন্মায় না।

১৭ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: গুনীজন জন্মাবে ভাইয়া
আশা রাখি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.