![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন অবাক পাথর খুড়ে দেখি
শেওলা জমেনি কোথাও
আছে তেমন-ই যেমন ছিল বহুকাল আগে
তুমি ও খুঁজে দেখো
খুড়ে দেখো-বুকের অতলন্তিকা জুড়ে
শুধু মাংস ই ছিল না,হৃদয়ও ছিল কিছুটা
স্মৃতির কালো পাথর মোড়ানো
বেদনার গলিত লাভা তে জড়ানো |
তবু বাহিরে বৃষ্টি অনিবার
ভেতরে হৃদয় মাতাল মরুভূমি!!!
©somewhere in net ltd.