![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুইজন টেরোরিস্ট বার এ বইসা আলোচনা করতাছে।
বারটেন্ডার পাশ থিকা শুইনা জিজ্ঞাসা করলো "আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন?"
টেরোরিস্টদের একজন উত্তর দিলো "আমরা পরিকল্পনা করছি যে
আমরা আগামী সপ্তাহে ১৫ হাজার মানুষ আর একটা গাধা মারবো। "
বারটেন্ডার বললো "কেন কেন? গাধা মারবেন কেন?"
তখন এক টেরোরিস্ট অন্যজনকে বললো "দেখছিস ১৫ হাজার মানুষের ব্যাপারে কারো চিন্তা নাই। "
আফগানিস্তান, আলজেরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো, ইথিওপিয়া, ইন্ডিয়া, ইরাক,
ইস্রায়েল, লিবিয়া, মালয়েশিয়া, মালি, মোজাম্বিক, মায়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপিন্স, রাশিয়া,
সোমালিয়া, সুদান, সিরিয়া, থাইল্যান্ড, টার্কি, উগান্ডা, ইউক্রেইন্ আরো সব দেশে আজ ও যুদ্ধ চলছে, প্রতিদিন মানুষ মরছে।
আমার কাছে সব যুদ্ধই বড় বাজেট এর সন্ত্রাসী কার্যক্রম।
দাবি আদায়, সংগ্রাম, শ্রেণী বিভক্তি, শোষণ, মশাল মিছিল, শান্তি রক্ষা এইসব, সব যুদ্ধের অজুহাত মাত্র।
মানুষের মৃত্যু মানব জাতির জন্য শান্তি আনতে পারে না।
কত হাজারে মানুষ মরছে প্রতিদিন যুদ্ধে,
আমাদের দায় নেই খবর রাখার।
আমরা ভাবছি গাধা কেন মরবে?
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
বোকা পাখি বলেছেন: এসব ভেবে কি হবে বলেন? যাওয়াটা তো ঠেকানো যাচ্ছে না আর কোনোভাবেই।
২| ১৬ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
বর্তমান নৈরাজ্য নিয়ে লিখতে চাচ্ছেন, হয়তও; তবে, লেখার লেজ মাথা নেই।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
বোকা পাখি বলেছেন: লেজ মাথা খোঁজার চেষ্টা করার জন্য ধন্যবাদ
৩| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩৫
সংশয়ী বালক বলেছেন: লেখাটার মূলভাব ধরতে পেরেছি, চমৎকার লেগেছে।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
বোকা পাখি বলেছেন:
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
বোকা পাখি বলেছেন:
ধন্যবাদ। সমমনা মানুষ পড়ছে তাতেই আনন্দ, এর সংখ্যা একজন হলেও লিখা সার্থক।
৪| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১৮
ইউনিয়ন বলেছেন: ভাল বলেছেন। কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে ছেড়েছেন। যেটা সবার নজরে আসছে।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
বোকা পাখি বলেছেন: নজরে আসার জন্য অনেকেই অনেক কিছু করছে, আমি কিছু না হয় ছেড়ে গেলাম
৫| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: কি বলতে চেয়েছেন হয়তো কিছুটা বুঝেছি। ভাল থাকবেন।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
বোকা পাখি বলেছেন: লেখা সার্থক হলো ।
৬| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৮
অতঃপর হৃদয় বলেছেন: বুঝেছি কিছুটা।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
বোকা পাখি বলেছেন: বাকিটা অন্য কোনো লিখাতে বোঝাতে পারবো আশা রাখি।
৭| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
লেখাটার মূলভাব খুইজ্জা কোন কিছুই হাসিল হইবে না।
মানুষ মারতে পারলে মেলা সোয়াব।
১৫ হাজার মারলে বোনাস সহ মেলা মেলা সোয়াব।
আত্নঘাতি সহ মারতে পারলে তো বাম্পার! বোনাস সহ সংগে সংগে ডাইরেক্ট জান্নাতুল ফেরদৌস।
যারা বলে আত্নহত্যা মহাপাপ - সে একটা গাধা।
১৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
বোকা পাখি বলেছেন: হেহেহেহে
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৭ ভোর ৬:১০
তৌহিদ ইসলাম রোবন বলেছেন: এর মধ্যে শুরু হয়েছে আত্মহত্যার মিছিল.. যাচ্ছে তো যাচ্ছেই