![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার অনেক কবিতারে
মইরে জাইতে দেইখেও চুপচাপ থাকি!
তার মানে এই না যে
আমার ভিতরে আমার কবিতার মৃত্যুতে
আমি বিচলিত না।
কবিতার হাত পা মাথা মগজ হৃদপিন্ড
যা আছে, আরো আছে কলিজাও,
ফুসফুস, অন্ডকোষ, বুক, যোনী, মুখ
এবং চোখ এর সবি আছে কিন্তু তা যে
মানুষের মত না তা মানুষের মত দেখতে
অনেকেই বুঝে না।
কবিতার জন্ম আছে প্রসব বেদনার মত,
তাই তার মৃত্যুও আছে,
হয় অবধারিত,
মানুষের মত না হওয়ার কারন
কবিতার কোন ডাক্তার নাই,
থাকতে ও নাই মনে করি।
এইযে কবিতা পইরে যে আরাম আর
লেইখে যে প্রসব বেদন তা বুঝতে হলি পরে
কবিতার বনে বাদারে খালি হাটলেই চলে না,
ভালো অন্তত কিছুটা বাসতে তো হয়!
তবে যাদের বিশ্বাস নাই তবে ভালোবাসা আছে
তাদের কবিতা পড়া আর বেশ্যাবাড়ি যাওয়া
একি রকম বলে আমি ধরে নেই।
তাই এই ধরনের মানুষ থাকি আমি
দূরে দূরে থাকার মতো করি কাছে রাখি দেই,
যার ফলে এদের আর আমার মধ্যে একধরনের
বিশ্বাসহহীন ভালোবাসার জন্ম হয়-
যার কারনে বেশ্যাবাড়ি না গিয়াও
আমি বেশ্যাবাড়ি যাওয়ার অভিজ্ঞতা লাভ করতে থাকি।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
ধ্রুবক আলো বলেছেন: বুঝলাম না!