নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

নষ্টছেলে তানিম

আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত

নষ্টছেলে তানিম › বিস্তারিত পোস্টঃ

বন্ধ করুন এ প্রহসন !!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

কি দরকার রিয়েলিটি শো গুলোতে বিচারক রাখার? চ্যানেল নাইন এ পাওয়ার ভয়েস দেখলাম । বাঘা বাঘা বিচারক রুনা লায়লা , বাপা মজুমদার আর ইমন সাহা । গ্রুপিং রাউন্ড চলছে মনে হয় । প্রত্যেক ২ জন এ ১ জন থাকবে এক জন বাদ যাবে । এসএমএস ভোটিং ও আছে । একটা ছেলে আর মেয়ে এক গ্রুপে , বিচারকের রায়ে ছেলেটা পেল ৬৩ আর মেয়েটা পেল ৫৭ বলেন তো কে থাকবে ? হা ঠিক ই ধরছেন মেয়েটাই থাকবে । দর্শক দের ভোটে ছেলেটা পায় ৫০০০ + আর মেয়েটা পেয়েছে ৪২০০০+ ভোট । ছেলেটার কথা বার্তায় বুজলাম খুব ই গরীব মেয়েটা বেশ বড় লোক । ছেলেটার ভোট গুলারে আসল মনে হল আর মেয়েটার ভোটের ব্যাপার কি হল তা নিয়ে গত ২ দিন আগে আগে একটা স্ট্যাটাস দিছিলাম । আচ্ছা এখন প্রশ্ন হল যদি এসএমএস এই প্রতিভা নির্ধারণ হল তাহল্য ওখানে বিচারকের কি দরকার? সবাই স্টেজে গান গাবে আর এসএমএস ভোট চাবে, যার টাকা বেশি অথবা বেশি ভোট পাবে সেই হবে সেরা প্রতিভা ......... আমার একটাই দাবি বিচারক বিহীন একটা প্রতিযোগিতা চাই । অথবা সেই প্রতিযোগিতা যেখানে এসএমএস থাকবে না.........

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

বইয়ের পোকা বলেছেন: লোক দেখানো বিচারক X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.