নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

নষ্টছেলে তানিম

আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত

নষ্টছেলে তানিম › বিস্তারিত পোস্টঃ

এবার বরিশালের বন্ধুরা নিজ জায়গা থেকে প্রতিবাদের সময় আসল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

প্রহসনের এই রায় মানি না, মানবো না...বরিশাল এর আমতলা মোড়ের বিজয় বিহঙ্গ হোক আমাদের বরিশালের শাহাবাগ।



প্রহশনের রায় চাই না , চাই না সান্ত্বনার রায়, লক্ষ শহীদদের রক্তে বাংলার মাটি লাল সেই লালে রাজাকারের হাঁটার বেচে থাকার অধিকার নাই .

যারা বরিশাল আছেন আমাদের সাথে অংশ নিন প্রতিদিন সন্ধ্যা ৬ টায় ।

Click This Link

যুদ্ধ চাই নতুন যুদ্ধ ।। অস্র নয় প্রতিবাদে, কথায়, বরিশালের আমতলা মোড় বিজয় বিহঙ্গ । বিজয় বিহঙ্গ হোক বরিশালের শাহাবাগ । চলে আসুন অস্র নয় সাহস নিয়ে, কণ্ঠ নিয়ে ... অপেক্ষায় আছি আমরা প্রতিদিন সন্ধ্যা ৬ টায়

ফেসবুক ইভেন্ট এ জয়েন করুন

Click This Link



মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক চুপ করে থাকা হয়েছে আর না । মনে রাখবেন গুটিকয়েক রাজনীতিবিদদের চেয়ে জনগনের সংখ্যা অনেক বেশি । প্রয়োজন শুধু ঐক্যমতের আর সংগঠিত করার । ওইসব নোংরা কীটদের কলজে কাপিয়ে দিতে হবে । প্রতিবাদ চলুক রাজপথে ।+++++++++

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

নষ্টছেলে তানিম বলেছেন: অপূর্ণ হা ভাই কিন্তু এই প্রতিবাদ টা সব অন্যায়ের বিরুদ্ধে হতে হবে ...। তাঁর ই প্রথম পদক্ষেপ ... আপনি যদি বরিশালের বাসিন্দা হন আপনাকে আমন্ত্রণ ...

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

অবয়ব বলেছেন: ভাই আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। আমি বরিশালের পোলা। আজকে শাহবাগ ছিলাম। বরিশাল থাকলে হয়ত আপনাদের সাথেই থাকতাম।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

নষ্টছেলে তানিম বলেছেন: ভাই ধন্যবাদ ... আপনাদের মানসিক সাপোর্ট ও আমাদের জন্য অনেক

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

রাইসুল সাগর বলেছেন: াজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।

সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।

বাংলা মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।

আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই। X(( X(( X(( X(( X(( X(( X((

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

নষ্টছেলে তানিম বলেছেন: ফাঁসি চাই...।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

খুব সাধারন একজন বলেছেন: সারা বাংলায়। সারা বাংলায় চাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

নষ্টছেলে তানিম বলেছেন: শুরু করতে হবে নিজ জায়গা থেকে

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

একজন আরমান বলেছেন:
এত আন্দোলনের পরেও যদি রাজাকারগুলার ফাঁসি না হয়..... তবে আমি আমার ফাঁসি চাই।


আরে ব্যাটা তুই সামুতে আর আমি জানি ই না !
তোরে মাইর লাগামু আমি।
তুই কি জানিস যে আমি বরিশালে কিছুদিন আগে এন্টি-রেপ প্রোগ্রাম কইরা আসলাম?
তোরে পাইলাম ই না তখন।
যাই হোক এখন থেকে পাবো আশা করছি।
সাথে আছি দোস্ত। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

নষ্টছেলে তানিম বলেছেন: দোস্ত ছিলাম সামু তে কিন্তু রেগুলার না হয়ত হব । এন্টি-রেপ প্রোগ্রাম টা পাইছি বুত অন্য কাজের জন্য ওইটায় সাড়াশব্দই দেই নাই । কিন্তু মানসিক সাপোর্ট ছিল

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

আমিনুর রহমান বলেছেন: সারা দেশে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ুক।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই দাবী হওয়া উচিত রাজাকার এবং ছাগু মুক্ত দেশ চাই ।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

একজন আরমান বলেছেন:
ওকে।
আশা করছি এখন থেকে পাশে পাবো সব সময়। :)

আর পারলে বরিশালের আপডেট নিয়ে একটা পোস্ট দে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.