![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
আমি রাজকার বিচারের আন্দলনে ছিলাম প্রথম থেকেই । তারপরও আমাকে মাঝে মাঝে প্রমান করতে হয় আমি নিরপেক্ষ । না তা নিয়ে আমার আফসোস নাই । সংবাদ শিরোনামে দেখলাম ব্লগার রাজিব এর জানাজা হবে বাদ আছর । মুসলমান হিসেবে অবশ্যই আমার কথা বলার অধিকার আছে (যদিও আমারে কেউ কেউ চাগুর দলে ফালানর চেষ্টা করবে) রাজিবের যতগুলো ব্লগ পরছি তাতে একটা কথাই ক্লিয়ার হইছে ও ছিল নাস্তিক । একটা নাস্তিকের জানাজা পরানোর কোন প্রয়োজন বা ফযিলত আদৌ আছে আছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকে । তাই আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তাদের কেউ কেউ সাহাবাগে নেতৃত্ব পর্যায়ে আছেন তাদের কাছে মুসলমান হিসেবে অনুরোধ বিষয়টা চিন্তা করে পদক্ষেপ নিন ।স্রদ্ধা জানাতে চান ভাল অন্যভাবে স্রদ্ধা জানান আমরা শহীদদের ফুল দিয়েও স্রদ্ধা জানাই শে ভাবে জানালে মনে হয় তার আত্মা বেশি শান্তি পাবে ......
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
নষ্টছেলে তানিম বলেছেন: tools>option>content use solaiman lipi from your font list....আশা করি ভালভাবে দেখতে পাবেন
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: সহমত
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ভাইজান ঘটনা হচ্ছে ও বলে যাই নাই যে ওর জানাযা না পড়তে, ত ও যদি কোনো গুনাহ্ করে থাকে তার বিচার আল্লাহ করবেন, যেমনটা সবারটাই আল্লাহ করবেন তারটাও আল্লাহ করবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
নষ্টছেলে তানিম বলেছেন: ভাই শাহাবাগ যান । আন্দোলন নিয়ে আমার কোন কথা নাই । যদিও কিছু প্রশ্ন আছে একজন শাধারন মানুষ হিসেবে । কিন্তু এ খানে একজন নাস্তিকের জানাজা নিয়ে আমার দ্বিমত আছে ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
এ্যানড্রোমিডা বলেছেন: কে নাস্তিক আর কে আস্তিক সেটা বিচার কারবেন মহানা অল্লাহ পাক, আমরা নই। আসুন আপাতত রাজাকার নিধনে মনযোগী হই। শহাবাগ অন্দোলনের প্রথম শহিদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারিনা। জামাত-শিবির ওদের কফিনের শেষ পেরেকটা ঠুকলো নিজের হাতেই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
নষ্টছেলে তানিম বলেছেন: ভাই আল্লাহ তার প্রতি অবিশ্বাসীদের জানাজা পরার কথাও কোথাও বলেন নাই বরং নিষেধ করছেন
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
মুহাম্মাদ আলী বলেছেন: কিসের নাস্তিক ছিলো সে।আমি একবার এক ইন্ডিয়ান হিন্দুকে কাফির মহাসিন নিয়ে লিখেছিলাম যে ইন্ডিয়াতে থেকে নাস্তিকতার ভেক ধরে বাংলাদেশ এবং ইসলাম ধর্ম নিয়ে লেখালিখি করে।তার সাথে এই থাবা নামের লোকের ছিলো খুব ভাল সম্পর্ক।এমন কি আমি নিজে দেখেছি তাকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছে
এখানে
সেই ইন্ডিয়ান হিন্দুটার প্রপিক পর্যন্ত সে পছন্দ করে দিয়েছিলো এখানে
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
ডাব্বা বলেছেন: @এ্যানড্রোমিডা : কে নাস্তিক বা আস্তিক সে বিচার আমরাও করতে পারি। আমি যদি সৃস্টিকর্তায় বিশ্বাস না করি আমি নাস্তিক। আপনি বিশ্বাস করলে আস্তিক। It's that simple.
ধন্যবাদ।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
মুহাম্মাদ আলী বলেছেন: ভাল করে দেখতে স্কিনশট দিলাম
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
মুহাম্মাদ আলী বলেছেন: এ্যানড্রোমিডা ভাইয়ের সাথে অনেকাংশে একমত
রাজাকারদের ছাড় দেওয়া যাবে না বাংলার মাটিতে
সেই সাথে একজন ইসলাম বিদ্বেষী(নিরপেক্ষ নাস্তিক নয়) এমন লোকের জানাজা যেন না হয়
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯
একজন আরমান বলেছেন:
সহমত।
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩১
বিভ্রান্ত _পথিক বলেছেন: সহমত।আমারও একি সমস্যা।শাহবাগ নিয়া সমালোচনা করলেই ছাগু ট্যাগ।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪
ছামী বলেছেন: Recently - showed Bangla wrong...
Currently using - firefox version- 18.0.02
Can you help on this to solve my problem ???