![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
শাহাবাগ আন্দোলন সফলতা কতদূর তা জানি না ।। তবে দেশটারে ২ তা ভাগে ভাগ করছে তা বুজতে পারছি বেশ ! শাহাবাগ আন্দোলনে কোন কারনে যেতে পারবে না , দেশের অন্য ইস্যু নিয়ে কথা বলবে , আন্দোলন নিয়ে কিছু ইসলাম নিয়ে বলবে সেই রাজাকার শিবির !!! আর যে সব আন্দোলন নিয়ে বলবে রাজাকার নিয়ে বলবে সে নাস্তিক আর দেশপ্রেমিক ..... . আর বিশেষ দুইটা পক্ষ দেখি সেই মাপের তৎপর ।আর সত্যি কথা বলতে কি আমরা যারা আগেও কোন দলের সাপোর্ট করতাম না আমরা কাউকে নাস্তিক শিবির রাজাকার কিছু বলছি না বলছেও বিশেষ কিছু মানুষ !!! আচ্ছা দেশে মুসলমান , সাধারন মানুষ অর নির্দলীয় কি কেউ থাকতে পারবে না???
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
নষ্টছেলে তানিম বলেছেন: জী ভাই আমার বাপ দাদা কেউ তো যুদ্ধ করে নাই করছে শুধু আপনি আপনার/ আপনাদের বাপ দাদারা । আপনারাই দেশে থাকবেন । আপনারাই দেশকে ভালোবাসেন । আমরা এই দেশে থাকব কেন আপনারাই থাকবেন আর আমরা গেলে আপনাদের লাভ সবাই আপনাদের পক্ষে আপনারা যা করবেন তাই সঠিক
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
রাসেল মেটামোরফোজ বলেছেন: আচ্ছা দেশে মুসলমান , সাধারন মানুষ অর নির্দলীয় কি কেউ থাকতে পারবে না???
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
সচেতন নাগরিক বলেছেন: সহমত। বিভেদ আর বিদ্বেষের বিরুদ্ধে কথা বলার মনে হয় কেউ নেই।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২১
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: শাহবাগ আন্দোলন সফলতা কতদূর তা জানি না ।। তবে দেশটারে ২ তা ভাগে ভাগ করছে তা বুজতে পারছি বেশ !
সহমত।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১
রশিক রশীদ বলেছেন: দেশে কোন ভাগ নাই ।
আপনার দেশ এইটা না । আপনার দেশ ভারতের ঐপারে।