![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
ব্রেকিং নিউজে ঘুরে ফিরে যাচ্ছে সংবাদটা
"মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের বিল -২০১৩ পাস করেছে জাতীয় সংসদ।
এর ফলে যুদ্ধাপরাধের দায়ে জড়িত সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করা যাবে।"
নাগরিক হয়ে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা আইন করার জন্য যাতে সংগঠনের ও বিচার করা যাবে।
গত ১৩ দিনে যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে উত্তাল শাহাবাগ উত্তাল দেশ । এই উত্তালে শুধু একটাই ধ্বনি রাজাকারের ফাশি চাই জামাত শিবির বন্ধ কর । ওইটা তো গন জাগরন কিন্তু এই ১৩ দিনে আমি একবারও ওই আন্দোলনের কারীর মুখে শুনিনাই আওয়ামীলীগের মধ্যে থাকা অমুক রাজাকারের বিচার চাই বি এন পি তে থাকা ২-১ ছাড়া অন্য কার নাম , কিংবা অন্য দলে থাকা কিছু রাজাকার আছে তাঁদের বিচার চাই !!! তাহলে আমরা কাদের বিচার চাই?
নতুন সংশোধিত আইন পাশ হল আবার স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমিও বিচার চাই । বিচার চাই দল মত নির্বিশেষে থাকা সকল রাজাকারের বিচার চাই জামাতের রাজাকারদের ,আওয়ামীলীগের রাজাকারদের,বি এনপি এর রাজাকারের বাম দলে যদি কেউ থাকে তার । সংগঠন হিসেবে জামাতের বিচার চাই, আওয়ামীলীগের বিচার চাই বিচার চাই বি এন পি এর ।
আমি বিচার চাই, চাই একটা পরিচ্ছন্ন বাংলাদেশ ।
বিঃদ্রঃ এক ছোটো ভাই বলেছিল ভাই আপনি ব্লগ লেখেন না কেন । Tanvir Rafi সামু ব্লগে লিখেছিলাম এক ই কথা পোস্ট টা ১০ সেকেন্ড ও ছিল না লিখে কি হবে রে ভাই !!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
নষ্টছেলে তানিম বলেছেন: এইটা প্রথমে সামুতেই লিখছিলাম পোস্ট উধাউ হয়ে গেছিল ।। পরে ফেসবুকে দিয়ে আবার উধাউ হবে ভেবেই আবার দিছি
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
আজিম উদ্দিন চৌধুরী বলেছেন: ভাই জামায়াত একমাএ দল যারা সব চাইতে বেশী রাজাকার পুষে এবং দল হিসাবে যারা এই অপরাধের দায় এড়াতে পারেনা, তাই তাদের কথা বেশী আসে তবে হে অন্য যারা আছে তাদের বিচারও আমরা চাই । আশা করি রুই কাতলার সাথে চুনা পুটির ও সমাধি রচিত হবে স্বাধীন বাংলায়।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
নষ্টছেলে তানিম বলেছেন: আমিও তাই চাই জামাতের দায় এড়ানোর প্রশ্নই তো ওঠে না । আমার কথা আমরা শুধু এক চোখা না হই তাই
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
একজন আরমান বলেছেন:
প্রথম জয়।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
ফারহান ফারদিন বলেছেন: এক ছোটো ভাই বলেছিল ভাই আপনি ব্লগ লেখেন না কেন । Tanvir Rafi সামু ব্লগে লিখেছিলাম এক ই কথা পোস্ট টা ১০ সেকেন্ড ও ছিল না লিখে কি হবে রে ভাই !
এখন কোন ব্লগে লিখলেন ?