নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

নষ্টছেলে তানিম

আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত

নষ্টছেলে তানিম › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ সাঈদী সাহেবের চাঁদে গমন

০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

স্ট্যাটাস ঃ১

প্রথমে একটা চাঁদের ছবি দেখলাম। ছবিতে চাঁদের মধ্যে দেলোয়ার হোসেন সাঈদীর মুখ। বাহ ! একটু পরে আবারো সেই চাঁদের ছবিটাই দেখলাম। তবে এবার আর সাঈদীর মুখটা নাই, সেখানে জুনিয়র কিং খ্যাত মডেল আরিফ খানের হ্যাট পরা ছবি। এ্যাঁ, আৎকে উঠলাম। আর একটু পরে আবারো সেই চাঁদের ছবি। তবে এবার চাঁদের ছবির মধ্যে না আছে সাঈদীর মুখ না আছে জুনিয়র কিং খ্যাত মডেল আরিফ খানের হ্যাট পরা খোমা। এবার চাঁদের গায়ে লেখা, যুদ্ধাপরাধীর ফাঁসি চাই!!!



চাঁদ আমারে কনফিউজড করে দিচ্ছে।



স্ট্যাটাস ঃ ২

মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলয়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি... আমার বন্ধুর মোবাইলের ওয়েলকাম টিউন গানের কথা গুলো পাল্টাতে হবে...... লাইন টা এই রকম করতে হবে

"মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলয়, ভেবে নেব আজ সাইদী চাঁদে ওঠেনি !!!

কি বিপদে পরলাম ঘুমালাম রাত ২-২.৩০ সকালে ৭ টায় আব্বু ডাকতে ডাকতে বলে শুনছিস কাল রাতে সাইদিরে নাকি চাঁদে চাঁদে দেখা গেছে । আমি আবার আব্বু আম্মুর কাছ থেকে ব্রেকিং নিউজ গুলা চেপে রাখি ,না হলে ওইটা নিয়া বিশাল ব্যাখ্যা দিতে হয় নয়ত ব্যাপক আলোচনা করতে হয় !!! আব্বুরে বললাম আব্বু পুরান খবর আমি খালি সাইদি না আরও ২-৩ জনরে দেখছি । যাও আজ রাত্রে তোমার চেহারাও দেখানোর বাবস্থা করমুনে । আব্বু বুজছে পোলার ঘুম ভাঙ্গাইয়া কাজটা ভাল করে নাই । আস্তে আস্তে বলল আমারে একটু বললেই পারতি !!! পাশের বাসার **** আর **** ওরাও দেখচে রাত তিনটায় সাইদি কোরআন পরে । বুজতে পারলাম বাপ আমার সাইদির ছবি না কোরআনে কাবু হইছে !! মাথা মোটামুটি ঠাণ্ডা করে বললাম আব্বু ওইটা ফটোশপে এডিট করা । যদি চাঁদে দেখা দেবে তাতে উনি না আমাদের রাসুল(সঃ) দেখা দিতেন তিনি তার উম্মত দের বেশি ভালোবাসেন । আব্বুরে কনভেন্স করতে পারছি আশা করা যায় । আবার একটা ঘুম দিলাম ১০ টায় উঠছি আজ রাত্রে দেখব সাইদি সাহেব আবার মেশিন আর লইত্যা ফিস লইয়া চান্দে যায় কিনা গেলেই কমু " মিয়া শান্তিতে আছেন চান্দে থাহেন আমাগরে জালান ক্যান?"

স্ট্যাটাসঃ৩

PHYSICS এ একটা সূত্র আছে(E=mc²) ... তবে এঐ সূত্রটি এবার ভূল প্রমানিত হইল।

ফটোশপ-71 এমন একটি মহাকাশযান যা দিয়ে আলোর গতিবেগ থেকেও আর দ্রূত সময়ে চাঁদে যাওয়া যায়।



পদাথ্রবিদরা ঘরে বসে এখন আঙ্গুল চুসতেছে । ফটোশপ-71 তাদের কাচকলা দেখাই দিল ।



ফেসবুক টা এখন ফাঁকা ফাঁকা লাগতেছে।লাগার কারনও আছে।সবাই যদি ফটোশপ-71 দিয়া চাঁদে পাড়ি দেয় তবে তো এমন হবেই।



সরকারের প্রতি আহবান-তারা যেন চাঁদের বুড়ির নিরাপত্তা নিশ্চিত করে ।:P

স্ট্যাটাস:৪

কালকে আমি আকাশে ভয়ে তাকাই নাই ।

'

'

'

'

'

'

'

'

যদি সাইদী হুজুর কে দেখা যেতো ;)

স্ট্যাটাস ঃ৫

এগুল আমার ফেসবুক স্ট্যাটাস অনেক দিন সামুতে লেখা হয় না লিখলাম আর কি ফেসবুক সামু তো এখন চাঁদময়

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

স্বর্গীয় শয়তান বলেছেন: +++++++++ ;) ;)

২| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

রুমি আজাদ বলেছেন: great !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.