![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
আমি মনে প্রানে আওয়ামীলীগ , আমি মনে প্রানে বিএনপি, আমি মনে প্রানে জাতীয় পার্টি, আমি মনে প্রানে বিকল্প ধারা ।
না ...........................................................................
আমি মনেপ্রানে বাংলাদেশী
আমার সোনার বাংলা ,আমি তোমায় ভালোবাসি । আমি চাইনা এই মাটিতে পুলিশের রক্তের দাগ, আমি চাইনা এই মাটিতে লিমন এক পায়ে হাটুক , আমি চাই না এই মাটিতে বিশ্বজিত বলি হোক রাজনীতির , টাটকা লাশের গন্ধ ছড়াক কুলসুম আক্তার আর তার বোনের মেয়ে রিয়া- আমি চাই না ত্বকিদের স্বপ্ন পানিতে ভাসুক আমি চাচরাক, আমি চাই না হরতালের ছুতোয় কোন স্কুলে হামলা হোক , আহত হোক কোন স্কুল ছাত্রী বোমার আঘাতে , আমি তাও চাই না কোন হুজুর বা সাধারন মানুষ পাঞ্জাবি পড়তে ভয় পাক । আমি চাই ৭১ এর স্বপ্নের স্বাধীন বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে কিছু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছিল গেয়েছিল গান মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি । সেই ফুলের মত একটা বাংলাদেশ চাই ।
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
নষ্টছেলে তানিম বলেছেন: জী ভাই আপনি বুঝতে পারছেন তাই নিজেকে ধইন্য ধইন্য লাগছে । আরও লাগছে কারন আপনি আমার গ্রুপটাও বুজে ফেলছেন । কি ভাই পাঞ্জাবির কথা বললাম আর চামড়ায় লাগল মনে হয়? জামাত শিবির হয়ে গেলাম তাই না?
ভাঙ্গাচুরা যন্ত্রপাতিঃ
আমার ব্লগটা মূলত একটা আজাইরা ব্লগ। নানা বিষয়ে এইখানে যেইসব কথা আমি আমি বলি তাতে আমার নিজেরই খুব একটা আস্থা নাই। কারন আমার বুদ্ধিমত্তা নিয়া আমার নিজেরই অনেক সন্দেহ আছে। তাই আমার কথাবার্তা সঠিক বলে মনে না করলেই ভাল করবেন। আর আমি যা লিখি তা একবসায় লিখি। কোন দীর্ঘ চিন্তাভাবনা বা বিশ্লেষন করে আমি লিখি না।
আপনার সম্পর্কে তো নিজেই লিখছেন এইটা তাই এর থেকে ভাল চিন্তা আপনার থেকে আশা না করাই ভাল । আপনারা যখন আমাদের বিশাল দেশপ্রেমিক বলেন তখন আবার আমাদের লজ্জা লাগে ! আমরা বিশাল হতে চাইনা আপনারাই বানান না হলে আপনারা আবার সুশীল, মুক্তমনা হতে পারেন না ।মুক্ত মনা মানে আপনাদের একান্ত মত আপনাদের মতের বিরুদ্ধে গেলেই গ্রুপ ।
পাঞ্জাবি নিয়া কথা বললাম জামাত হয়ে গেলাম? ধর্ম নিরপেক্ষতার নামে যা করছেন একবারও চিন্তা করছেন সাধারন মানুষ কি পরিমান হয়রানি হচ্ছে আপনাদের থেকেও অতি উৎসাহী কিছু মানুষের হাতে? আপনি লিমন ত্বকি দেখেছেন বিশ্বজিত ও দেখছেন রিয়া দেখেন নাই , স্কুলের হামলা দেখেন নাই তাহলে যে আপনার গ্রুপ টা প্রকাশ হবে না
২| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
নিকষ বলেছেন: চাই আমার শিশুরা বাচবে রাজনৈতিক বুলেটের গ্রাস থেকে, কুৎসিত লালসায় ছিন্ন ভিন্ন হবে না আমাদের কন্যা সন্তানেরা, দুর্ণীতি আর টেন্ডারবাজেরা পিছিয়ে যাবে, মিঃ টেন পার্সেন্টরা নিক্ষিপ্ত হবে কালো প্রকোষ্ঠে।
হরতাল আর কারফিউ জারি হবে অপশক্তি রুখতে, প্রতিক্রিয়াশীলতার ১৪৪ ধারা ভঙ্গ করে এগিয়ে যাবে অর্থনীতি; বাঙ্গালরা মাথা উচু করবে তাদের জ্ঞানে, সম্পদে, সৃষ্টিতে, আর সম্ভবনায়।
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
নষ্টছেলে তানিম বলেছেন: সহমত
৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: এখন পোষ্ট ঠিকাছে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: বুঝলাম। আপনে বিশাল দেশপ্রেমিক। অবশ্য কোন গ্রুপের দেশপ্রেমিক তা বুঝছি যখন কইছেন মনে প্রাণে বাংলাদেশী। যে কারণে লিমন, বিশ্বজিত, ত্বকি, পাঞ্জাবি।