![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
সীমান্ত শোন ।
ঃহা শুনছি ।
আমাকে দুটো পাখা এনে দিবি?
ঃকি করবি?
আমার না খুব উড়তে ইচ্ছে করছে ।
ঃকিভাবে উড়বি ? মানুষ তো উড়তে পারে না । চল তুই আর আমি প্লেনে ঘুরে আসি কোথাও ।
তুই আর আমি? প্লেনে চড়তে হলে তোকে কেন লাগবে ?
ঃ কেন আমি নই কেন?
তোর কি যোগ্যতা?
ঃআচ্ছা তুই এতে আমার অযোগ্যতার কি পেলি?
তুই যেদিন বুজবি সেদিন তোকে নিয়েই উড়ব অনেক দূর ।
সীমান্ত মেয়েটার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে খুজতে থাকে যার হাতের সাঁচে গড়া সে তাঁর সাথে প্লেনে উড়তে কি যোগ্যতা লাগবে ওর ।
জীবনে ক্লাসের পরীক্ষায় দ্বিতীয় না হলেও তাঁর সবচেয়ে পরিচিত সবচেয়ে কাছের মানুষের পরীক্ষায় কখনো পাশ করতে পারেনি । সীমান্ত আকাশের মাঝে আজও তাঁর সীমাটা খুজতে থাকে...
০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
নষ্টছেলে তানিম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬
এহসান সাবির বলেছেন: সুন্দর তো...