নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

নষ্টছেলে তানিম

আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত

নষ্টছেলে তানিম › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন ফাঁশ ও তার বিষয়ে কিছু আমার চুলকানি

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

শুনালাম ফাইভ এর সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাস হইছে ।এর প্রতিক্রিয়ায় ভাবি চেলিব্রেতিরা ব্যাপক নীতিবাক্যের ঝড় তুলছে ।

মিয়াভাই অভয় দিলে একখান প্রশ্ন আপনেরে করি ?

আপনারা যে বা* ফালাইতেছেন সরকার তা জানে না?

আচ্ছা সামনে হরতালে ওরা রুটিনে পরীক্ষা দিতে পারবে পারবেন সেই গ্যারান্টি দিতে ? এমন পরিস্থিতিতে ছেলে মেয়েদের যে ফলাফল হবে তাতে সরকারের বদনাম হবে হিসেবটা সহজ ।

এবার একটু সিস্টেমের কোথায় আসি ,

ফাইভের ছাত্র আমার আছে একটা না অনেক গুলা । যে সিস্টেম এ প্রশ্ন হচ্ছে ভাল কিছু স্কুল ছাড়া অধিকাংশ শিক্ষকরাই তো তাল মিল করতে পারে না ছাত্র ছাত্রীরা কীভাবে পারবে? বিশেষ করে একটু backward সাইটে যারা আছে এমনকি শহরেও এই সিস্টেম এর জন্য বাবা মা কে শিক্ষিত হতে হবে । মনে রাখবেন স্কুলে একটা বিষয় ১ ঘণ্টা বাসায় প্রাইভেটে ১ ঘণ্টা পরে বাকি সময় ফ্যামিলি যদি নাই বুঝে কি পড়ে তাহলে সৃজনশীল ভুলশিল হয়ে থাকে । আচ্ছা সরকার বাচ্চাদের মা দের পড়ানোর কোন পরিকল্পনা নিছে? মিয়াভাই গাছের গড়া শক্ত না হলে অল্প ঝরে গাছ পড়ে যায় ।

যাক এবার আসি প্রশ্ন ফাঁসের ব্যাপারে ? প্রশ্ন কে পাচ্ছে ? গিয়ে দেখবেন ওই ভাল ভাল স্কুলের ছাত্রছাত্রীরা । এখন বলেন ক্ষতি কাদের? আপনারা বলবেন যে প্রশ্ন পাচ্ছে তারা আমি বলব সেই ছাত্র গুলোর যারা সব সময় পিছানো । যারা পাচ্ছে তারা ভাল রেসাল্ট করবে ২ দিন পর সবাই দেখবে সার্টিফিকেট কীভাবে করছে টা কেউ ফিরেও তাকাবে না ।

কথা গুলো শুধু পিএসসি না সব প্রশ্ন ফাঁসের বিষয়ই এক । হয় পুরো সিস্তেম চেঞ্জ করতে হবে কেউ প্রশ্ন পাবে না অথবা সবাই পাবে হিসেব সোজা ।



গত কয়েকদিন আমার কাছে যে কয়জন প্রশ্ন ফাস নিয়ে বলেছে নীতি বাক্য আওরাতে গেছে একটা কথাই শুনেছে ।

প্রতিযোগিতা যখন অসৎ ভাবে হয় তখন তুমি যতটা অসৎ হতে পারবে তখন তুমি ততটা জিতবে । আর প্রতিযোগিতা যখন সৎ ভাবে হয় তুমি তুমি যতটা পার সৎ থাক না জিততে পারলেও তুমিই জিতেছ ।

আজও তাই বলছি কালও তাই বলব ...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.