নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৃঙ্খল ভাঙ্গতে গিয়ে আটকে যাই বারে বারে...

লেখা লেখি আমার কাজ না আমি পাঠক

নষ্টছেলে তানিম

আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত

নষ্টছেলে তানিম › বিস্তারিত পোস্টঃ

বিষয়ঃ এরশাদ কাক্কু :P

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সবাই মিলে ব্লগ, ফেসবুকটাকে এরশাদময় করে তুলছে । কিন্তু বাঙ্গালী যে হিসেবে কতটা কাঁচা আমাদের এরশাদ কাক্কু

আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাতে চাচ্ছে কিন্তু আমরা বুজছি না !!

হিসেবটা সহজ করে দিচ্ছি আমরা মীরজাফরকে কেন মনে রাখছি? বিশ্বাস ঘাতকতার জন্য। যখন কেউ বিশ্বাস ঘাতকতা করে

আমরা বলি তুই একটা মীরজাফর । ২০০ বছর পরও লোকটা আমাদের মাঝে ফেমাস ।

এবার চোখ বন্ধ করুন ভাবুন আপনি বসে আছেন আপনার নাতি নাতনীরা ঝগড়া করছে আর বলছে "তুই একটা এরশাদ" । শুনেই আপনার চক্ষু চড়কগাছ

এবার আপনি বুড়ো বয়সে গোয়েন্দা হয়ে গেলেন । খতিয়ে দেখলেন সকালে আপনার নাতনী বলছিল সে শপিং এ যাবে না বিকালে তাকে নিয়ে শপিং এ যেতে হবে ।

সারাংশ এরশাদ কাক্কু ফিমাস ।

আমরা এরশাদ কাক্কুরে গালাগালি করি কিন্তু একটুও হিসেব করি না বাংলা সাহিত্যে তাঁর অবদান কত?

এই যেমন

যে কথা সকালে বলে বিকালে বদলায় এটার এক কোথায় প্রকাশ কি? সহজ উত্তর =এরশাদ

যার কথার ঠিক নাই = এরশাদ

যাকে বোঝা অসম্ভব=এরশাদ

যে পলটি দিতে পারদর্শী= এরশাদ

যে জানে না সে কি বলে = এরশাদ

যাকে সহজে নাচান যায় =এরশাদ

যার আত্ম সম্মান নেই= এরশাদ



কিংবা যদি প্রবাদ হয় এমন তাহলেও আমরা কি বলব বলেন?



- মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে এরশাদ হয়ে যায়

-মানুষ পরিবর্তনশীল; ম্যান ইজ এরশাদ

-দুইটি প্রাণী ইচ্ছামত রঙ বদলাতে পারে। ১.গিরগিটি ২.এরশাদ।

- সাপ কে বিশ্বাস করো কিন্তু এরশাদ কে বিশ্বাস করো না

- মানুষের বৈজ্ঞানিক নাম (homo sapiens) ; এরশাদের বৈজ্ঞানিক নাম (Homo Ershad)

- এরশাদ মানেই সেইরাম বিনুদুন

-এরশাদ মানেই আসল পুরুষ

- আকাশের রঙ আর এরশাদের মন ক্ষণে ক্ষণে বদলায়।

- একজন এরশাদ; সাঁরা জীবনের কান্না

- এরশাদ বারবার বেলতলায় যায়

- অসম্ভবকে সম্ভব করায় এরশাদের কাজ

- এরশাদ মানেই সেইরাম বিনুদুন

- এরশাদকে অর্জনের চেয়ে এরশাদকে রক্ষা করা কঠিন।

so ভাই এরশাদকে দোষ দেবার আগে তাঁর অবদানের কথা চিন্তা করেন কৃতজ্ঞ থাকেন !!

আর লোকটা চায় ,মানুষ যুগে যুগে মানুষ তাকে মনে রাখুক আপনারা তাঁর বাবস্থা করুন





মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মদন বলেছেন: অর্ধশতাধিক কেস মাথার উপরে ঝুলিয়ে রেখে হুমকি দিলে এরশাদ কেনো, হাসিনা-খালেদাও একই কাজ করতো।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫২

নষ্টছেলে তানিম বলেছেন: নাহ তবে লোকটার sense of Humar টা জোস

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

ফুরব বলেছেন: আপনি ও দেখি একটা এরশাদ। হা হা হা

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩

নষ্টছেলে তানিম বলেছেন: কে ভাই একটু বুজাইয়া কোন বুক ধর ফর করে

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০২

নষ্টছেলে তানিম বলেছেন: Hotyo pari :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.