![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
আমি প্রতিজ্ঞা করছি যে ,
আজ আমি আজ হিন্দি গান শুনবো না শুনলেও হেডফোন দিয়ে ।
আজ হিন্দি মুভি দেখব না তবে স্টার জলসার বাংলা সিরিয়াল মিস করা যাবে না । সারা বছর শহীদ মিনারে ডেটিং করলেও সকালে অবশ্যই ফুল নিয়ে যাব । যদিও ফুল দেওওার পর অইখান থেকে একটা নিয়ে আসব প্রিয়ার মাথায় দেবার জন্য । সারা বছর জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে উঠলেও কাল ২ সিঁড়ির বেশি তুল্ব না মাইর খাওয়ার ভয়ে । আমি প্রতিজ্ঞা করছি ফেসবুকে চভার ফটো , প্রোফাইল পিকচার একুশের চেতনায় ভরে ফেলব । স্ট্যাটাসে সারাদিন ভাষা শহীদদের সম্মান করব তবে তার আগে অবশ্যই গুগল ঘেঁটে ২১ ফেব্রুয়ারিতে কি হইছে তা জেনে নেব ।
আমি প্রতিজ্ঞা করছি আমি আজ একদিন বাংলা ভাষাকে খুব ভালবাসবো ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪
নষ্টছেলে তানিম বলেছেন: পারি নাই ভাই পাশের বাড়ি হিন্দি গান ছাইরা আমার রোজা নস্ত কইরা দিছে
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯
নষ্টছেলে তানিম বলেছেন: পারি নাই ভাই পাশের বাড়ি হিন্দি গান ছাইরা আমার রোজা নস্ত কইরা দিছে
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৬
উজবুক ইশতি বলেছেন: আশা করি আপনি আপনার প্রতিজ্ঞা রাখতে পারবেন