![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
গুন্ডে সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার চলতেছে দেখছি আর হাসছি মজাও পাচ্ছি । একটা রাষ্ট্র তার হাতে ক্ষমতা নাই একটা ছবির শুরুর কিছু কথা যা সেই দেশটার জন্ম নিয়ে প্রশ্ন তোলে তাকে বন্ধ করতে পারে না !!! মাননীয় প্রধানমন্ত্রী মুক্তি যুদ্ধের স্বপক্ষের শক্তি আপনারা এই একটা কথা নিয়ে যখন গর্ব করেন সেই মুক্তি যুদ্ধকে যখন অপমান করে আর আপনি কিছু করতে পারেন না তখন আমাদের লজ্জা লাগে । আমাদের লজ্জা এখনো শেষ হয়ে যায়নি । বিশ্বাস করুন একটা রাষ্ট্রের একটা সরকার যখন একটা কোম্পানির কাছে অথর্ব হয়ে যায় তখন ই সরকারের জন্য লজ্জা লাগে ... কয়েকদিন পর যদি সেই রাষ্ট্রের সরকার দাবি করে এই দেশটা আপনাদের ভিক্ষা দিয়েছিল তার কি উত্তর দেবেন আপনি ? কিংবা যদি বলে আপনারা সেই দেশটার একটা প্রদেশ কি করবেন আপনি ? নাকি আপনি বা আপনারাই স্বীকার করে নিচ্ছেন আপনার বাবা যেঁ ঘোষণা দিয়েছিল তা ভারতের পক্ষে ভারত পাকিস্তানের যুদ্ধের অথবা ৩য় বিশ্ব যুদ্ধের ঘোষণা যার মাধ্যমে বাংলাদেশ নামের একটি উচ্ছিষ্টের জন্ম হয়েছে ?
২| ০১ লা জুন, ২০১৪ ভোর ৬:১৩
সকাল হাসান বলেছেন:
কিছুই করার নাই রে ভাই
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ রাত ১০:১১
একজন ঘূণপোকা বলেছেন: