![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটা 'আমি' হবো এই ইচ্ছা ও আকাঙ্খায় কেটে গেছে দুইটি দশক হই হই করে হয়ে ওঠা হয়নি পূর্ণাঙ্গ ভাবে কখনই অতঃপর আমার ইচ্ছারা ডালপালা মেলেছে আজ কত শত প্রতিক্ষা প্রহর শেষে, কত শত সাধনার পর আমি একটা 'আমি' হব এই চিন্তায় কেটে যায় রাত
সীমান্ত শোন ।
মাথা ঘুরালো সীমান্ত
ঃবল
-আমাকে একটা স্বপ্ন দেখার মেশিন বানিয়ে দিতে পারবি ?
ঃকি করবি?
-স্বপ্ন দেখবো ?
ঃস্বপ্ন দেখতে আবার মেশিন লাগে নাকি ?
-হা ভালোবাসার স্বপ্ন দেখবো , ভালোবাসার স্বপ্নগুলো মাঝপথে শেষ হয়ে যাতে না যায় তাই একটা মেশিন দিয়ে দেখবো , রেকর্ড করে রাখব বার বার দেখবো
ঃকাকে নিয়ে দেখবি আমাকে ?
-তোকে নিয়ে দেখবো স্বপ্ন ? তুই কে রে ?
ঃআমাকে তুই চিনিশ না ?
-আমার কি দায় পরছে যেঁ তোকে চিনতে যাব ? তোর কি যোগ্যতা আছে যেঁ তোকে নিয়ে স্বপ্ন দেখবো ?
ঃআচ্ছা তুই এতে আমার অযোগ্যতার কি পেলি?
তুই যেদিন বুজবি সেদিন তোকে নিয়েই স্বপ্ন দেখবো অনেক স্বপ্ন ।
সীমান্ত মেয়েটার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে খুজতে থাকে যার হাতের সাঁচে গড়া সে তাঁর সাথে স্বপ্ন দেখতে কি যোগ্যতা লাগবে ওর ।
সীমান্ত মেয়েটাকে দেখছে ও চিন্তা করছে গুগলে একটা সার্চ দেবে স্বপ্ন দেখার কোন মেশিন আছে কিনা , জানে ও কিনতে পারবে না অন্তত খোঁজ তো দিতে পারবে ...
©somewhere in net ltd.