![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পচা নর্দমায় কুড়ানো কোন এক অপার্থিব স্বপ্ন নিয়েই বেঁচে থাকতে চাই।।
ব্লগে যখন আইডি খুলি তখন সাথে একটা শর্ত জুড়ে দেয়া হইছিল যে ৭ দিনের আগে আমাকে মোটামুটি কারাগারে বন্দী থাকতে হবে।। কিছু পেতে হলে কিছু দিতে হয় মেনে নিয়ে এই অধম সেই শর্ত মেনেও নিয়েছিল। কিন্তু আজ ২ মাসের বেশি হয়ে গেল অথচ এখনও আমাকে ওয়াচে রাখা হয়েছে। সমস্যাটা কোথায় ঠিক বুঝতে পারলাম না। তারা কি আদৌ নতুন ব্লগারদের লেখা পরেন নাকি যাকে যখন ভালো লাগে তাকে তখন মুক্তি দেন!! নাকি তেনারাও সাহারা খাতুনের সময় বিষয়ক আপেক্ষিক তত্ত্ব মানিয়া চলেন?? যদি তাই না হয় তাহলে নতুন ব্লগারদের নাকের সামনে এমন ৭ দিনের মুলা ঝুলানের কারনটা কি?? আমার ব্লগার হওয়ার সাধ আপনাদের এই শর্তের গেঁড়াকলে পরে এর মধ্যেই তিন- চতুর্থাংশ পূর্ণ হয়ে গেছে.। এখনও যে টুকু সাধ অবশিষ্ট আছে তা দিয়েই এটুকু লিখলাম।।
আশা করি মহান মোডু সম্প্রদায় একটু মুখ তুলে তাকাইবেন এবং এ অধমকে একটু তাড়াতাড়ি মুক্তি দিয়া বাধিত করবেন!!!!!!!! আর না হলে একটু বলে দিবেন আমার আবার কবে ফিরে আসা উচিত!! তারা বোধকরি নিত্য আশা ভঙ্গের কষ্ট বুঝেন।।
©somewhere in net ltd.