![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনরা সবাই গেইমটার সাথে পরিচিত, আমি জানি এবং আমি এখানে নতুন কিছু নিয়ে আসিনি। আমার জাস্ট এটা কোড করবার সখ হচ্ছিলো তাই করেছি। আমি এটাও মনে করি যারা আমার লেভেলের কোডার তাদেরও এটা ভালো লাগবে (জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে বিগেনার লেভেলের এক স্টেপ উপরের)।
এই গেইমটা এখন খুবি সাধারণ পর্যায়ে আছে। পেজের সবকিছু লোড হয়ে গেলে "স্টার্ট গেইম" লেখা বাটনে ক্লিক করুন এবং সাপটি (যেটা নড়বে সেটাকেই সাপ হিসেবে কনসিডার করে নিয়েন ভাই :-।) ডান দিকে চলা শুরু করবে। আপনার কীবোর্ডে থাকা ৪ টি এ্যারো কী (লেফট, রাইট, বটম, টপ) এর সাহায্যে আপনি সাপটির মুভমেন্ট কন্ট্রোল করতে পারবেন। দৃষ্টিপাত করে রাখুন কারণ খুব দ্রুতই একটা আপেল দেখা যাবে বোর্ডের কোথাও, যতদ্রুত সম্ভব সাপটিকে আপেলের দিকে নিয়ে যান এবং সেটা খাওয়ান, কারণ আপেলটা বেশিক্ষণ ওখানে থাকবে না। প্রতিটি আপেল আপনাকে ১ পয়েন্ট করে দিবে।
আপাতত শুধু একটাই স্টেজ আঝে এবং এতে কোন অবস্টাকলস নেই। যখন আপনি কোন বর্ডারে কাছে এসে সেটা পার করবেন তখন সাপটির মাথা ঠিক বিপরীত দিক দিয়ে বোর্ডে প্রবেশ করবে। এটাকে কাজে লাগিয়ে আপনি ক্ষেত্রবিশেষে দ্রুততর সময়ে আপলের কাছে যেতে পারবেন।
আরো একটা হিন্ট, কোন এ্যারো কী চেপে ধরে থাকলে সাপটা খুব দ্রুত সেদিকে এগিয়ে যাবে।
সাপটার নিজের লেজে নিজেরই যেনো কামড় বসে না যায় সেটা খেয়াল রাখবেন, তেমনটা হলেই গেম ওভার।
খুব শীঘ্রই আমি এতে আরো কিছু স্টেজ, অবস্টাকলস, টাইম লিমিট, দুই বা ততোধিক আপেল ইত্যাদি ফিচারস যোগ করবো যা গেইমটির চ্যালেঞ্জ লেভেল এবং মজা বাড়িয়ে দিবে বলে মনে করি।
গেইমটি খেলতে এখানে ক্লিক করুন: স্নেইক গেম
ব্লগ পোস্টের লিংক
অন্যান্য গেইমের লিংক
+++++++++++
টিক ট্যাক টো অন বিগার বোর্ড
পিকচার পাজল গেইম
©somewhere in net ltd.