![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রংপুর থেকে চিটাগাং যাবার এসি বাস সার্ভিসের খোঁজ জানতে চাচ্ছি।
কোন কোম্পানির এসি বাস আছে রংপুর থেকে চিটাগাং?
আনুমানিক কত সময় লাগতে পারে জার্নিতে?
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২০
তন্ময় চক্রবর্তী বলেছেন: থ্যাংকস, বাট উহহহ.... আই মীন, স্যাড নিউজ। আমাকে ঢাকা থেকে চিটাগাং, এরপর চিটাগাং থেকে সোজা রংপুর যেতে হবে। ১৫-১৬ ঘন্টা ব্যাপার না, চিটাগাং থেকে রাজশাহী তে বেশ কয়েকবার যাওয়ার অভিজ্ঞতা আছে। সমস্যা হলো নন-এসি বাস ... হাউ-এভার, থ্যাংকস।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৬
ভোরের সূর্য বলেছেন: রংপুর থেকে চিটাগাং কোন এসি বাস নাই। নন এসি থাকতে পারে।আপনি কামারপাড়া ঢাকা বাস স্ট্যান্ডে খোজ নিতে পারেন।হানিফ,টি আর বা শ্যামলি তে খোজ করুন। আর রংপুর থেকে চিটাগাং একবারে না যাওয়াই ভাল নন এসিতে কারন রংপুর থেকে ঢাকা ৭ ঘন্টা এবং ঢাকা থেকে চিটাগাং আরও ৮/১০ ঘন্টা সময় লাগবে। ঢাকা থেকে চিটাগাং রাস্তা খারাপ কারন কাজ চলছে প্লাস জ্যাম তো আছেই তাই এক নাগারে ১৫/১৬ ঘন্টার ধকল সামলানো কঠিন হবে।তাই ঢাকায় একটু ব্রেক দিয়ে আবার চিটাগাং যাওয়া ভাল হবে।