নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম ; মৃত্যুর প্রয়োজনে এখন বড় হচ্ছি।

Md. Mahbubur Rahman

নামাজ পড়তে অল্প সময় লাগে মাত্র। আপনি কি নামাজ পড়েছেন??

Md. Mahbubur Rahman › বিস্তারিত পোস্টঃ

Morning to Night !!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

ভোর ৫:০০টা।
ঘড়িতে এলার্ম বাজলো। ঘুম
থেকে উঠে হাত-মুখ ধোয়ে ওযু
করে ফজর নামাজ পড়লাম।
নামাজ শেষে মসজিদ থেকে
ফিরে কিছুক্ষণ বাইরে হাটা-
হাটি করলাম। তারপর ঘরে এসে
স্যারের বাসার পড়া কিছু শেষ
করলাম। আস্তে আস্তে ৭টা
বাজল। নাস্তা সেরে স্যারের
বাসার উদ্দেশ্যে দৌড়
লাগালাম।
৮-৯টা, স্যারের বাসা পড়া শেষ
হলো। সেখান থেকে কলেজে
গেলাম। ক্লাসে কিছুক্ষণ বসে
থাকার পর শুনলাম, আজ নাকি
ক্লাস হবে না, কি এক
সাংস্হকৃতিক অনুষ্ঠানের জন্য।
বের হয়ে বন্ধুদের সাথে
কিছুক্ষণ আড্ডা দিয়ে, অনুষ্ঠাণ
দেখে বাসায় ফিরলাম দূপুর
১:৪৪মিনিটে।
ফ্রেস হয়ে যোহর নামাজ
পড়লাম। খাওয়া দাওয়া করার
পর ক্লান্তিতে দু'চোখ ঘিরে
ধরল।
প্রায় ১ঘণ্টা শুয়ে থাকলাম।
বিকেলে আবার তৈরী হয়ে,
আসর নামার পড়ে স্যারের
বাসায় গেলাম (৪-৫:৩০)। বাসায়
ফিরে
মাগরিব নামাজ পড়ে, নাস্তা
করে পড়তে বসলাম। কিছুক্ষণ
চেচামিচি করে পড়লাম।
আজান হলো, এশার নামাজ পড়ে
বাসায় ফিরে কিছু লেখালেখি
করলাম। আস্তেআস্তে ঘড়ির
কাটায় ১০টা বাজল।
TVতে একটু সময় খবর দেখলাম।
তারপর খেয়ে-দেয়ে এখন আমি
বিছানায় শুয়ে আছি
আর ভাবতেছি, এইভাবেই জীবন
থেকে শেষ হয়ে গেল আজK
একটি দিন।
আর এভাবেই হয়ত এক এক করে
চলে যাবে আগামীদিনগুলো!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.