নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপালী আলোর পথে

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

একরামুল হক শামীম

http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।

একরামুল হক শামীম › বিস্তারিত পোস্টঃ

প্রিয় দুইজন ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা : শুভ জন্মদিন 'আহমাদ মোস্তফা কামাল'; শুভ জন্মদিন 'প্রিয়তমা'

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১০

আজ ১৪ ডিসেম্বর, প্রিয় দুইজন ব্লগারের জন্মদিন। একজন আহমাদ মোস্তফা কামাল এবং অন্যজন প্রিয়তমা।



১.

একদিন সবকিছু গল্প হয়ে যায়!







এই যে সবকিছু গল্প হয়ে যাওয়ার পথ পরিক্রমা, সেই পথ চলাতে গল্পের একটি চরিত্র কি জানে জন্মদিনটি শুভ হয়ে চলে এসেছে তার জীবনে!



ব্লগার আহমাদ মোস্তফা কামাল এর লেখা জীবনানন্দ দাশ এর কবিতাগুলোর দারুন বিশ্লেষণ পড়ে বারবার মুগ্ধ হয়েছি, মধ্যবিত্তের পরিচয়চিহ্ন ধারাবাহিকটির মাধ্যমে মুগ্ধতা আরো বাড়ে। উনার বিশ্লেষণধর্মী লেখাগুলো অদ্ভুতরকমের ভালো লাগে।



ব্লগে আসার আগে উনার লেখক পরিচয় ছিল। তবে আমার কাছে যে বিষয়টি আকর্ষণীয় মনে হয়, উনি ব্লগে লেখেন ব্লগার পরিচয়ে। একজন ব্লগার লেখবেন, মন্তব্য করবেন, অন্যান্য ব্লগারদের সাথে ইন্টার‌্যাকশন করবেন. এমনটাই ব্লগারের বৈশিষ্ট্য হওয়া উচিত বলে আমি মনে করি। ব্লগার আহমাদ মোস্তাফা কামাল এর ইন্টার‌্যাকশন আমার কাছে খুবই ভালো লাগে।



আহমাদ মোস্তফা কামাল এর জন্মদিন আজ। অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় এই ব্লগারের জন্য।



শুভ জন্মদিন প্রিয় ব্লগার আহমাদ মোস্তফা কামাল



২.



প্রথম এক ফোঁটা বৃষ্টি







ব্লগার প্রিয়তমার সাথে আমার পরিচয় রাত বিরাতের আড্ডা পোস্টের মাধ্যমে। একসময় ব্লগে রাত বিরাতের আড্ডা শিরোনামে পোস্ট দিয়ে বেশ আড্ডা দিতাম। তেমনি একটা আড্ডার মাধ্যমেই তার সাথে পরিচয়।



প্রবাসে বসে সে নিয়মিত উকি দেয় ব্লগের জানালায়। ভালোভাবে ব্লগিং করার জন্য পার্ট টাইম জবের টাকায় কিনে ফেলে ল্যাপটপ। এইসব আগ্রহ মুগ্ধ করার মতো।



আজ ব্লগার প্রিয়তমার জন্মদিন। (তার নাম তমা। তাছাড়া বড় আরেকটা নামও আছে। ব্লগে নিক নিছে প্রিয়তমা। :) ভালো ভালো ;) )



তমার জন্য অনেক শুভকামনা।

শুভ জন্মদিন প্রিয় ব্লগার প্রিয়তমা



ছবি কৃতজ্ঞতা : ব্লগার সাইফুর ভাই



আহমাদ মোস্তফা কামাল ভাই অনেকদিন ধরে ব্লগে নতুন কোন পোস্ট দিচ্ছেন না। অন্যদিকে প্রিয়তমাও কোন পোস্ট দিচ্ছে না। একসময় দুজেনই বেশ নিয়মিত ব্লগার ছিলেন। আশা করবো তারা দুজেনই ব্লগে নিয়মিত হবে।

আমিও অবশ্য ব্লগে তেমন পোস্ট দেই না। এই পোস্ট দেওয়ার ক্ষেত্রেও তেমনটাই ঘটলো। পুরানো একটা পোস্ট রিপোস্ট করে দিলাম। নতুন করে কিছু লেখার চেষ্টায় গেলাম না। একেই বুঝি বলে আলসেমী!



(আজ বুদ্ধিজীবী দিবস। এ দিনটিতে স্মরণ করছি বাংলার সেইসব কৃতি সন্তানদের যারা রক্তের দামে দিয়ে গেছেন এই বাংলাদেশকে। বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার হোক, যুদ্ধাপরাধীদের বিচার হোক বাংলার মাটিতে এমনটাই দৃঢ়ভাবে প্রত্যাশা করে আছি। )





মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৫

সন্ধি বলেছেন:

শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল

শুভ জন্মদিন প্রিয়তমা...

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৮

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা :)

২| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬

তারার হাসি বলেছেন:
শুভ জন্মদিন !
জন্মদিনের শুভেচ্ছা জানাই কবিতার ব্যাবচ্ছেদকারী ব্লগার আহমেদ মোস্তাফা কামাল এবং ব্লগার প্রিয়তমা'কে।
শুভকামনা।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২০

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা আপু :)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৯

সন্ধি বলেছেন:
আপনাকেও ধইন্যা.....

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৭

একরামুল হক শামীম বলেছেন: :)

৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২২

পারভেজ বলেছেন: শুভ জন্মদিন 'আহমাদ মোস্তফা কামাল'; শুভ জন্মদিন 'প্রিয়তমা'
সন্ধি বলেছেন:
আপনাকেও ধইন্যা.....

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৯

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা পারভেজ ভাই :)

৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২২

কালপুরুষ বলেছেন: শুভ জন্মদিন "আহমাদ মোস্তফা কামাল""প্রিয়তমা"। অনেক অনেক শুভেচ্ছা রইলো।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৩

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা কালপুরুষদা।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৫

চতুষ্কোণ বলেছেন: মোস্তাফা কামাল এবং ব্লগার প্রিয়তমা'কে জন্মদিনের শুভেচ্ছা।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৭

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা ভাইজান

৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৫

মোজাম্মেল বলেছেন: শুভ জন্মদিন- মোস্তফা কামাল এবং প্রিয়তমা।

আজ বুদ্ধিজীবী দিবস। এ দিনটিতে স্মরণ করছি বাংলার সেইসব কৃতি সন্তানদের যারা রক্তের দামে দিয়ে গেছেন এই বাংলাদেশকে। বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার হোক, যুদ্ধাপরাধীদের বিচার হোক বাংলার মাটিতে এমনটাই দৃঢ়ভাবে প্রত্যাশা করে আছি।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা আপনাকে।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৮

ফারহান দাউদ বলেছেন: ২ জনকেই জন্মদিনের শুভেচ্ছা।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৪

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা ফারহান ভাই।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৯

এরশাদ বাদশা বলেছেন: শুভ জন্মদিন দুজনকেই।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৮

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা এরশাদ বাদশা ভাই।

বেশ কয়েকদিন পর আপনাকে ব্লগে দেখলাম মনে হয়।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৭

ইশতিয়াক অাহমেদ বলেছেন: শুভ জন্মদিন- বড় ভাই আহমাদ মোস্তফা কামাল এবং প্রিয়তমা ...

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১২

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ ইশতিয়াক ভাই।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: jonmodiner antorik shuveccha mostofa kamal ebong priotoma ke

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৩

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা মেহরাব ভাই।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৩

গ্রাউন্ড ফ্লোর বলেছেন: শুভ জন্মদিন

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৫

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৩

মুনশিয়ানা বলেছেন: শুভ জন্মদিনে আহমাদ মোস্তফা কামালকে অনেক অনেক শুভেচ্ছা...

সেই সাথে প্রিয়তমাকেও জানাই শুভ জন্মদিন।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৬

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ ভাইজান।

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৯

হাসান মাহবুব বলেছেন: প্রিয়তমাকে চিনিনা সেভাবে। আহমেদ মোস্তফা কামাল প্রিয় লেখক। দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৪

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৮

~স্বপ্নজয়~ বলেছেন: কামাল কাক্কুরে আর "প্রিয়তমা"কে জম্মদিনের ছুবেচ্ছা !:#P !:#P !:#P !:#P

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩২

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা স্বপ্নজয় ভাই :)

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২৬

মনজুরুল হক বলেছেন:

গত বছর তার জন্মদিনের ঠিক আগের রাতে তার সাথে আমার দেখা হয়েছিল! কিন্তু এমনই চাপা স্বভাবের মানুষ! বললেনও না যে আসছে কাল তার জন্মদিন!!! B-)) =p~ :-B তা যত চাপা স্বভাবেরই তিনি হোন না কেন তাকে ডালি ভরা জন্মদিনের শুভেচ্ছা। সেই সাথে প্রিয়তমাকেও।

তলে তলে দিনক্ষণ মনে রাখার জন্য শামীমকেও সাধুবাদ।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৩৪

একরামুল হক শামীম বলেছেন: উনি মনে হয় কিছুটা চাপা স্বভাবের। হা হা হা। :-B

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৫২

চাঙ্কু বলেছেন: ২ জনকেই জন্মদিনের শুভেচ্ছা ।

কিন্তু জন্মদিনে কেক-কুক না খাওয়াইয়া পৌষের কোন এক বৃষ্টিভেজা মধ্যরাতে জন্ম নিয়ে খালি এক ফোটা বৃষ্টিকে সাথে নিয়ে পিয়ানো বাজাইলে কি হপে ??আমরা কি কি কেক-কুক খাপ না ? পিয়ানো বাজানোও শেষ হপে না মনে হয় আর আমাদের কেক-কুকও খাওয়া হপে না। আফসুস ।

১৪ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:০৭

একরামুল হক শামীম বলেছেন: আফসুস

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:২৪

নুশেরা বলেছেন: আরেকজন আছে কিন্তু। লীনা দিলরূবা।
তিনজনকেই জন্মদিনের শুভেচ্ছা।

@ লেখক- শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রতি যথাযোগ্য স্মরণের জন্য ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৩

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ নুশেরা আপু।

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৩

শয়তান বলেছেন: তিনজনকেই জন্মদিনের শুভেচ্ছা।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৫

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যাপাতা

২০| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৭

শাওন৩৫০৪ বলেছেন: শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল

শুভ জন্মদিন প্রিয়তমা...

শুভ জন্মদিন লীনা দিলরূবা।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৯

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ শাওন ভাই।

২১| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: শাওন৩৫০৪ বলেছেন: শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল

শুভ জন্মদিন প্রিয়তমা...

শুভ জন্মদিন লীনা দিলরূবা।

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২২

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২২| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

জেরী বলেছেন:
শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল!:#P

শুভ জন্মদিন প্রিয়তমা!:#P !:#P

শুভ জন্মদিন লীনা দিলরূবা!:#P !:#P!:#P

(প্রিয়তমার ব্লগটা খালি একবারে কেন :()

২৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৫

পল্লী বাউল বলেছেন: শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল

শুভ জন্মদিন প্রিয়তমা

শুভ জন্মদিন লীনা দিলরূবা

২৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৫

আবু সালেহ বলেছেন: শুভ জন্মদিন আহমাদ মোস্তফা কামাল

শুভ জন্মদিন প্রিয়তমা...

২৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: দুজনকে জন্মদিনের শুভেচ্ছা

২৬| ২৩ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪০

আহমাদ মোস্তফা কামাল বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করতে দেরি হয়ে গেল! :( গতবছর না হয় আগের রাতে দেখা হয়েছিল, এবার তো হয়নি, তা-ও আপনি মনে রাখলেন কিভাবে??? ;)
যাহোক, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

যারা শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। @সন্ধি, তারার হাসি, পারভেজ ভাই, কালপুরুষদা, চতুষ্কোণ, মোজাম্মেল, ফারহান, এরশাদ, মেহরাব, গ্রাউন্ড ফ্লোর, মুনশিয়ানা, হাসান, স্বপ্নজয়, মনজুর ভাই, চান্কু, নুশেরা, শয়তান, শাওন, জেরীমনি, জীবনানন্দদাশের ছায়া, বাউল, সালেহ ভাই, কখনো মেঘ, কখনো বৃষ্টি।

শুভেচ্ছার উত্তরে কিছুই বলার নেই। বাস্তব জীবনেও কেউ শুভেচ্ছা-টুভেচ্ছা জানালে একটা মুচকি হাসি (আসলে ভ্যাবাচ্যাকা হাসি) ঠোঁটে ঝুলিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি। এখনও তেমনই অবস্থা! :)

সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। শুভ ও কল্যাণকর হোক সবকিছু।

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৫

একরামুল হক শামীম বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.