| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজ ছোট ভাই কাদের সিদ্দিকীকে ‘ধিক্কার’ জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেছেন, ‘‘তুমি বাংলার মানুষের মুক্তির জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ করোনি। নিজের জীবন বাঁচাতে করেছিলে।’’
রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সংসদের সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার শওকত আলী অবশ্য লতিফ সিদ্দিকীর বক্তব্যে কার্যপ্রণালী বিধি পরিপন্থী কিছু থাকলে তা এক্সপাঞ্জ করার ঘোষণা দিয়েছেন।
কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘‘তিনি এখন মধ্যরাতে দিগন্ত টেলিভিশনে টক শো’ করেন। আর নয়া দিগন্তে কলাম লেখেন। এ কারণে তরুণ সমাজ তাকে প্রত্যাখ্যান করে ‘নব্য রাজাকার’ হিসেবে আখ্যায়িত করেছে।’’
বস্ত্র ও পাটমন্ত্রী আরো বলেন, ‘‘তিনি শনিবার এক আলোচনা সভায় বলেছেন, আমি যদি রাজাকার হই, তবে বঙ্গবন্ধু রাজাকারের কমান্ডার। ধিক তোমাকে, ধিক তোমার ঔদ্ধত্যকে।’’
‘‘এই সংসদে আমি ঘোষণা করতে চাই, একাত্তরে তুমি বঙ্গবন্ধুর ডাকে, মানুষের মুক্তির জন্য যুদ্ধ করোনি। নিজের জীবন বাঁচাতে যুদ্ধ করেছো। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরে প্রতিশোধ নিতে অস্ত্র ধরোনি। নিজের জীবন বাঁচানোর জন্য অস্ত্র ধরেছিলে’’ যোগ করেন লতিফ সিদ্দিকী।
পরে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘‘মাননীয় মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাতে অন্য একজনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে যা বলেছেন, তাতে কার্যপ্রণালী বিধি পরিপন্থী কিছু থাকলে তা এক্সপাঞ্জ করা হবে।’
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’
২|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
শরীফ িবিড বলেছেন: লতিফ সিদ্দিকী আরও বলেন, ‘‘তিনি এখন মধ্যরাতে দিগন্ত টেলিভিশনে টক শো’ করেন। আর নয়া দিগন্তে কলাম লেখেন। এ কারণে তরুণ সমাজ তাকে প্রত্যাখ্যান করে ‘নব্য রাজাকার’ হিসেবে আখ্যায়িত করেছে।’’
যে বাহাবা পাবার জন্য অাপন ভাইয়ের বিরুদ্ধে এমন কথা বলতে পারে .....সে অন্যের বেলায় কত নিচেই না নামতে পারে।
৩|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
মাহির কাবির বলেছেন: hamba league krle ja hy r ki ????
sob hambar dosh
৪|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
আজব প্রাণী বলেছেন: লতিফ ভাই, পাট বেচে কলকাতায় দুই বাড়ি করছেন ভুলে যায়েন না।
নিক্রিষ্ট মানব...... নিজের আপন ছোট ভাইয়ের অপরাধ না লোকিয়ে প্রকাশ করে।
ধিক্কার লতিফ..... ধিক্কার লতিফ.....
৫|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
সাগর হাসি বলেছেন: এই সংসদে আমি ঘোষণা করতে চাই, একাত্তরে তুমি বঙ্গবন্ধুর ডাকে, মানুষের মুক্তির জন্য যুদ্ধ করোনি। নিজের জীবন বাঁচাতে যুদ্ধ করেছো। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরে প্রতিশোধ নিতে অস্ত্র ধরোনি। নিজের জীবন বাঁচানোর জন্য অস্ত্র ধরেছিলে নিজের জীবন বাচাতে হলে ইন্ডিয়ায় পালানো কি যুক্তিযুক্ত হতনা?
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
রনি১১ বলেছেন: হা হা হাহ হা হ াহ হা হা