নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তনু সাকিব

আমি খাই আর ঘুমায়

তনু সাকিব › বিস্তারিত পোস্টঃ

যাবো কই অামরা, অাসুন পালাই পালাই এ দেশ ছেড়ে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১



দর্শক, শাহবাগের তরুনা ইসলামী ব্যাংক বন্ধ করার দাবী জানিয়েছে..............

আর এ মুহূর্তে একটা বিরতি নিয়ে আমরা চলে যাচ্ছি ইসলামী ব্যাংক প্রধান সংবাদে। একটি প্রখ্যাত চ্যানেলে এভাবেই ঘোষনা করা হলো সংবাদের আগ মূহুর্তে। আর এ চ্যানেলের বেতন হয় পুরোটাই ওই ব্যাংকের অর্থ দিয়ে। দেশের প্রতিটি চ্যানেলেই ইসলামী ব্যাংকের অর্থ দিয়ে সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার হয়। আর সংবাদ পত্র , আমরা তো দেখতেই পেলার গত কয়েকদিনের প্রখম পাতায়, কি বলতে চায় ইসলামী ব্যাংক, সবই ছাপা হলো বিজ্ঞাপন আকারে। মুখে ব্যাংক বন্ধের দাবী করলেও টাকা নিতে কোন লজ্ঝা করেনি এসব সংবাদপত্র। কার কাছে আমরা কি প্রত্যাশা করবো এই দেশে। শাহবাগ আন্দোলনের মিডিয়া পার্টনার একটি পত্রিকায় দেখলাম ব্যাংকের প্রধান নির্বাহীর পাতা জুড়ে সাক্ষাতকার।হা হা হা আজব এ দেশ। শোনা যায় এ সুযোগে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপনের রেট নাকি কয়েকগুন বেশী আদায় করছে মিডিয়াগুলো। সত্যিই বাজিকরের দেশ.........

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

খোলােমলা বলেছেন: মিডিয়াতো মিডিয়াই। বাংলাদেশ সরকার কি ইসলামী ব্যাংক থেকে টাকা নেয়নি? বিশ্বকাপ ক্রিটকটেরে কথাতো ভুলি নাই আমরা।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বরফ গলা পািন বলেছেন: ভাই ব্যাংকটা কি বার্মার নাকি?কি বলেন আবুল তাবুল।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ব্যাখা মোটেই ভালো হয় নাই --- টিভি মিডিয়া ডিড থেকে - আর সংবাদপত্র মিডিয়া বলছেন তারা ভালো করে জানে অবস্থা কি - তাই চামে কিছু কামাইয়া লইতাছে এ ছাড়া কিছু না -


সব থেকে অপছন্দের এই ব্যাংকের একটা হইলো এই ব্যাংকটা রেসিজম প্রচুর - ধর্ম মত নির্বিশেষে এইটা মিথ্যা !!




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.