| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর ২৪জন প্রতিনিধিকে চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে চারজন জেলা প্রতিনিধি এবং ২০জন উপজেলা প্রতিনিধি।তবে কী কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তা জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোর একজন কর্মকর্তা জানিয়েছেন, যে চারটি জেলার প্রতিনিধিকে চাকরিচ্যুত করা হয়েছে, তারা হলেন হবিগঞ্জের হাফিজুর রহমান, খাগড়াছড়ির সৈতক দেওয়ান, জামালপুরের মোস্তফা মনজু এবং মেহেরপুরের তুহিন অরণ্য।
চাকরিচ্যুত উপজেলা প্রতিনিধিরা হলেন আতিকুর রহমান (দেবীদ্বার), আবু ইউসুফ (পরশুরাম), পংকজ কান্তি গোপ (বাহুবল), রতন কান্তি দে(উখিয়া), জসীম মাহমুদ (চাটখিল), এনামুল হক (ফুলপুর), মোশাহেদ মিয়া (বানিয়াচং), আবদুল মান্নান (চাটমোহর), সুজন হাজারী (পাচবিবি),শিপন খান (বালাগঞ্জ), সোহেল মহসিন (মির্জাপুর), আবুল কালাম (শাহরাস্তি), মনিরুল ইসলাম (বাঞ্ছারামপুর), সিরাজুল সালেহীন (কটিয়াদি), খন্দকার আসাদুজ্জামান (পাকুন্দিয়া), আবু বকর সিদ্দিক (শ্রীপুর), আজিজার রহমান (ক্ষেতলাল), এম কে মানিক পাঠান (ফরিদগঞ্জ), শেখ আবদুল হান্নান (সোনাগাজী), মীর আসলাম (রাউজান)।
- See more at: Click This Link
২|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: হঠাৎ চাকুরিচ্যুতি! পরিবারগুলো ঝামেলায় পড়ে যাবে।
৩|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
বোকা_ছেলে বলেছেন: দুখ বিলাসি বলেছেন: নিশ্চয়ই সত্য সংবাদ
পাঠিয়েছে, তাই।
৪|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৮
সুমেপ বলেছেন: .
.
.
সমস্যা কি এখন হলুদ আলোতে যোগ দিবে :পি
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৯
দুখ বিলাসি বলেছেন: নিশ্চয়ই সত্য সংবাদ পাঠিয়েছে, তাই।