নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তনু সাকিব

আমি খাই আর ঘুমায়

তনু সাকিব › বিস্তারিত পোস্টঃ

গরিবের টাকায় চলা সংসদ কি এসব অালোচনার জন্য

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:০৯

গরিবের টাকায় চলা সংসদ কি এসব অালোচনার জন্য, এর থেকে জামায়াত িকভাবে নিষিদ্ধ করা যায় তা নিয়ে অালোচনা করলে ভালো হতো............



সংসদে কেএম খালিদ

চাঁদের বুড়িকে আক্রমণ করতে সাঈদী নাকি চাঁদে গিয়েছিলেন



সংসদ ভবন থেকে: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুখ চঁদে দেখা গেছে, জামায়াত-শিবিরের ছড়ানো এমন গুজব ফেসবুক, ব্লগ ও টুইটার পেরিয়ে এবার সংসদে হাস্যরস সৃষ্টি করেছে।

সোমবার রাতে সরকারি দলের সংসদ সদস্য কেএম খালিদ বিষয়টি নিয়ে ব্যাঙ্গ করেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘চাঁদের বুড়িকে আক্রমন করতে নাকি সাইদী চাঁদে গিয়েছিলেন। এ নিয়ে নানা কথা পছড়িয়ে পড়েছে। অসংসদীয় হয় বলে অন্য কথাগুলো বলতে পারলাম না।’

ময়মনসিংহ থেকে নির্বাচিত এ সংসদ সদস্য ফেসবুকের বরাত দিয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ‘সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য চাঁদে সাঈদীর ছবি দেখা যাচ্ছে বলে প্রচার করা হচ্ছে।’

প্রসঙ্গত, চাঁদে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি দেখা গেছে বলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক গণমাধ্যমে প্রচার চালানো হয়। জামায়াত-শিবির এই প্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:১৭

বোকা ইনদুর বলেছেন: জামায়াত িকভাবে নিষিদ্ধ করা যায় তা নিয়ে অালোচনা করলে ভালো হতো............
হে হে ..... দাদা, এইটা আমেলীগ জীবনেও করবেনা। আমেলীগের কোন নেতার মুখ থেকে এমন কথা বাহির হইতে শুনছেন একবারও??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.