![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক আমি, হাজারো শব্দের ভীরে
নামহীন স্বপ্ন আমি, কল্পিত নাটকে
ব্যস্ত আমি, বিরামহীন যন্ত্রে।
গল্প আমি, নদীর জলে
উপমা আমি, অনুভুতিহীন পশুতে
প্রানহীন আমি, মিথ্যে নিয়মে।
কষ্ট আমি, সুরহীন সাগরে
অবাক আমি, শীতের শিশিরে
শুধুই আমি, ঝিঁঝিঁপোকার বাজারে।।
( লেখকঃ তানভীর / ৯ ই চৈত্র, ১৪২১)
©somewhere in net ltd.