![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"শ্র - ০৫"
সমাজের ক্ষত হয়ে বেঁচে থাকা শরীরেও ক্ষুধা এসে ভর করে, আসে বার্ধক্য
সাধারন মানুষেরা নাক কুঁচকে এড়িয়ে যায় ঘরটুকু ।
যাতে তাদের পবিত্র পোশাক অপবিত্র না হয় ।
এদের অনেকেই আবার রাতের অন্ধকারে এদিকে কুই কুই করে কি যেন খুঁজতে আসে ,
ইমাম – ঠাকুর বলে উঠেনঃ সমাজটাকে আর বাঁচানো গেলো না ,সব গেলো সব গেলো ।।
জরিনার পেটে আবার সন্তান আসে ,
এবার জরিনা তার পেটের সন্তানের বাপের নাম জানে না
আগেরবার জানতো, তারপরেও ...
‘ মা, ওই মা, ক্ষিদা লাগসে খামু । ভাত দে ।
জরিনা ভাত দিতে থাকে ।।
ওই মাগি গতর বেইচা খায়,
মেম্বর সাব আপনে কিছু করলেন না তারে ,
কিছু একটা করেন এইবার ..
সাথে সাথে মাথা নাড়ে মৌসুমি টুপি আর ধুতির দল
জ্বল জ্বল করে উঠে মেম্বারের চোখ ।।
সকালবেলা প্রবল একটা জোয়ার আসে , ব্যানার ফেস্টুনে ভেসে যায় পুরো এলাকা
একটি ব্যানারে ভেসে উঠে “অসামাজিক কার্যকালাপ প্রতিরোধ কমিটি”
টিনের ঘরের দেয়ালে পরতে থাকে দা-কুড়ালের কোপ
মর্গে পড়ে থাকে ৪ বছরের বেজন্মা শিশু আর
পেটে সমাজের পাপ নিয়ে মৃত বেশ্যা ।
(২১-১০-২০১৫ ইং , তানভীর)
©somewhere in net ltd.