নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি...

তানভীর১১১৩

তানভীর১১১৩ › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন

২১ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০২

" প্রশ্ন "

সৃষ্টি কর্তা, জিজ্ঞেস করি তোমায়
তোমার আদলেই কি তবে সৃষ্টি মানবের হৃদয়?
যে ছেলেটা অবুঝ মনে ভাত খেতে বসেছিলো কাল
তার নিথর দেহ আজ পড়ে আছে মর্গের পাতা শূন্যতায়,
তবু নেই কেউ, নেই বাবা, নেই মা, নেই ভাই, নেই কোনো আপনজন
মৃত্যুর করুণ ছায়ায়, একা নিঃসঙ্গ, যেনো এই পৃথিবীরই নিস্তব্ধ এক করুণার প্রতীক।

জানাজা কী হবে, দাফন কি হবে, কেউ জানে না
কেউ নেই পাশে, নেই হাত ধরে রাখা,
এক এতিমের লাশ কিভাবে পেলো এমন করুণ পরিণতি
এই প্রশ্ন তুলি তোমার আকাশের দিকে।

ভেবে দেখি, কি ছিলো তার অপরাধ?
জীবনের শেষে কি পেয়েছিলো সে শান্তির ঠাঁই?
নাকি এই পৃথিবী ছেড়ে যাওয়া তার জন্যে
আরও এক পীড়ারই নতুন অধ্যায়?

সৃষ্টি কর্তা, এক এতিমকে এমন কষ্টময় মৃত্যু কেন দিলে?
কেন তার জীবনের শেষ প্রান্তে
তোমার দুনিয়ায় ছিলো না কেউ
যে তার শীতল হাত ধরে বলতে পারতো, "তুমি একা নও"?
জানি না উত্তর, জানি না তোমার ইচ্ছার মানে,
তবু দুঃখে মেশানো এই মানবিক প্রশ্ন
তুলে রাখি, এই গভীর রাত্রির নীরবতায়।

(তানভীর / ২০-০৯-২০২৪ ইং)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৭

সোনাগাজী বলেছেন:




বিশ্রী কবিতা।

একটা ভয়ংকর হত্যাকান্ডকে তুলে ধরার মতো কবিতা হয়নি এটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.