নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপার্থিব আলো

এলোমেলো অগোছালো আবোল তাবোল চিন্তা ভাবনা নিয়েই আছি

অপার্থিব আলো › বিস্তারিত পোস্টঃ

আজ কিংবদন্তীতুল্য অভিনেতা জোকারের(Heath Ledger) ৩৭ তম জন্মদিন (R.I.P)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১:২৫

কিংবদন্তীতুল্য অভিনেতা "Heath Ledger" কে চেনে না এমন লোক পাওয়া দুষ্কর।যে মানুষটা সত্যিকারের "জোকার" শব্দের অর্থটাই বদলে দিয়েছে।
আজ তার ৩৭ তম জন্মদিন।১৯৭৯ সালের ৪ঠা এপ্রিল অস্ট্রলিয়াই তিনি জন্মগ্রহণ করেন,আর মাত্র ২৮ বছর বয়সে,২০০৮ সালের আজকের এই দিনে অতিমাত্রাই মাদক সংক্রান্ত কারনে তিনি মারা যান।যদিও মৃত্যুর কারন হিসাবে বালা হয়ে থাকে অতিমাত্রাই ওষুধ সেবন,কিন্ত অরজিনাল কারণটা ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ডার্ক নাইট’ ছবিতে জোকার চরিত্রই।"দ্য ডার্ক নাইট"অভিনয়ের প্রায় শেষের দিকে মৃত্যুর প্রায় এক মাস আগে এক সাক্ষাৎকারে বলেন..."Last week I probably slept an average of two hours a night,and I couldn't stop thinking. My body was exhausted and my mind was still going."
"ব্রোকবেক মাউন্টেন" এবং বিশেষ করে "দা ডার্ক নাইটের" জোকার চরিত্রে অভিনয় করার মাধ্যমে নিজেকে স্থায়ী ভাবে ইতিহাসে প্রতিষ্ঠিত করে নেন।এখন এই কালজয়ী অভিনেতার ব্যাপারে কিছু জানা জাক ঃ-
১। The Dark Knight মুভির জন্য অস্কার পান হিথ লেজার। কিন্তু দূর্ভাগ্যক্রমে তা তিনি নিজ হাতে গ্রহণ করতে পারেন নি। যে খ্যাতি,যে ভক্তদের জন্য মানুষ আজীবন পরিশ্রম করে, তাই তিনি পেয়েছেন, কিন্তু তিনি তা জেনে যেতে পারেননি। The Dark Knight মুভি রিলিজ হওয়ার আগেই মৃত্যু হয় তার। তিনি জানতে পারলেন না যে তিনি বিশ্বের অন্যতম এক সেরা অভিনেতা হিসেবে অসংখ্য মানুষের হৃদয়ে স্থান দখল করেছেন।
২।জার্মান একটি তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে বিতর্কিত তথ্যটি। এর নাম ‘হিথ লেজার: ঠু ইয়াং টু ডাই’(লিঙ্ক নিচে কমেন্ট বক্সে দেওয়া হল)।
৩।জোকার চরিত্রে প্রস্তুতির কথা ডায়েরিতে লিখে রাখতেন হিথ। প্রামাণ্যচিত্রটির বেশিরভাগ অংশ তৈরি হয়েছে ওই ডায়েরি অবলম্বনে।জকারের প্রস্তুতি হিসেবে একটি হোটেলে এক মাস নিজেকে বন্দি রেখেছিলেন তিনি। কণ্ঠের জন্য হায়েনা, পেঁচা, কমিক স্ট্রিপস থেকে অনুপ্রেরণা নেন হিথ ।
৪।২০০৭ সালে এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিথ বলেছিলেন, ‘সব কমিবস পড়ার সম্মিলন বলতে পারেন এটাকে। এরপর চিত্রনাট্যে সম্পৃক্ত হয়ে চোখ বন্ধ করে ধ্যানে বসতাম। লন্ডনের একটি হোটেলে প্রায় এক মাস ছিলাম। নিজেকে বন্দি করে রেখেছিলাম। ডায়েরি লিখতাম। আর কণ্ঠনালী নিয়ে নিরীক্ষা করতাম। কারণ জোকারের মতো কণ্ঠ আর হাসি খুঁজে পাওয়া জরুরি ছিলো ।
৫।জোকার চরিত্রটির মেক-আপ হিথ নিজে ডিজাইন করেছিলেন এবং ডার্ক নাইট মুভিতে দেখানো হোম ভিডিও গুলো ক্রিস্টোফার নোলান নয় ডিরেক্ট করেন হিথ লেজার!!
৬।বাস্তব জীবনে প্রচন্ড আত্মকেন্দ্রিক ও লাজুক ছিলেন।
৭।জোকার চরিত্রে অভিনয় করা এক্টরদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন তিনি। আগের দুজন ছিলেন জেক নিকলসন এবং সিজার রোমেরো।এমনকি নিকলসন তার অন্যতম প্রিয় অভিনেতা।
৮।স্পাইডার ম্যান মুভিতে পিটার পার্কার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে তা ফিরিয়ে দেন।পরবর্তীতে সেই চরিত্রটি পায় টবি মেগুয়রে।কোয়েন ব্রাদার্সের অস্কার জেতা "No Country For Old Men" মুভিতে অভিনয়ের প্রস্তাব পেলেও নিজেকে সময় দেয়ার অজুহাতে তা ফিরিয়ে দেন।
জোকারের কিছু উক্তি ঃ-
1.If you’re good at something, never do it for free.
2. I believe whatever doesn’t kill you, simply makes you…stranger
3. Batman: Then why do you want to kill me?
Joker: I don’t want to kill you! What would I do without you? Go back to ripping off mob dealers? No, no, NO! No. You… you… complete me.
Batman: You’re garbage who kills for money.
4.Madness as you know is a lot like gravity all it takes is a push
5.Why so serious?

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা।

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

রাজসোহান বলেছেন: জোকারের চিন্তা ভাবনায় ডুবে আছি এখনও। হিথ লেজারকে জন্মদিনের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.