![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্রডকাস্ট জার্নালিস্ট
.........................................................................................................
সানি আসা নিয়ে যারা বিরোধীতা করছে তাদের কাছে প্রশ্ন: ভাই এবং হেফাজতিরা একটু বলবেন সানি যে আসছে তাকে কারা আনতেছে? এত ঢাক ডোল পিটিয়ে তারা কি সানিকে দিয়ে কোন পর্ন ফিল্ম করানোর জন্য আনতেছে?? যদি তাই হয়ে তবে চলেন লঠি-সোঠা নিয়ে নামি....ডিক্লায়ার দিয়ে পর্ন বানানো এখনো আমাদের সংস্কৃতিতে শুরু হয় নাই... সো সংস্কৃতি বাঁচাতে আমিও আপনাদের সাথে নামবো...কিন্তু যদি তা না হয়, তহলে আপনাদের চুলকানিতে ঔষুধ লাগান...কারণ তার বেবি ডল টিভিতে দেখতে পারেন, রিংটোনে দিতে পারেন, কিন্তু স্টেজে দেখলে সমস্যা???? এইসব ভাউতাবাজি বাদ দেন... সানি এসে স্টেজ পারফরম্যান্স করা যদি খারপ হয়, তবে অল মোস্ট প্রতি মাসে আমাদের দেশে ইন্ডিয়ান তারকা আসাও সেইম খারাপ.... ধরে নিলাম সানি এসে আমাদের খারাপ করবে...তবে সে খারাপ করবে একদিন...কিন্তু ভারতীয় চ্যানেল জি-বাংলা, স্টার জলসা, স্টার প্লাস যে আমাদের ক্ষতি করছে প্রতিদিন সে ব্যপারে সোচ্চার হন না কেন?????? আসেন আমরা আমাদের প্রকৃত ক্ষতি যে চ্যানেল গুলো করছে সেগুলো বন্ধের জোড়ালো আন্দোলন গড়ে তুলি.....সেটা কাজে দিবে...
ধন্যবাদ
©somewhere in net ltd.