নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে আমি

বল সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে। আর মিথ্যাতো বিপুপ্ত হওয়ার জন্যেই ।-সুরা বনী ইসরাইলঃ-৮১

সত্যের সন্ধানে আমি

বল সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে। আর মিথ্যাতো বিপুপ্ত হওয়ার জন্যেই।-সুরা বনী ইসরাইলঃ-৮১

সত্যের সন্ধানে আমি › বিস্তারিত পোস্টঃ

মেহদী হাসান খান ও তার অভ্র টিম” কে পরবর্তী একুশে পদকে ভূষিত করার জন্যে বাংলা একাডেমীর কাছে জোর দাবী জানাচ্ছি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

আজ মহান একুশে ফেব্রুয়ারী। শহীদ দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।



বর্তমানে বাঙালী জাতি হিসেবে আমাদের দোষের অন্ত নেই। যেমনঃ- বাঙালী একাই একশ কিন্তু একশ বাঙালী এক হতে পারে না। শত দোষের মধ্যেও কিন্তু বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গনঅভ্যুথান, একাত্তরের স্বাধীনতা আন্দোলনের মতো কিছু গৌরব উজ্জ্বল ইতিহাস এই বাঙালী জাতির আছে। আমরাই পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্যে প্রাণ দিয়েছি, শহীদ হয়েছি।



আসলে যে কথা বলতে চাচ্ছিলাম তা হলো একুশে পদক নিয়ে.........



একটা সময় ছিল যখন বাংলাদেশের ইন্টারনেট জগতে বাংলা ভাষার অস্তিত্ব তেমন একটা ছিল না বলেই চলে কিন্তু আজ বাংলাদেশের ইন্টারনেট জগতের যেদিকেই থাকাই শুধু বাংলা আর বাংলা। এমনকি যে ফেইসবুকে এক সময় ইংলিশ আর বাংলিশ ছাড়া কিছুই দেখা দেখা যেতনা সেই ফেইসবুকেও আজ বাংলা ছাড়া আর কিছু দেখা যায়না। এখন ফেইসবুকের নিউজফিডে ইংলিশ আর বাংলিশ দেখতে হলে হারিকেন দিয়ে খুজতে হয়। তাও পাওয়া যায় কিনা সন্দেহ!!



বাংলাদেশের ইন্টারনেট জগতে বাংলা ভাষার এই অভূতপূর্ব বিপ্লবের একমাত্র কৃতিত্ব ও অবদান হচ্ছে- ইউনিকোড ভিত্তিক অভ্র কীবোর্ড সফটওয়্যার।



আপনি কি জানেন এই অভ্র কীবোর্ড সফটওয়্যার এর জনক একজন মেডিকেল ডাক্তার!!যার নাম- মেহদী হাসান খান, যিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়া অবস্থায় ২০০৩ সালের ২৬শে মার্চ এই সফটওয়্যারটি তৈরির কাজ সম্পন্ন করেন। পরবর্তীতে রিফাত-উন-নবী, তানবিন ইসলাম সিয়াম, রাইয়ান কামাল, শাবাব মুস্তফা এবং নিপুন হক এই সফটওয়্যারের উন্নয়নের সাথে যুক্ত হন।



অনেকেই একুশে পদকের যোগ্য না হয়েও শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় একুশে পদক লাভ করেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে একুশে পদকের জন্যে সবচেয়ে যোগ্য ব্যক্তিটিকে আজ পর্যন্ত একুশে পদকে ভূষিত করা হয়নি।



তাই বাংলাদেশের সকল তরুণ তরুণীদের পক্ষে থেকে “মেহদী হাসান খান ও তার অভ্র টিম” কে পরবর্তী একুশে পদকে ভূষিত করার জন্যে বাংলা একাডেমীর কাছে জোর দাবী জানাচ্ছি।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

মাফকরেবন বিচারপতি বলেছেন: সহমত

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ব্যতীপাত বলেছেন: একমত ।আমি নিজেও বাংলা লিখতে পারতাম না । এখন অভ্র দ্বারা আমার বাংলা লিখার জগৎ উন্মোচন করতে পেরেছি ।অভ্র টিমকে সে জন্য অসংখ্য ধন্যবাদ

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

রাহী আবদুল্লাহ বলেছেন: অভ্র'র কাছে চির কৃতজ্ঞ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

মাহির কাবির বলেছেন: fb te ekta event khula hyce eita nia...

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

জিললুর রহমান বলেছেন: আমিও একমত। তবে চোরা জব্বার সেটা হতে দিবে বলে মনে হয় না।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২০

শের শায়রী বলেছেন: বাংলাদেশের সকল তরুণ তরুণীদের পক্ষে থেকে “মেহদী হাসান খান ও তার অভ্র টিম” কে পরবর্তী একুশে পদকে ভূষিত করার জন্যে বাংলা একাডেমীর কাছে জোর দাবী জানাচ্ছি

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মেমননীয় বলেছেন: যতদিন বাংলাভাষা ও ইন্টারনেট টিকে থাকবে,
ততদিন অভ্র'র কাছে কৃতজ্ঞ থাকবে বাঙালী!

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

মুনতাশীর বলেছেন: সরকারী দলের সমর্থক নাহলে কোনো জাতীয় পুরস্কার কাউকে সচারচর দেয়ার নজীর নেই। অভ্র'র কাছে চির কৃতজ্ঞ।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

বিশ্বাস করি 1971-এ বলেছেন: সহমত...... :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.