![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বৃহস্পতিবার গাবতলীতে অবরোধ, আর আজ সাভারের উলাইলে গাড়ি ভাংচুর, গোলাগুলি!! আমাকে কি আর ঢাকায় যেতে দেবে না??
কয়দিন কাজ না করে থাকা যায়, ঐদিকে আমার কাজ যে পরে আছে। কাজ না করলে আমার শিক্ষক মহাশয় তো আমারে ব্যাম্বো দিবে, নরমাল না আইক্ক ওয়ালা ব্যাম্বো।
ল্যাব এর কাজ না করলে আমার কেমনে চলবে? আর সেই কাজ করার জন্য আমাকে তো আগে ল্যাব এ যেতে হবে, এমন করে চললে আমি কেন কেউই তো তাদের কাজ করতে পারবে না।
ভাইগো কিছু হইলেই গাড়ি ভাংগা বন্ধ করেন, আমাগো মত গরীব মানুষেরে একটু বাস এ চড়ে ঢাকায় যাইতে দেন। বাস ভাংলে আমরা কি করবো? আমাগো আর প্রাইভেট গাড়ি নাই.....।
©somewhere in net ltd.