![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে ঘুম থেকে উঠে দেখি একটা এস এম এস ।লিখেছে আমার বৌ ।সেখানে লিখা যেদিন তুমার পাশে কেও থাকবে না সে দিন আমি থাকব তুমার পাশে ।যদিও পৃথিবী ডুবেও যায় সেদিন ও আমি থাকবো তোমার পাশে ।অনেক ভালবাসা দিয়ে লিখেছে ।কিন্তু যদি পৃথিবী ডুবে যায় তাহলে কি ভাবে সে আমাকে ভালবাসবে ।তখন তো সে ও থাকবে না আর আমি ও থাকবো না ।তাহলে এই ভালবাসা কি ভাবে হবে ।এটা কি প্রেম না আবেগ ।আমার প্রশ্ন সবার কাছে ।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯
ভিটামিন সি বলেছেন: ভাইজান, ভাবী রাইতে আপনারে আর কি কি কয়? হেইডা নিয়া একটা পোষ্ট দেন দেখি।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৬
তানভীরশাওন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর কমেন্ট এর জন্য
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭
তানভীরশাওন বলেছেন: সর্ব প্রথম ধন্যবাদ জানাই আমার সহ কর্মিদের এবং আমার পাঠকদের ।যারা আমাকে এত দ্রুত আমাকে সেফ মুট এ নিয়ে এসেছে
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১০
আশিক মাসুম বলেছেন: হাহাহা অনেক আগে একটা কথা শুনেছিলাম, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আর প্রেমের নৌকা যে কোন যায়গা দিয়া যায় নৌকা নিজেও কইতে পারেনা। আর প্রেমের ৯৯%- ই আবেগ। প্রেমে পরলে যে মানুষ কি কি কয়।