| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তাক্ত মাতৃভূমি আকাশ নিলে ঘেরা
রক্ত দিয়ে গরেছি দেশ
যায় না তাকে ভুলা।
স্বাধীন দেশে আমারা সবাই
মান খুলে হাসি
স্বাধীন যারা করেছে দেশ তাদের ভালবাসি।
রক্ত দিয়ে হয়েছে দেশ ; হয়েছে পতাকা
লাল সবুজের মাঝে আছে মায়ের মমতা।
যাদের রক্তের বিনিময়ে পেয়েছি এই বাংলা
সেথ পাথরে রাখবো লিখে তাদের সম্মাননা।
ভাই হারাল বোন আর ছেলে হারাল মা
বাপ হারাল সন্তান আর সু্ঃখ হারাল বৌ।
এই স্বাধীন দেশ আমাদের রক্ত দিয়ে গড়া
জীবন দিয়ে রাখবো মোরা তারই মর্যাদা।
কিছু ঘাতক দালালেরা রাখছে তাকে ঘিরে
ঘাতক মুক্ত করব মোরা সোনার বাংলা কে।
রক্ত দিয়ে তৈরী মোদের সোনার বাংলা
এই বাংলা থাকবে সুজলা আর সুফলা।
পাক হানাদার রাজাকার করে দিব ধংস
মন খুলে উরবে শুধু লাল সবুজের অংশ
রচনা ::তানভীর সরকার শাওন
উৎসর্গ করলাম আমার দেশের মুক্তিযোদ্বে শহীদ এর নামে
২|
১৮ ই জুন, ২০১৩ ভোর ৬:১২
খেয়া ঘাট বলেছেন: ও বলতে ভুলে গেছি। ছবিটা খুব খুব খুব সুন্দর।
৩|
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৯
তানভীরশাওন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার লিখা দেখা
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ ভোর ৬:১১
খেয়া ঘাট বলেছেন: কবিতার ভাব অনেক ভালো হয়েছে। তবে মাঝে মাঝে ছন্দের গরমিল হয়েছে।+++