![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল অনেক সুন্দর ও ভালো মানের বিজ্ঞাপন নির্মাণ হচ্ছে। কিন্তু কিছু কিছু অরুচিকর বিজ্ঞাপন যা দেখলেই স্নায়ুতে এক ধরনের অস্বস্তিকর চাপ বোধ করি আমি। এসিআই বাংলাদেশের স্বনামধন্য একটি গ্রুপ কিন্তু আমি এদের একটি বিজ্ঞাপন দেখে যারপর নাই হতাশ। এরা এইডা কি বানাইলো ???
আপনি হয়তো আমার সাথে এই বিষয়ে দ্বি-মত করবেন না যে টিভির বিজ্ঞাপন এমন এক মাধ্যম যা বড়দের চেয়ে ছোটদের বেশি প্রভাবিত করে। সম্প্রতি ফান লিচি ক্যান্ডির একটি বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে যেখানে একটি বাচ্চা ছেলে অতি বিকৃত ও কর্দযভাবে চিতকার করে (যা শুনে খালি থাবরায়তে ইচ্ছা করে) জেদ করে লিচু খাওয়ার জন্য আর বাচ্চাটির বাবা নানাভাবে চেষ্টা করে তাকে থামানোর। এই ট্রাজিক মূহুর্তে একটি মেয়ে এসে প্রাণ লিচি ক্যান্ডি দেয় তার হাতে আর তখন বেয়াদব ছেলেটা চুপ করে যায়। কিছুক্ষণ পরে ছেলেটার ক্যান্ডি শেষ হয়ে যায় আর সে আবার জানোয়ারের মত চিতকার শুরু করে দেয়; তখন তাকে এক জার প্রাণ লিচি ক্যান্ডি দেওয়া হয় আর সে এমন এক অশ্লীল ভঙ্গি করে চিতকার বন্ধ করে যার অর্থ কিছুটা এমন দাঁড়ায় যে ছলা-কলা করে জানোয়ারের মত চিতকার দে, দেখবি যা জেদ করবি তাই পাইবি। এইডা কিছু হইলো? বাচ্চাদের কি জানাতে বা শিখাতে চাচ্ছে এই বিজ্ঞাপনের মাধ্যমে?
আজকাল ব্লগ একটি শক্তিশালী প্রচার মাধ্যম আর তাই আমি আমার এই লিখার মাধ্যমে এই বিজ্ঞাপন ও সমাজের জন্য ক্ষতিকর সকল অশ্লীল ও কুরুচিপূর্ণ বিজ্ঞাপনের প্রচার বন্ধ করার দাবি জানাচ্ছি এবং আশা করছি এই লিখাটি বিজ্ঞাপন প্রচার সংশ্লিষ্ট কোন উদার দায়িত্ববান মানুষের নজরে আসবে।
আসুন নিজে বাঁচি, অন্যকে বাঁচায় আর সুন্দর করি আগামীর প্রজন্মকে।
(এসিআই-এর ফান লিচি ক্যান্ডির জায়গায় প্রান লিচি ক্যান্ডি উল্লেখ করায় আমি আন্তরিকভাবে দুঃখিত)
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫
তানজিমস্ বলেছেন: মানুষ টাকা খরচ করে এই ধরনের বিজ্ঞাপন বানানোর এনার্জি পাই কি করে???
২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: এটা বেশ আগের বিজ্ঞাপন ।
আপনি পোস্টে যা যা লিখেছেন , তা একদম ই আমার কথা । জানোয়ার এর মত চিক্কুর মারে
কিছু চাও , না দিলে চিক্কুরাও , পাইয়া যাইবা । বাপে দিবে , নইলে রাস্তায় কুনু বিলা আইয়া দিয়া দিবে , তুমি তহন চুরা স্মাইল দিবা
এ ধরণের বিজ্ঞাপন দিয়ে প্রকারান্তে বাচ্চাদের এটাই বুঝানো হচ্ছে , চিৎকার ই সকল সমস্যার সমাধান ।
বাই দ্যা ওয়ে , ছেলেটার চিৎকার অতি বিদঘুটে এবং কানে লাগে ।
বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে কিছু আবাল এসব বিজ্ঞাপন বানায় ,কেন যে হেগো রাখে
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
তানজিমস্ বলেছেন: আবাল-গুলারে থামানো জরুরি...
৩| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ওই বাপের জায়গায় আমি হইলে এয়সে এক থাবড়া মারতাম , ওর ভোকাল কর্ড এর মম ডেড কইরা দিতাম ।
হারামজাদা , দে দেহি এবার চিক্কুর ।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭
তানজিমস্ বলেছেন: পোলাডার চেয়ে যে গাধা এই বিজ্ঞাপনটা বানাইছে তারে বেশি বেশি থাপড়ানো উচিত।
৪| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
আজিম উদ্দিন চৌধুরী বলেছেন: আজকাল কিছু বাপে খেদাইননা মা এ তাড়াইননা পরিচালকরা বিজ্ঞাপন বানানি শুরু করছে ফল স্বরূপ সমাজ ধ্বংসকারী বিজ্ঞাপনের প্রভাব বেড়েছে।
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
তানজিমস্ বলেছেন: আবাল-গুলারে থামানো জরুরি...
৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
শিপু ভাই বলেছেন:
আমি একবার দেখছি। আমারো থাব্রাইতে মঞ্চাইছে। তয় ঐ বাচ্চারে না- যে হালার্পো এডটা বানাইছে ওরে!!!
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮
তানজিমস্ বলেছেন: যে গাধা এই বিজ্ঞাপনটা বানাইছে তারে বেশি বেশি থাপড়ানো উচিত। গাধা-গুলারে থামানো জরুরি, এরা দেশ ও দশের শত্রু...
৬| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
শিপু ভাই বলেছেন:
প্রানের এনিমেটেড এড গুলো ভাল হয়!!!
৭| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১০
কালোপরী বলেছেন: টিভিই দেখি না
৮| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
টুন্টু কুমার নাথ বলেছেন: এই পোস্ট টি স্টিকি করা উচিত।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২
তানজিমস্ বলেছেন: পোষ্ট স্টিকি হোক বা না হোক সকল কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বন্ধ হোক... ধন্যবাদ।
৯| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
জাতিস্বর বলেছেন: আজাইরা সব এড দেয়!!বুঝি না,এইসব আউফফাউল concept দিয়ে কেমনে চাকরি বাঁচায় চলে এড ফার্মগুলাতে!!
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
তানজিমস্ বলেছেন: আমারও একই প্রশ্ন... এইসব আজেবাজে বিজ্ঞাপনের জন্য টাকা খরচের মানে কি? নাকি এসকল বিজ্ঞাপন বিনামূল্যে সরবরাহ করে!!!
১০| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭
প্রদীপ শিখা বলেছেন: পোলাডরে থাবড়ায়ে কি হবে? থাপড়ানো উচিত যে গাধা এই বিজ্ঞাপনটা বানাইছে তারে ...
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৮
তানজিমস্ বলেছেন: কঠিনভাবে সহমত...
১১| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: এটা আজ আমি প্রথম দেখলাম, দেখেই ঠিক আপনার মত কথা টা ভাবছি
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০
তানজিমস্ বলেছেন: যে-কোন সুস্থ স্বাভাবিক মানুষ এই বিজ্ঞাপন দেখে অসুস্থ বোধ করবে...
১২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
রূপস আমীন বলেছেন:
গত কাল রাতে এড টা দেখেছি। আসলে বিরক্তি লাগছিল। অনেক সুন্দর সিকোয়েন্সে এ এড করা যেত। বাচ্চার চিৎকারটা আসলেই বিরক্তিকর। মাটা মোটা লোক দিয়ে এড বানালে এরকম হবে। সবাই তো আর অমিতাভ রেজা না। আর ফারুকি না। এরকম দুই চারটা ফালতু এড হবেই।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬
তানজিমস্ বলেছেন: বিজ্ঞাপন বাচ্চারা বেশি দেখে, তাদের কথা ভেবে সুস্থ ধারার একটা বিজ্ঞাপন বানানো কি খুব কঠিন? নামি দামিরা বিজ্ঞাপন না বানালে কি সুস্থ বিজ্ঞাপন সম্ভব নয়? আমারতো মনে হয় সম্ভব, প্রয়োজন শুধু সুরূচির।
১৩| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬
কাজী মামুনহোসেন বলেছেন: ওই বাচ্চাকে নয়, যেই হালায় এ্যাডটা বানাইছে তারে থাবড়ানো দরকার...
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৭
তানজিমস্ বলেছেন: কঠিনভাবে সহমত...
১৪| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯
আহলান বলেছেন: আমি তো বলি ফালতু নাম্বার ১ এড। আর বাচ্চাটা যেভাবে ভেড়ার মতো চিৎকার করে, সেটা শুনেই মনে পড়ে গ্রামে হাজাম যখন কারো খৎনা করতো সেই সময় এভাবে চিৎকার করতো বাচ্চারা .....
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫০
তানজিমস্ বলেছেন: ফালতু নাম্বার ১... হাজামের কর্ম সম্পাদনের কথাতে অনেক কিছু মনে পড়ে গেল...
১৫| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
তারিন রহমান বলেছেন: পোলাডরে থাবড়ায়ে কি হবে? থাপড়ানো উচিত যে গাধা এই বিজ্ঞাপনটা বানাইছে তারে ...
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২
তানজিমস্ বলেছেন: কঠিনভাবে সহমত...
১৬| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০
আল ইফরান বলেছেন: শিপু ভাই বলেছেন:
আমি একবার দেখছি। আমারো থাব্রাইতে মঞ্চাইছে। তয় ঐ বাচ্চারে না- যে হালার্পো এডটা বানাইছে ওরে!!!
কঠিনভাবে সহমত ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩
তানজিমস্ বলেছেন: কঠিনভাবে সহমত...
১৭| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
চৌকশ বলেছেন: থার্ড ক্লাস এ্যাড
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
তানজিমস্ বলেছেন: এইডা মনে হয় কোন ক্লাশের মধ্যেই পড়েনা।
১৮| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অ্যাটম চকলেটের একটা বিজ্ঞাপনের সারমর্ম, গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের সাথে ডেটিংএ গিয়ে ধরা পড়েছেন, অ্যাটম খাও, চাপার জোড় বাড়াও।
যে যেমন, তার চিন্তা ধারাও তেমন। যে অ্যাড বানাইছে সে মনে হয় অংসখ্যবার এই কাজ করছে আর ধরা পরছে।
২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
তানজিমস্ বলেছেন: বোধ-বুদ্ধির ব্যাপক খামতি থাকলে যা হয় আরকি...
১৯| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
এই আমি সেই আমি বলেছেন: এই এডটা মানসিক পীড়ন করে । আইনজীবি কোন ব্লগার যদি নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন তাহলে বাধিত থাকিব । ভাই যে ভাবেই হোক একটা উপায় বের করেন ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৪
তানজিমস্ বলেছেন: এই সর্ম্পকে দেশে নিশ্চয় আইন আছে কিন্তু প্রয়োগটা জরুরি, কোন আইনজ়ীবি এগিয়ে আসলে ভালো হয়... ধন্যবাদ আপনাকে।
২০| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ফার্ুক পারভেজ বলেছেন: টুন্টু কুমার নাথ বলেছেন: এই পোস্ট টি স্টিকি করা উচিত
আপনি জান ফাটাই পালান কিংবা সামুর মডু গো কাছে যাই মাথা ফাডাই ফালান তারা জীবনেও এই পোষ্ট ষ্টিকি করবেনা।
কিন্তু এখন যদি জামাত-শিবিররে পচাই একটা পোষ্ট দেন কিংবা ইসলাম বিরোধী নাস্তিকের পোষ্টে যাই বলেন এ কথা তাহলে সেটা তারা বিবেচনায় নিবে।
সর্বশেষ স্টিকিটা দেখলেন না কি ন্যাক্কারজনক পোষ্ট ষ্টিকি করেছে।
সারা দেশে শিশুরা ভিটামিন ক্যাপসুল খেয়ে মারা গেছে অসুস্হ হয়েছে, পত্রিকা , অনলাইন পত্রিকা, এমনকি সরকারের অনলাইন বিটিভি বাংলানিউজ২৪.কম এ ও নিউজ হয়েছে
আর এক ভোদাই ব্লগার এটাকে গুজব বলেছে আর সেটা স্টিকি হয়ে গেছে।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৭
তানজিমস্ বলেছেন: ছাপোষা ব্লগার বলে যদি কোন কথা থাকে তাইলে আমি সেইটা... শুধু চাই বন্ধ হোক অরুচিকর ও ক্ষতিকর সব কিছু... ধন্যবাদ আপনাকে।
২১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
ঘুড্ডির পাইলট বলেছেন: এড বানাইলু কিডা ?
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০
তানজিমস্ বলেছেন: কে সে মহান উজবুক?!?
২২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: এই বিজ্ঞাপন শুরু হলে চ্যানেল না পাল্টায়া উপায় থাকে না।
বিজ্ঞাপনেরও সেন্সর বোর্ড লাগবে।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩
তানজিমস্ বলেছেন: হক কথা...
২৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬
কানা ফকীর বলেছেন: মেটাল বলেছেন: ওই পোলারে ধইরা থাব্রাইতে ইচ্ছা করে
বালের এড বানাইসে
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩
তানজিমস্ বলেছেন: এধরনের বিজ্ঞাপন বন্ধ হোক..
২৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০
হাসান মাহবুব বলেছেন: দেখিনাই এ্যাডটা। বেশ ইরিটেটিং মনে হচ্ছে।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
তানজিমস্ বলেছেন: ভীষণ ইরিটেটিং এবং ভালগার...
২৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
মাহবু১৫৪ বলেছেন: বাচ্চার এখানে কি দোষ? ওদেরকে যা শিখানো হয় ওরা তাই শিখবে।
বিজ্ঞাপন যারা বানিয়েছে তাদেরকে আগে ধরা উচিত।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
তানজিমস্ বলেছেন: সহমত...
২৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪
অপু তানভীর বলেছেন: সত্যি বলছি যখন ঐ পোলার চিৎকার শুনি গায়ের ভিতর একটা কিটকিট করে ! মেজাজটা এমন গরম হয় !
একটা থাপ্পড় দিতে পারলে ভাল লাগতো !!
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
তানজিমস্ বলেছেন: যে-কোন সুস্থ স্বাভাবিক মানুষ এই বিজ্ঞাপন দেখে অসুস্থ বোধ করবে...
২৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
সচেতন প্রহরী বলেছেন: বিজ্ঞাপন হতে পারে সামাজিক মুল্যবোধ প্রতিষ্ঠার অন্যতম একটা মাধ্যম । কিন্তু এই বিজ্ঞাপনকে ব্যবহার করে যারা কোমলমতি শিশুদের মনে অনৈতিকতার বিজ বপন করছে তাদের জ্ঞানের পরিধির কতটা তা নিয়ে আমার সন্দেহ আছে । তাদেরকে অবশ্যি শাস্তির আওতায় আনতে হবে । নাহলে এমন বিকৃত মনমানসিকতার দৃষ্টুকটু বিজ্ঞাপন অনবরত চলতেই থাকবে ।
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: বিজ্ঞাপনেরও সেন্সর বোর্ড লাগবে।
>>আমি সম্পূর্ন একমত বিজ্ঞাপনের জন্য একটা সেন্সর বোর্ড প্রতিষ্ঠা করা জরুরি ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৭
তানজিমস্ বলেছেন: বন্ধ হোক অরুচিকর ও ক্ষতিকর সব কিছু... আইন হোক সাধারন মানুষের ছায়াবৃক্ষ... ধন্যবাদ আপনাকে।
২৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮
গগণজয় বলেছেন: প্রদীপ শিখা বলেছেন: পোলাডরে থাবড়ায়ে কি হবে? থাপড়ানো উচিত যে গাধা এই বিজ্ঞাপনটা বানাইছে তারে ..
হক কথা...
সহমত...
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮
তানজিমস্ বলেছেন: এধরনের বিজ্ঞাপন বন্ধ হোক...
২৯| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মনে হয় এডটা সফল হয়েছে। অন্ততঃ আলোচনায় আসলো। তবে আমি সব জায়গাতেই ইথিকস এর অভাব দেখছি। আর প্রানের মতো একটা প্রতিষ্ঠান এই বিজ্ঞাপনটি নির্বাচন করে কীভাবে?!
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
তানজিমস্ বলেছেন: এটাকে কোন ভাবেই সফলতা বলা যাবে না্... বোধবুদ্ধি সম্পন্ন যেকোন মানুষ ভাববে যার বিজ্ঞাপন এমন বস্তা পঁচা তার প্রোডাক্ট কত উন্নত হবে?
প্রাণের প্রোডাক্ট দেশ ছাড়িয়ে এখন বিদেশে তাদের আরো বেশি সচেতনতা ও দায়িত্ববোধ কাম্য...
৩০| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪
পাহাড়ের কান্না বলেছেন: আমার টিভি দেখা হয়না তাই দেখিনাই। তবে পোস্ট আর সবার মন্তব্য পইড়া এ্যডটা দেখতে মন চাইতাছে
৩১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
একজন পথশিশু বলেছেন: Bekubi add. Thappor lagano ochit.
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
তানজিমস্ বলেছেন: এধরনের বিজ্ঞাপন বন্ধ হোক...
৩২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫
আমি ব্লগার হইছি! বলেছেন: আপনার সাথে আমি প্রবলভাবে সহমত। কোমলমতি শিশুদের আচরণের উপর বিরূপ প্রভাব পড়তে পারে এই ধরণের বিজ্ঞাপনের কারণে।
বিজ্ঞাপন টির প্রচার অবিলম্বে বন্ধ করার আহবান জানাই।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
তানজিমস্ বলেছেন: এধরনের বিজ্ঞাপন বন্ধ হোক... ধন্যবাদ আপনাকে।
৩৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪
নিকষ বলেছেন: কালোপরী বলেছেন: টিভিই দেখি না
৩৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১
তথই বলেছেন: প্রাণ না ওইটা , ফান ক্যান্ডি , এ সি আই কোম্পানির
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
তানজিমস্ বলেছেন: আমার ভুল সংশোধন করে দেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ...
৩৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৯
ফরহাদুল হাসান অভি বলেছেন: youtube e পাইলাম অ্যাডটা। যারা দেখেন নাই, youtube e দেখতে পারেন। কান ফাইটা যাবে কিন্তু
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
তানজিমস্ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও লিংকটি দেবার জন্য...আমার ভাইপো একজন সুবোধ বালক ছিল কিন্তু এই বিজ্ঞাপন দেখার পর আজকাল তার আচরনে একধরনের বন্যভাব লক্ষ্য করছি যা অতি পীড়াদায়ক ও অনাকাক্ষিত।
৩৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৩
ফরহাদুল হাসান অভি বলেছেন: প্রান না ACI গ্রুপের fun candy। যে এই অ্যাডটা বানাইছে সারা দিন তার কানের কাছে এই বাচ্চার চিৎকার বাজানো উচিৎ ।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
তানজিমস্ বলেছেন: আমার ভুল সংশোধন করে দেয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ... আইডিয়াটা ভালো...
৩৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ও তাইতো ACI। এডটি মানসম্মত নয়।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
তানজিমস্ বলেছেন: সকল কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বন্ধ হোক... ধন্যবাদ।
৩৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১
ফার্ুক পারভেজ বলেছেন: ভিডিও টা দেখলাম , মানে দাড়ালো বাচ্ছারা কিছু চাইলে এরকম চিৎকার দিতে থাকলে মা বা দিতে বাধ্য থাকবে আর সেটা যদি একটা মেয়ে ও হয়।
অর্থাৎ ইমোশনাল ব্লেকমেইল শেখানো হচ্ছে ছোট ছোট বাচ্ছাদের ।
পোলা-পাইন তো এমনিতেই বখে যাচ্ছেই আবার এসব এড আনুষ্ঠানিক ভাবে টিভির মাধ্যমে নৈতিক অবক্ষয় তৈরী করছে
.......এর জন্য দায়ী কর্পোরেট দাললেরা।
ACI গ্রুপের এই বিজ্ঞাপনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানচ্ছি।
২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
তানজিমস্ বলেছেন: সকল কুরুচিপূর্ণ বিজ্ঞাপন বন্ধ হোক... ধন্যবাদ।
৩৯| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
লিন্কিন পার্ক বলেছেন:
পুরাই বাল !
৪০| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সব নস্টের দখলে যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪
মেটাল বলেছেন: ওই পোলারে ধইরা থাব্রাইতে ইচ্ছা করে
বালের এড বানাইসে