নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভীরু মানুষ...

একজন ভীরু মানুষ...

তানজিমস্‌

একজন ভীরু মানুষ...

তানজিমস্‌ › বিস্তারিত পোস্টঃ

দু’একজন শিক্ষক এত লুল টাইপ হয় কেন?

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

আমার স্কুল জীবনের একজন শিক্ষক যাকে আমি ছোট বেলা থেকেই ভীষণ আত্নসচেতন, সুরুচি সম্পন্ন, শিল্পজ্ঞান পুষ্ট, সংস্কৃতিমনা মানুষ হিসেবে চিনি। তিনি আমাদের চারুকলার ক্লাশ নিতেন। তার প্রতি তার প্রাপ্য সন্মান রেখে একটি কথা বলতে চাই... সুদর্শন এই মানুষটি কোন এক বিশেষ কারণে তার বিগত জীবনের সকল ছাত্রদের ভুল মেরে বসে আছেন আর তার যত ছাত্রী পৃথিবীর আনাচে কানাচে প্রকাশ্যে বা লুকিয়ে আছে তাদের তিনি মনে রেখেছেন। তারচেয়ে আজব ব্যাপার সেইসব ছাত্রীদের তিনি খুঁজে বের করছেন বা কোথাও না কোথাও তাদের সাথে তার দেখা হয়ে যাচ্ছে, ফটোসেশন হচ্ছে!!! তাজ্জব ব্যাপার!!! এইটা ক্যামনে হইতে পারে??? শুধু ছাত্রীদের মনে থাকে, তাদের সাথে দেখা হয়, যোগাযোগ হয়, ফটোসেশন হয় আর ছাত্রদের সাথে ফটোসেশন তো দূর দেখা হওয়া, যোগাযোগ হওয়া অনেকক্ষেত্রে মনে পর্যন্ত থাকে না??? এটা কি “গাজনি” বা ‘গোল্ডফিশ’ ট্যাইপের কোন রোগ নাকি???

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

সোহরাব হোসাইন বলেছেন: যদি এমন হত তিনি সকল ছাত্রদের মনে রেখেছেন ।কিন্তু ছাত্রীদের ভুলে যাচ্ছেন ।ছাত্রদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে ফটো শেসন হচ্ছে । তবে কেমন হত ?

২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৩

অন্য পুরুষ বলেছেন: এটাই বাস্তবতা !! জগতের নিয়ম অনুসারে তারা সুন্দর(ই) এর পুজারী। ছাত্ররা তো ছাত্রিদের মতন কেয়ারিং না।

সুন্দর(ই) আকর্ষিত, সুন্দর নয় ।


!:#P !:#P !:#P

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯

আকরাম বলেছেন: লুল :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.