নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভীরু মানুষ...

একজন ভীরু মানুষ...

তানজিমস্‌

একজন ভীরু মানুষ...

তানজিমস্‌ › বিস্তারিত পোস্টঃ

নারীবাদীরা চুপ কেন?

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

হেফাজত নামের এক দল কি কইলো না কইলো তাই নিয়া দেশের তথাকথিত নারীবাদীরা মহাসমাবেশ করতে চলছে, কিন্তু বারবার শত সহস্র নারী গার্মেন্টস কর্মীর মৃত্যু তাদের কিছুমাত্র নাড়া দেয় না, ইউলিভার বা অন্য কোন নামীদামি কোন কোম্পানি যখন বলে ফর্সা না হইলে মেয়েদের কোন দাম নাই, যখন কর্পোরেট দুনিয়া মেয়েদের সবচেয়ে জঘন্য পণ্য হিসেবে ব্যবহার করে তখন নারীবাদীরা থাকেন কোথায়? এই ইস্যুগুলোতে কেন কোন ঝড় তোলে না তারা? যে নারীদের উপর ভর করে চলছে দেশের অর্থনীতি সেই নারীদের লাশের মিছিল চলছে তা কি চোখে পড়ে না? নাকি এখানে তোমাদের আঁতলামি করার, পে-করা প্রভুদের পা চাটার সুযোগ নাই, এরা গরীব শ্রমিক তাই তোমরা চুপ করে আছো?

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

বইয়ের পোকা বলেছেন: এক্কেবারে মনের কথা কইছেন!!!! ইউনিলিভারের পণ্য হইয়া টাকা পাওন যায়,এইজন্য তাগো বেলায় সব মাফ। X( X( X( X( X( X(

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

তানজিমস্‌ বলেছেন: সব ভন্ডদের দখলে...

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

রাজ হাসান বলেছেন: তিনারা এই হগল গার্মেন্টস শ্রমিক দের দালালি করলে কি ফয়দা????

এরা(গা.শ্র) তো আর এই দালালীর জন্য তিনাগো পে করতে পারত না।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

তানজিমস্‌ বলেছেন: অত কি বুঝিরে ভাই, আমরাতো সব শত্রু মানব ...

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৭

নিয়েল হিমু বলেছেন: হু আপনার কথা ঠিক আছে । কিন্তু নারী বাদীরা যখন এই সব নিয়ে রাজপথ কাপায় সত্যিকারের অধিকার আদায় করে নিয়ে আসে তখন আপনি কুতায় থাকেন ?
আজকে কোথায় আপনার হেফাজতী ?

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯

তানজিমস্‌ বলেছেন: হিমু আপনি কি নিজেকে সত্যি সত্যি হিমু ভাবা শুরু করেছেন নাকি? আপনার ইনটিউশন এতটাই প্রবল ভাবা শুরু করেছেন যে আমি কি করি কোথায় থাকি সব বসে বসে জেনে ফেলেছেন? ভাই ভন্ড হেফাজতী আমার কেউ না আর সেই সাথে কোন ভন্ড-ই আমার কেউ না ... আমি কি বুঝাতে চেয়েছি তা বুঝলে ভাল না বুঝলেও ক্ষতি নাই কারণ আপনিতো হিমু...

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৭

ইমরান হোসেন। বলেছেন: http://www.vuenews24.com/2013/04/24/6721

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

ইমরান হোসেন। বলেছেন: http://www.vuenews24.com/2013/04/24/672
লিংক টা হিমু ভাইদের জন্য

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২০

তানজিমস্‌ বলেছেন: খুব ভালো হইছে ভাই... আপনার জন্যেও একটু দোয়া চাইয়ে আনেন যান...

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

নিয়েল হিমু বলেছেন: ইমরান হোসেন। @ রক্ত দরকার আমাদের । দোয়া দিয়েই দায়ীত্ব শেষ করে ফেল্লে হবেনা ছরি আছি

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৪

জুন বলেছেন: আমি ঠিক সকাল থেকে একথাটাই ভাবছি .. তাদের সাথে সাথে আমাদের মহিলা এমপিরা কই ? যারা সামান্য ইস্যুতে গলা ফাটিয়ে বেড়ায়।

অটঃ দুই নেত্রীর কথা আর বলতে চাই না ভাই।

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

তানজিমস্‌ বলেছেন: নেত্রীদের কথা বলার পর তিনবার মাউথওয়াশ ব্যবহার করতে হয় আর লিখার পর হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হয় বারবার...

৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: স্বার্থ ছাড়া তাদের হাত পা তো দুরে থাক, কলমও চলেনা। সব ভন্ডের দল

৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

শিরিষ গাছ বলেছেন: আওয়ামী আবাল, হাম্বা লীগ এরা সব জায়গায় হেফাজতি খুঁজে বেড়ায়। এধরণের কমেন্ট পেলে সোজা গদাম দিবেন।এরা সবখানে ত্যানা পেঁচায় প্রমাণ ৩ নং কমেন্ট। আপনি পোস্টে লিখলেন কি, আর ৩ নং কমেন্টে প্রতিক্রিয়াটা কি হল.। এই আবাল গুলো সবকিছু নিয়ে রাজনীতি করে। ল্যাদাতে আসলে শুধু গদাম দিয়ে বের করে দিয়েন।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

কেএসরথি বলেছেন: কারন টা আমি বলতেছি। দেখেন মিলে নাকি:


হেফাজতীর বিরোধীতা করলে, একটা রাজনৈতিক সুবিধা আছে। হেফাজতীরে লুলা বানায়ে ফেললে, পরবর্তীতে নির্বাচনে শত্রুর সংখ্যা কমে যাবে। তাই হেফাজতীরা যাইইইই বলুক না কেন - ঐগুলাকে ভূল প্রমান করতে হবে। আজকে যদি হেফাজতীরা মহিলাদের স্বপক্ষে কথা বলা শুরু করে, তাহলে দেখবেন, সরকারের একটা অংশ ঐটারও বিরোধীতা করবে।

কারন খুবই সিম্পল। হেফাজতীরা বর্তমান সরকারের শত্রু, তো এই জন্য ওদের সব খারাপ। এখন আপনি নিজের শত্রুর বিরোধীতা করবেন - এটাই তো একটা নরমাল ব্যাপার।

কিন্তু আজকে তো মারা গেল অসহায়, খেটে খাওয়া কিছু মানুষ। এরা কোন দলের না। এদের কোন রাজনৈতিক চাহিদা ছিল না। এদের কোন রাজনৈতি বক্তব্য ছিল না। এদের পক্ষে কথা বললে, কোন রাজনৈতিক ফায়দা লুটা যাবে না। আর সেজন্যই কারো কোন মাথা ব্যাথা নাই।

কিছুদিন আগে একজন মহিল সাংবাদিকের উপর কিছু মিছিলকারী চড়াও হয়েছিল । সেটা নিয়ে কত ধুম-ধারাক্কা হইল।

আর আজকে শয়ে শয়ে নারী মারা গেল। কিন্তু সব চুপ।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: নিয়েল হিমু বলেছেন: ইমরান হোসেন। @ রক্ত দরকার আমাদের । দোয়া দিয়েই দায়ীত্ব শেষ করে ফেল্লে হবেনা ছরি আছি


দোয়া দিয়ে কিছু হবেনা মানে কি?? এটা কোন ধরনের কথা?? যাদের সামর্থ নেই (শাররীক ও আর্থিক) তারা কি দোয়াও দিতে পারবেনা। আজব।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

শিরিষ গাছ বলেছেন: নিয়েল হিমুর সমস্যা আছে । সেটা বিভিন্ন পোস্টে তার করা কমেন্ট গুলো দেখলে বুঝতে পারবেন। তিনি ঘুরে-ফিরে সব কিছুতে হেফাজত খুঁজে বেড়ায়। উনাকে সামুর '' মখা'' বলা যেতে পারে।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৫

সুপান্থ সুরাহী বলেছেন:
এখনো আমাদের আলেম ভাইয়েরা ঘটনাস্থলে আছেন... অর্থ-রক্ত দিয়ে সাধ্যানুযয়ী সাহায্য করছেন...

সুতরাং হিমু মিথ্যাবাদী...

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

সোহাগ সকাল বলেছেন: সকল ভন্ডদের মুখেই বাঙালি হিসু করে।

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:০২

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
সত্যই তো!
আজকে কোথায় আপনার হেফাজতী ?

গনজাগরন মঞ্চে শত শত নারী, ছাত্রী সারাদিন রোদে পুড়ে রক্ত দেয়ার জন্য লাইনে দাঁড়ানো দেখেছি। রক্তদাতাদের ভীড় এড়ানোর জন্য বঙ্গবন্ধু মেডিকেলের সহায়তায় আরো কয়েকটি সেল খুলতে হয়েছিল।
মানুষ মানুষের জন্য, মানুষ মানবতাকে বাঁচাবার জন্য!

ফেফাজতি-জামাতীদের পাবেন মানুষ মারার জন্য!

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৫

হ্যারিয়ার টু বলেছেন: যে কোন দুর্যোগে মানবতাবাদী, নারীবাদী, তরুনসমাজের জাগরণীরাই সবার আগে এগিয়ে আসে!
সহিংসতা হাংগামা ইত্যাদিতে পাবেন জামাতী হেফাজতিদের!

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৫

ইকবাল পারভেজ বলেছেন: আওয়ামী খুনি রানা তার অবৈধ দালানে নিয়ে শত শত মানুষ খুন করেছে, সেইটা নিয়া সব হাম্বারা চুপ| এখন কয় হেফাজতিরা কই গেল?? দেখ হেফাজতিরা কই গেল|

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৬

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: @ইকবাল পারভেজ, উনারা দেখি এর মধ্যে একটা ব্যনারও ছাপায়ে ফেলছে...

লজ্জা করে না রে ভাই...এসব করতে ... ?

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১

ধূসর পানিপোকা বলেছেন: এখন কোন বাদ নিয়ে প্যাঁচালের সময় না ।পারলে রক্ত,অর্থ বা ঔষধ দিয়ে সাহায্য করুন ।সাহায্যের আহবান করুন ।ক্যাচালের অনেক সময় পাবেন ।

২০| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৪

ইকবাল পারভেজ বলেছেন: @আবদুল্লাহ্‌ আল্‌ মামুন:

ব্লগে হাম্বা হাম্বা না কইরা তুইও একটা ব্যানার বানাইয়া রক্ত দে, চান্দাবাজী অনেক করছস, এইবার কিছু শোধ দে, আওয়ামী বলদ|

২১| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২

আশফাক সুমন বলেছেন: সুপান্থ সুরাহী বলেছেন:
এখনো আমাদের আলেম ভাইয়েরা ঘটনাস্থলে আছেন... অর্থ-রক্ত দিয়ে সাধ্যানুযয়ী সাহায্য করছেন...

সুতরাং হিমু মিথ্যাবাদী...
------ স হ মত। হিমু মিথ্যা বাদি


@আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: - ভাই আপনি কি মানুষ , নাকি ইসলাম বিদ্বেষীদের পা চাটা গোলাম ? হেফাজত ভাল না খারাপ পরের কথা, ওদের ভাল কাজেরও কি বিরধিতা করতে হবে?

২২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

মুজিব রহমান বলেছেন: নারীবাদীরা এমনিতেই গার্মেন্টস নারী কর্মীদের পছন্দ করে না। এরা গার্মেন্টসে না গেছে তাদের বাসায় কাজের মেয়ে পেতে কষ্ট হতো না। নারীবাদী পুরুষরা গার্মেন্টস কন্যাদের যে কী চোখে দেখে তা আর বললাম না।

২৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭

ওবায়দুল হক মাহমুদ বলেছেন: ওখানে লাশগুলোতে প্রচন্ড গরমে পচন ধরছে । লাশ পচা গন্ধে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে । আমরা অধর চন্দ্র স্কুলে বরফ সরবরাহ করছি । আরও বরফ লাগবে । আর দূর্ঘটনা স্থলে গন্ধ দূর করতে বিশেষজ্ঞ পরামর্শ চাইছি ।
Click This Link

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

সাইদুল হক পাবেল বলেছেন: আশপাশের মানুষ আসেন পানি নিয়ে আর রক্ত দিতে। ওই হাসপাতালের শিক্ষার্থীরাই প্রায় ২০০ ব্যাগ রক্ত দিয়েছেন। বিকেলের দিকে স্থানীয় মাদ্রাসাগুলোর কয়েক হাজার ছাত্র রক্ত দিতে এনাম মেডিকেলের সামনে এসে ভিড় জমায়। ফটকের সামনে বসে রক্তদাতা ও কার কোন গ্রুপের রক্তের প্রয়োজন তার তালিকা করছিলেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
পুরো খবর এখানে-- Click This Link

কে কি করল তা নিয়ে বিতর্ক করার সময় এটা নয়। ।এখন সহযোগিতা করার সময়। বিতর্ক না করে সাহায্য করুন।

২৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩

নাজমুল হাসান বাবু বলেছেন: ক্যাচালের সময় অনেক পাওয়া যাবে, এখন কাজ দরকার। কালোকে কালো আর আলোকে সবাই আলো বলতে শিখুন তাহলে এই বিবাদ থাকবে না। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.